১৮ নভেম্বর ২০২৫, মঙ্গলবার, ১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

ভুল স্বীকার Ray & martin-এর, বিতর্কিত প্রচ্ছদ সংশোধন 

ইমামা খাতুন
  • আপডেট : ১ মে ২০২৫, বৃহস্পতিবার
  • / 274

পুবের কলম, ওয়েব ডেস্ক: ভুল স্বীকার Ray & martin-এর। বিতর্কিত প্রচ্ছদ সংশোধন । উল্লেখ্য, দ্বাদশ  শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের পাঠ্য বইয়ের প্রচ্ছদে ছাপা হয়েছিল অপ্রাসঙ্গিক ছবি। সেইসঙ্গে বইয়ে সন্ত্রাসবাদের সঙ্গে ইসলাম এবং মুসলমানদের সংযুক্ত করা হয়েছিল । স্কুল পড়ুয়াদের পাঠ্য বইয়ে এমন বিদ্বেষমূলক বিষয় সরিয়ে নেওয়ার দাবি জানিয়ে প্রকাশন সংস্থার কর্মকর্তাদের সঙ্গে বুধবার সাক্ষাৎ করে স্টুডেন্টস্ ইসলামিক অর্গানাইজেশন অফ ইন্ডিয়ার এক প্রতিনিধি দল।

 

ছাত্র সংগঠন এসআইও-র পক্ষ থেকে বলা হয়, সম্প্রতি রায় ও মার্টিন প্রকাশন সংস্থা থেকে প্রকাশিত দ্বাদশ শ্রেণির রাষ্ট্র বিজ্ঞান বইয়ের প্রচ্ছদে অপ্রাসঙ্গিক ছবি প্রকাশ হয়েছে।

ওই ছবিতে ইসলাম ধর্মাবলম্বীদের পোশাক ও  সংস্কৃতির সঙ্গে অস্ত্রসহ প্রদত্ত ছবি থাকায় স্কুল পড়ুয়াদের মনে ইসলাম ধর্ম সম্পর্কে বিরূপ ধারণার সৃষ্টি হতে পারে। রায় ও মার্টিনের মতো একটি সুপরিচিত ও উন্নতমানের প্রকাশনী যেন অবিবেচনামূলক ওই প্রচ্ছদ সরিয়ে ফেলে এবং প্রকাশিত সকল বই ফিরিয়ে নেওয়ার দাবি জানিয়ে প্রকাশন সংস্থার কর্মকর্তাদের সঙ্গে বুধবার দেখা করেন এসআইও পশ্চিমবঙ্গ শাখার রাজ্য সাধারণ সম্পাদক আবদুল ওয়াকিল এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল। এছাড়া প্রতিবাদ জানায় বহু ছোট্ট ছোট্ট সংগঠনও।  এছাড়া পিআইবির তরফে সংশ্লিষ্ট বিষয়ে আপত্তি জানিয়ে গণ-ইমেইল করা হয়।

এদিন নিজেদের ফেসবুকে ক্ষমা চেয়ে ভুল সংশোধনের কথা জানায় Ray & martin সংস্থাটি।  নতুন প্রচ্ছদের ছবি নিজস্ব ফেসবুক ওয়ালে শেয়ার করে তারা লেখে, ‘সম্প্রতি প্রকাশিত বইয়ের প্রচ্ছদটি যদি কোনো বিশেষ সম্প্রদায়ের মানুষের ভাবাবেগকে বিচলিত করে থাকে তার জন্য আমরা সমব্যথী। আমরা একটি ধর্মনিরপেক্ষ সংস্থা। আমাদের একমাত্র লক্ষ্য ছাত্রছাত্রীদের সবথেকে উন্নত প্রযুক্তিনির্মিত বই প্রদান করা। তাই ছাত্রছাত্রীদের স্বার্থে যে–কোনো বিতর্ক এড়াতে আমরা বইয়ের প্রচ্ছদটি পরিবর্তন করে দিলাম ।’

প্রসঙ্গত, ‘রায় ও মার্টিন’ প্রকাশনীর দ্বাদশ শ্রেণীর ‘রাষ্ট্রবিজ্ঞান বিচিত্রা’ বইয়ের প্রচ্ছদকে ঘিরে বিতর্কের  সূত্রপাত। প্রচ্ছদটিতে ইসলাম ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী পোশাককে অস্ত্রধারীর সঙ্গে উপস্থাপন করা হয় ৷ সংশ্লিষ্ট বিষয়টি প্রকাশ্যে আসতেই শুরু হয় তরজা। নিন্দা জানিয়ে সরব হয়েছেন রাজ্যের সংখ্যালঘু মহল এবং বিশিষ্টজনেরা ৷

Tag :

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ভুল স্বীকার Ray & martin-এর, বিতর্কিত প্রচ্ছদ সংশোধন 

আপডেট : ১ মে ২০২৫, বৃহস্পতিবার

পুবের কলম, ওয়েব ডেস্ক: ভুল স্বীকার Ray & martin-এর। বিতর্কিত প্রচ্ছদ সংশোধন । উল্লেখ্য, দ্বাদশ  শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের পাঠ্য বইয়ের প্রচ্ছদে ছাপা হয়েছিল অপ্রাসঙ্গিক ছবি। সেইসঙ্গে বইয়ে সন্ত্রাসবাদের সঙ্গে ইসলাম এবং মুসলমানদের সংযুক্ত করা হয়েছিল । স্কুল পড়ুয়াদের পাঠ্য বইয়ে এমন বিদ্বেষমূলক বিষয় সরিয়ে নেওয়ার দাবি জানিয়ে প্রকাশন সংস্থার কর্মকর্তাদের সঙ্গে বুধবার সাক্ষাৎ করে স্টুডেন্টস্ ইসলামিক অর্গানাইজেশন অফ ইন্ডিয়ার এক প্রতিনিধি দল।

 

ছাত্র সংগঠন এসআইও-র পক্ষ থেকে বলা হয়, সম্প্রতি রায় ও মার্টিন প্রকাশন সংস্থা থেকে প্রকাশিত দ্বাদশ শ্রেণির রাষ্ট্র বিজ্ঞান বইয়ের প্রচ্ছদে অপ্রাসঙ্গিক ছবি প্রকাশ হয়েছে।

ওই ছবিতে ইসলাম ধর্মাবলম্বীদের পোশাক ও  সংস্কৃতির সঙ্গে অস্ত্রসহ প্রদত্ত ছবি থাকায় স্কুল পড়ুয়াদের মনে ইসলাম ধর্ম সম্পর্কে বিরূপ ধারণার সৃষ্টি হতে পারে। রায় ও মার্টিনের মতো একটি সুপরিচিত ও উন্নতমানের প্রকাশনী যেন অবিবেচনামূলক ওই প্রচ্ছদ সরিয়ে ফেলে এবং প্রকাশিত সকল বই ফিরিয়ে নেওয়ার দাবি জানিয়ে প্রকাশন সংস্থার কর্মকর্তাদের সঙ্গে বুধবার দেখা করেন এসআইও পশ্চিমবঙ্গ শাখার রাজ্য সাধারণ সম্পাদক আবদুল ওয়াকিল এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল। এছাড়া প্রতিবাদ জানায় বহু ছোট্ট ছোট্ট সংগঠনও।  এছাড়া পিআইবির তরফে সংশ্লিষ্ট বিষয়ে আপত্তি জানিয়ে গণ-ইমেইল করা হয়।

এদিন নিজেদের ফেসবুকে ক্ষমা চেয়ে ভুল সংশোধনের কথা জানায় Ray & martin সংস্থাটি।  নতুন প্রচ্ছদের ছবি নিজস্ব ফেসবুক ওয়ালে শেয়ার করে তারা লেখে, ‘সম্প্রতি প্রকাশিত বইয়ের প্রচ্ছদটি যদি কোনো বিশেষ সম্প্রদায়ের মানুষের ভাবাবেগকে বিচলিত করে থাকে তার জন্য আমরা সমব্যথী। আমরা একটি ধর্মনিরপেক্ষ সংস্থা। আমাদের একমাত্র লক্ষ্য ছাত্রছাত্রীদের সবথেকে উন্নত প্রযুক্তিনির্মিত বই প্রদান করা। তাই ছাত্রছাত্রীদের স্বার্থে যে–কোনো বিতর্ক এড়াতে আমরা বইয়ের প্রচ্ছদটি পরিবর্তন করে দিলাম ।’

প্রসঙ্গত, ‘রায় ও মার্টিন’ প্রকাশনীর দ্বাদশ শ্রেণীর ‘রাষ্ট্রবিজ্ঞান বিচিত্রা’ বইয়ের প্রচ্ছদকে ঘিরে বিতর্কের  সূত্রপাত। প্রচ্ছদটিতে ইসলাম ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী পোশাককে অস্ত্রধারীর সঙ্গে উপস্থাপন করা হয় ৷ সংশ্লিষ্ট বিষয়টি প্রকাশ্যে আসতেই শুরু হয় তরজা। নিন্দা জানিয়ে সরব হয়েছেন রাজ্যের সংখ্যালঘু মহল এবং বিশিষ্টজনেরা ৷