২৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ আরসিবির

- আপডেট : ৩০ অগাস্ট ২০২৫, শনিবার
- / 88
পুবের কলম প্রতিবেদক : চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে পদপিষ্ট হওয়ার ঘটনায় মৃতদের পরিবার পিছু ২৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু টিম ম্যানেজমেন্ট। দুদিন আগেই এ ঘটনার জন্য দু:খ প্রকাশ করে দু’পাতার একটি শোকবার্তা প্রকাশ করেছিল আরসিবি। আর সেখানে তারা জানিয়েছিল দলের স্বার্থে যারা জীবন দিয়েছিলেন কিংবা যারা আহত হয়েছিলেন, তাদের যত্ন নেবে আরসিবি।
৪ জুন চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে আরসিবির বিজয়োল্লাসে অংশ নিতে এসেছিলেন বহু মানুষ। সবাই স্টেডিয়ামের ভিতরে প্রবেশ করতেও পারেননি। প্রায় লক্ষাধিক মানুষের ভিড় হয়েছিল বেঙ্গালুরুর এই স্টেডিয়ামের বাইরে। প্রচণ্ড হুড়োহুড়িতে পদপিষ্টের ঘটনা ঘটে। আর তাতেই মৃত্যু হয়েছিল ১১ জনের। আহত হন ৭৫ জনেরও বেশি মানুষ। যা নিয়ে বিতর্ক তৈরি হয়। আর সেই বিতর্ক থামাতে আসরে নামতে হয় খোদ বিরাট কোহলিকেও। কিন্তু তা সত্ত্বেও তাঁর বিরুদ্ধে অভিযোগ ওঠে।
এতদিন আরসিবির তরফ থেকে সরকারীভাবে কোনও মন্তব্য পাওয়া যায়নি। কয়েকদিন আগে আরসিবি দুপাতার বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছিল, এই দুর্ঘটনার জন্য তারা ক্ষমাপ্রার্থী। এই ঘটনা একেবারেই কাম্য ছিল না। এমনটাও জানানো হয়েছিল উচ্ছ্বাস নয়, সমর্থকদের এখন যত্নের প্রয়োজন। এরপর থেকে তাঁরা সমর্থকদের যত্ন নেওয়ার আবেদন জানিয়েছেন।