হাইকোর্টে আরসিবি

- আপডেট : ৯ জুন ২০২৫, সোমবার
- / 95
পুবের কলম ওয়েবডেস্ক: রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবার হাইকোর্টে। প্রথমবার আইপিএল ট্রফি জয়ের পর চিন্নাস্বামীতে আইপিএল ট্রফি জয়ের উদ্যাপনের আগে পদপিষ্টের ঘটনায় ১১ জনের মৃত্যু ও ৫০ জনের আহত হওয়ার ঘটনা ঘটেছে। আর তাতেই আরসিবি, কর্নাটক রাজ্য ক্রিকেট সংস্থা ও সংশ্লিষ্ট দিনের ইভেন্ট ম্যানেজমেন্ট গ্রুপের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়।
ইতিমধ্যেই আরসিবির মার্কেটিং হেড সোসালেকে গ্রেফতার করা হয়েছে কেম্পেগৌড়া বিমানব¨র থেকে। যদিও তিনি এই গ্রেফতারিকে অন্যায্য বলে দাবি তুলে হাইকোর্টে যাওয়ার চ্যালেঞ্জ জানিয়েছিলেন। এবার আরসিবি ও ডিএনএ তাদের বিরুদ্ধে ওঠা মামলার বিরুদ্ধে জামিন পেতে কর্নাটক হাইকোর্টে আপিল করল।
আরসিবির বক্তব্য, তাদের মিথ্যে মামলায় ফাঁসানো হচ্ছে। তারা আগেই জানিয়েছিল, স্টেডিয়ামে এন্ট্রির ক্ষেত্রে নির্দিষ্ট সংখ্যক পাসের ব¨োবস্ত করা হয়েছিল। যারা বিনামূল্যে পাস পেয়েছিল, তাদেরও আগে থেকে নাম এন্ট্রি করার কথা বলা হয়েছিল।
শুধু তাই নয়, আরসিবি তাদের দাবিতে জানিয়েছে গেট খোলার কথা ছিল দুপুরে। কিন্তু তা খুলেছে বিকেল বেলায়। তার জন্যেই ভিড়টা অতিরিক্ত হয়ে গিয়েছিল। অন্য এক পিটিশনে পুলিশের অকর্মণ্যতাও তুলে ধরে ইভেন্ট ম্যানেজমেন্ট গ্রুপ ডিএনএ।