১৯ জুলাই ২০২৫, শনিবার, ৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

রথযাত্রা নিয়ে জয়নগর থানার উদ্যোগে বিশেষ আলোচনা সভা হয়ে গেল জয়নগরে

চামেলি দাস
  • আপডেট : ২৩ জুন ২০২৫, সোমবার
  • / 110

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,জয়নগর : আর কয়েকদিন পর বাঙালির আরো এক উৎসব রথযাত্রা অনুষ্ঠিত হবে।আর তার আগে সোমবার বারুইপুর পুলিশ জেলার জয়নগর থানার উদ্যোগে জয়নগর আমন্ত্রন কমপ্লেক্সে রথযাত্রা নিয়ে বিশেষ আলোচনা সভা হয়ে গেল।

যাতে উপস্থিত ছিলেন জয়নগর থানার আই সি পার্থ সারথি পাল, জেলা পরিষদ সদস্য তপন কুমার মন্ডল, সমাজসেবী তুহিন বিশ্বাস, জয়নগর মজিলপুর পৌরসভার চেয়ারম্যান সুকুমার হালদার, জয়নগর মজিলপুর দমকল কেন্দ্রের আধিকারিক,জয়নগর বিদ্যুৎ দফতরের আধিকারিক, জয়নগর থানার একাধিক এস আই, এ এস আই, জয়নগর সাব টাফিক, পৌর  ও পঞ্চায়েতের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

জয়নগর থানা এলাকার একাধিক রথযাত্রা কমিটির সদস্যরা এ দিনের আলোচনা সভায় অংশ নেন।সরকারি নিয়ম মেনে কিভাবে রথযাত্রা অনুষ্ঠিত হবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা হয় এদিন।এই রথযাত্রায় সম্পূর্ণ ভাবে ডি জে   সাউণ্ড নিষিদ্ধ বলে এদিন আই সি পার্থ সারথি পাল জানালেন।আর দীঘায় এবারই সরকারি ভাবে প্রথম রথযাত্রা শুরু হবার কারনে এবারের রথযাত্রায় সারা রাজ্যে আলাদা গুরুত্ব পাবে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন: রাজ্যবাসীকে রথযাত্রার শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর, দিঘার ‘জগন্নাথধাম’-এর নাম করে পোস্ট অভিষেকের 

আরও পড়ুন: রথযাত্রার দিনেই হারিয়ে যাওয়া বোনকে খুঁজে পেলেন দাদা
Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

রথযাত্রা নিয়ে জয়নগর থানার উদ্যোগে বিশেষ আলোচনা সভা হয়ে গেল জয়নগরে

আপডেট : ২৩ জুন ২০২৫, সোমবার

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,জয়নগর : আর কয়েকদিন পর বাঙালির আরো এক উৎসব রথযাত্রা অনুষ্ঠিত হবে।আর তার আগে সোমবার বারুইপুর পুলিশ জেলার জয়নগর থানার উদ্যোগে জয়নগর আমন্ত্রন কমপ্লেক্সে রথযাত্রা নিয়ে বিশেষ আলোচনা সভা হয়ে গেল।

যাতে উপস্থিত ছিলেন জয়নগর থানার আই সি পার্থ সারথি পাল, জেলা পরিষদ সদস্য তপন কুমার মন্ডল, সমাজসেবী তুহিন বিশ্বাস, জয়নগর মজিলপুর পৌরসভার চেয়ারম্যান সুকুমার হালদার, জয়নগর মজিলপুর দমকল কেন্দ্রের আধিকারিক,জয়নগর বিদ্যুৎ দফতরের আধিকারিক, জয়নগর থানার একাধিক এস আই, এ এস আই, জয়নগর সাব টাফিক, পৌর  ও পঞ্চায়েতের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

জয়নগর থানা এলাকার একাধিক রথযাত্রা কমিটির সদস্যরা এ দিনের আলোচনা সভায় অংশ নেন।সরকারি নিয়ম মেনে কিভাবে রথযাত্রা অনুষ্ঠিত হবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা হয় এদিন।এই রথযাত্রায় সম্পূর্ণ ভাবে ডি জে   সাউণ্ড নিষিদ্ধ বলে এদিন আই সি পার্থ সারথি পাল জানালেন।আর দীঘায় এবারই সরকারি ভাবে প্রথম রথযাত্রা শুরু হবার কারনে এবারের রথযাত্রায় সারা রাজ্যে আলাদা গুরুত্ব পাবে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন: রাজ্যবাসীকে রথযাত্রার শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর, দিঘার ‘জগন্নাথধাম’-এর নাম করে পোস্ট অভিষেকের 

আরও পড়ুন: রথযাত্রার দিনেই হারিয়ে যাওয়া বোনকে খুঁজে পেলেন দাদা