পুবের কলম, ওয়েবডেস্কঃ নিলামে উঠল অষ্টাদশ শতাব্দীর দুর্লভ রত্নখচিত চশমা। যে চশমায় গ্লাসের বদলে ব্যবহার করা হয়েছে দুর্লভ হিরে এবং পান্না। এছাড়াও পুরো ফ্রেমে বসানো আছে হিরে। চলতি বছরের অক্টোবর মাসে নিলামে উঠবে এই চশমা।
‘সদবি’ নামে একটি সংস্থা এ নিলামের আয়োজক। এ সংস্থার চেয়ারম্যান এডওয়ার্ড গিবস দাবি করেছেন, ওই চশমাগুলো মুঘল আমলের। তিনি বলেন, যত দূর আমি জানি, এ গুলোর মতো চশমা আর নেই।নিলামে তোলার আগে হংকং, নিউইয়র্কে হবে তার প্রদর্শনী। প্রত্নতাত্ত্বিকদের ধারণা, ভারতের গোলকোণ্ডায় ২০০ ক্যারেটের হীরা এবং কলম্বিয়ান পান্না দিয়ে ওই চশমাগুলো তৈরি করা হয়েছিল।
































