৩০ এপ্রিল ২০২৫, বুধবার, ১৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রের নির্বাচন: চতুর্থবার জয় পেলেন ফিলিস্তিনি বংশোদ্ভূত রাশিদা

ইমামা খাতুন
  • আপডেট : ৬ নভেম্বর ২০২৪, বুধবার
  • / 37

পুবের কলম, ওয়েবডেস্ক: যুক্তরাষ্ট্রের নির্বাচনে চতুর্থবারের মতো জিতলেন ফিলিস্তিনি বংশোদ্ভূত রাশিদা তায়িব। যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে টানা চতুর্থবারের মতো জয় পেয়েছেন দেশটির আইনসভার একমাত্র ফিলিস্তিনি–মার্কিন সদস্য রাশিদা তায়েব। মিশিগান অঙ্গরাজ্যের ১২তম কংগ্রেশনাল ডিসট্রিক্ট থেকে জয় পান এই ডেমোক্র্যাট প্রার্থী। তার নির্বাচনী আসনে বিপুল সংখ্যক আরব–মার্কিন জনগোষ্ঠীর বসবাস।

আন্তর্জাতিক সংবাদ সংস্থা সূত্রে খবর, ডেমোক্র্যাট প্রার্থী রাশিদা তায়িব ৭২ দশমিক ৪ শতাংশ ভোট পেয়েছেন।যেখানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান প্রার্থী জেমস হুপার পেয়েছেন ২৩ দশমিক ৫ শতাংশ ভোট।

দীর্ঘদিন ধরে গাজা ও অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি আগ্রাসন এবং এতে মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থনের বিরুদ্ধে সরব রাশিদা তায়িব। গাজায় ইসরাইলি আগ্রাসনকে বরাবরই গণহত্যা বলে তোপ দেগেছেন তিনি। এই আগ্রাসনে যুক্তরাষ্ট্রের একনিষ্ঠ সমর্থনের তীব্র সমালোচনা করে নিজের সহকর্মীদের বিরাগভাজনও হতে হয়েছে তাকে। তবে রাশিদা বলেন, তার সমালোচনা বেনিয়ামিন নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে। ফিলিস্তিনে ইসরাইলি আগ্রাসন নিয়ে তিনি চুপ থাকবেন না বলেও অঙ্গীকার করেন।

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

যুক্তরাষ্ট্রের নির্বাচন: চতুর্থবার জয় পেলেন ফিলিস্তিনি বংশোদ্ভূত রাশিদা

আপডেট : ৬ নভেম্বর ২০২৪, বুধবার

পুবের কলম, ওয়েবডেস্ক: যুক্তরাষ্ট্রের নির্বাচনে চতুর্থবারের মতো জিতলেন ফিলিস্তিনি বংশোদ্ভূত রাশিদা তায়িব। যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে টানা চতুর্থবারের মতো জয় পেয়েছেন দেশটির আইনসভার একমাত্র ফিলিস্তিনি–মার্কিন সদস্য রাশিদা তায়েব। মিশিগান অঙ্গরাজ্যের ১২তম কংগ্রেশনাল ডিসট্রিক্ট থেকে জয় পান এই ডেমোক্র্যাট প্রার্থী। তার নির্বাচনী আসনে বিপুল সংখ্যক আরব–মার্কিন জনগোষ্ঠীর বসবাস।

আন্তর্জাতিক সংবাদ সংস্থা সূত্রে খবর, ডেমোক্র্যাট প্রার্থী রাশিদা তায়িব ৭২ দশমিক ৪ শতাংশ ভোট পেয়েছেন।যেখানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান প্রার্থী জেমস হুপার পেয়েছেন ২৩ দশমিক ৫ শতাংশ ভোট।

দীর্ঘদিন ধরে গাজা ও অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি আগ্রাসন এবং এতে মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থনের বিরুদ্ধে সরব রাশিদা তায়িব। গাজায় ইসরাইলি আগ্রাসনকে বরাবরই গণহত্যা বলে তোপ দেগেছেন তিনি। এই আগ্রাসনে যুক্তরাষ্ট্রের একনিষ্ঠ সমর্থনের তীব্র সমালোচনা করে নিজের সহকর্মীদের বিরাগভাজনও হতে হয়েছে তাকে। তবে রাশিদা বলেন, তার সমালোচনা বেনিয়ামিন নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে। ফিলিস্তিনে ইসরাইলি আগ্রাসন নিয়ে তিনি চুপ থাকবেন না বলেও অঙ্গীকার করেন।