ফের চালু হচ্ছে শিলিগুড়িগামী বাস পরিষেবা, উদ্বোধন করলেন পরিবহণমন্ত্রী

- আপডেট : ২৬ নভেম্বর ২০২৩, রবিবার
- / 114
পুবের কলম, ওয়েবডেস্ক: অতীতের শিলিগুড়িগামী বাস পরিষেবা ফের চালু হচ্ছে। কলকাতা থেকে শিলিগুড়ি এবং আসানসোল থেকে দুর্গাপুর হয়ে শিলিগুড়ি পর্যন্ত নন-এসি বাস পরিষেবা চালু ছিল। পরে সেই পরিষেবা বন্ধ হয়ে যায়। শুক্রবার কলকাতা রাষ্ট্রীয় পরিবহণ নিগমের কসবা ডিপোয় এই বাস পরিষেবার উদ্বোধন করেন পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। ডিসেম্বরের ১ তারিখ থেকে এই বাসগুলি কলকাতা এবং আসানসোল থেকে শিলিগুড়ি পর্যন্ত চলবে। যাত্রীদের বিপুল চাহিদা থেকে শিলিগুড়িগামী বাস চালু করার বিষয়টি ভাবনায় আসে নিগমের।
নিগম সূত্রে খবর, প্রথমে কলকাতা থেকে কৃষ্ণনগর, বহরমপুর, মালদা হয়ে পরিষেবা চালু হবে। আপ-ডাউন রুটে দুটি বাস চালানো হবে। পরে ধাপে আসানসোল থেকে দুর্গাপুর হয়ে এবং পরে বাঁকুড়া পর্যন্ত বাস চালানো হবে। পুশ-ব্যাক আসনের সুবিধাযুক্ত বাসগুলির ভাড়া পড়বে ৫০০ টাকার কাছাকাছি।