কোনও ব্যক্তিকে গ্রেফতার করতে হলে লিখিত কারণ জানাতে হবে: সাফ জানাল সুপ্রিম কোর্ট
- আপডেট : ৭ নভেম্বর ২০২৫, শুক্রবার
- / 70
পুবের কলম, ওয়েবডেস্ক: কোনও ব্যক্তিকে গ্রেফতার করতে হলে লিখিতভাবে অভিযুক্তকে কারণ দেখাতে হবে বলে সাফ জানাল সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার ব্যক্তি স্বাধীনতা রক্ষায় বড় নির্দেশ দিল দেশের শীর্ষ আদালত। এদিন এক মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট জানিয়েছে, কোনও অভিযুক্তকে গ্রেফতার করার সময় পুলিশ-সহ সব তদন্তকারী সংস্থাগুকে গ্রেফতারের কারণ লিখিতভাবে অভিযুক্তকে জানাতে হবে। অভিযুক্ত ব্যক্তি যে ভাষায় বোঝে সেই ভাষাতেই কারণ জানাতে হবে তদন্তকারী সংস্থাকে। বৃহস্পতিবার এক মামলায় এমনই নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতি বিআর গাভাইয়ের ডিভিশন বেঞ্চ।
২০২৪ সালে মুম্বইয়ের ওয়রলি এলাকায় একটি বিএমডব্লিউ গাড়ির দুর্ঘটনা ঘটে। সেই ঘটনায় অভিযুক্ত মহির রাজে শাহ বনাম মহারাষ্ট্র মামলার শুনানিতে প্রধান বিচারপতি বিআর গাভাই এবং বিচারপতি এজি মাসিহ বলেছেন, সংবিধানের ২২(১) ধারার অধীনে গ্রেপ্তারির কারণ জানা অভিযুক্তের মৌলিক অধিকার। এই অধিকার সব ধরণের অপরাধের ক্ষেত্রে প্রযোজ্য। ভারতিয় ন্যায় সংহিতায় বর্ণিত অপরাধের ক্ষেত্রেও এই নিয়ম প্রযোজ্য বলে জানিয়েছে শীর্ষ আদালত।





























