০৬ মে ২০২৫, মঙ্গলবার, ২৩ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

আগস্টের ফের প্রাথমিকের নিয়োগ

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ২৫ জুলাই ২০২৩, মঙ্গলবার
  • / 22

পুবের কলম প্রতিবেদক:  আগস্ট মাসের পর ফের প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। আদালতের নির্দেশে যে ইন্টারভিউ প্রক্রিয়া চলছে, সেই প্রক্রিয়ায় নিয়োগ হবে বলে জানিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। উল্লেখ্য গত বছরের ডিসেম্বর মাস থেকে শুরু হয়েছে প্রাথমিক শিক্ষক নিয়োগের ইন্টারভিউ প্রক্রিয়া।

আর সেই ইন্টারভিউ প্রক্রিয়া এবার একদম শেষ পর্যায়ে। আজ, অর্থাৎ ২৪ জুলাই ১৯তম পর্যায় ইন্টারভিউ নিচ্ছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। পর্ষদ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, হাইকোর্টের নির্দেশ অনুযায়ী প্রার্থীদের ইন্টারভিউ প্রক্রিয়া নেওয়া হচ্ছে। পর্ষদ সূত্রের খবর, এই দফা ১১ হাজারের বেশি শূন্য পদে নিয়োগে ১৯ তম পর্যায়ের ইন্টারভিউ চলছে। পরে আর কোনও প্রার্থীদের ইন্টারভিউ নেওয়া বাকি থাকবে না।

আরও পড়ুন: Breaking: আগস্টেই রাজ্যে আসছেন জাতীয় নির্বাচন কমিশনের প্রতিনিধি দল

ইন্টারভিউ প্রক্রিয়া কার্যত শেষ না হওয়ায় পঞ্চায়েত নির্বাচনের আগে অবশ্য প্যানেল বা মেধা তালিকা প্রকাশ করতে পারেনি পর্ষদ। পর্ষদের আধিকারিকরা দাবি করছেন ১৯তম পর্যায় ইন্টারভিউ প্রক্রিয়া শেষ হলে পর্ষদ প্যানেল বা মেধাতালিকা প্রকাশ করতে পারে। তবে, কবে প্যানেল প্রকাশ করা হবে সেই বিষয়ে অবশ্য স্পষ্ট কিছু জানায়নি পর্ষদ।

আরও পড়ুন: মোদি নেতৃত্বাধীন বিজেপিকে হঠাতে আগস্টেই যৌথ জনসমাবেশের ইঙ্গিত বিরোধী দলগুলির, বেঙ্গালুরুতে সাজানো হবে ঘুঁটি

সূত্রের খবর, আগামী অগাস্ট মাসের মধ্যেই প্যানেল প্রকাশ করা হতে পারে। পর্ষদ সভাপতি গৌতম পাল অবশ্য বলেছেন, ‘‘আমাদের কাজ চলছে। যথাসময়ে আপনাদের জানিয়ে দেব প্যানেল প্রকাশ করার বিষয়।

আরও পড়ুন: মাদ্রাসায় শিক্ষক নিয়োগ: আবেদনপত্র সংশোধনের সময়সীমা বাড়ল

পর্ষদের দাবি, নিয়োগের ক্ষেত্রে কোনও ম্যানিপুলেশন হওয়ার জায়গা থাকবে না। শুধু তাই নয়, ইন্টারভিউ দিতে আসা প্রার্থীদের ডকুমেন্ট ভেরিফিকেশনের সময়ও করা হয়েছে ভিডিওগ্রাফি। সবমিলিয়ে এবার নিয়োগ প্রক্রিয়া নিয়েও বাড়তি সতর্ক প্রাথমিক শিক্ষা পর্ষদ।

বিশেষ করে প্রার্থীদের তরফে যে ডকুমেন্টগুলি জমা দেওয়া হয়েছে সেগুলি যাচাই করার জন্য একাধিক পদ্ধতি নেওয়া হচ্ছে পর্ষদের তরফে। কোথাও কোনও ডকুমেন্ট নকল দেওয়া হচ্ছে কিনা, তা-ও খতিয়ে দেখা হচ্ছে। এখন শেষ পর্যায়ের ভেরিফিকেশন চলছে বলে পর্ষদ সূত্রে খবর।

 

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

আগস্টের ফের প্রাথমিকের নিয়োগ

আপডেট : ২৫ জুলাই ২০২৩, মঙ্গলবার

পুবের কলম প্রতিবেদক:  আগস্ট মাসের পর ফের প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। আদালতের নির্দেশে যে ইন্টারভিউ প্রক্রিয়া চলছে, সেই প্রক্রিয়ায় নিয়োগ হবে বলে জানিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। উল্লেখ্য গত বছরের ডিসেম্বর মাস থেকে শুরু হয়েছে প্রাথমিক শিক্ষক নিয়োগের ইন্টারভিউ প্রক্রিয়া।

আর সেই ইন্টারভিউ প্রক্রিয়া এবার একদম শেষ পর্যায়ে। আজ, অর্থাৎ ২৪ জুলাই ১৯তম পর্যায় ইন্টারভিউ নিচ্ছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। পর্ষদ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, হাইকোর্টের নির্দেশ অনুযায়ী প্রার্থীদের ইন্টারভিউ প্রক্রিয়া নেওয়া হচ্ছে। পর্ষদ সূত্রের খবর, এই দফা ১১ হাজারের বেশি শূন্য পদে নিয়োগে ১৯ তম পর্যায়ের ইন্টারভিউ চলছে। পরে আর কোনও প্রার্থীদের ইন্টারভিউ নেওয়া বাকি থাকবে না।

আরও পড়ুন: Breaking: আগস্টেই রাজ্যে আসছেন জাতীয় নির্বাচন কমিশনের প্রতিনিধি দল

ইন্টারভিউ প্রক্রিয়া কার্যত শেষ না হওয়ায় পঞ্চায়েত নির্বাচনের আগে অবশ্য প্যানেল বা মেধা তালিকা প্রকাশ করতে পারেনি পর্ষদ। পর্ষদের আধিকারিকরা দাবি করছেন ১৯তম পর্যায় ইন্টারভিউ প্রক্রিয়া শেষ হলে পর্ষদ প্যানেল বা মেধাতালিকা প্রকাশ করতে পারে। তবে, কবে প্যানেল প্রকাশ করা হবে সেই বিষয়ে অবশ্য স্পষ্ট কিছু জানায়নি পর্ষদ।

আরও পড়ুন: মোদি নেতৃত্বাধীন বিজেপিকে হঠাতে আগস্টেই যৌথ জনসমাবেশের ইঙ্গিত বিরোধী দলগুলির, বেঙ্গালুরুতে সাজানো হবে ঘুঁটি

সূত্রের খবর, আগামী অগাস্ট মাসের মধ্যেই প্যানেল প্রকাশ করা হতে পারে। পর্ষদ সভাপতি গৌতম পাল অবশ্য বলেছেন, ‘‘আমাদের কাজ চলছে। যথাসময়ে আপনাদের জানিয়ে দেব প্যানেল প্রকাশ করার বিষয়।

আরও পড়ুন: মাদ্রাসায় শিক্ষক নিয়োগ: আবেদনপত্র সংশোধনের সময়সীমা বাড়ল

পর্ষদের দাবি, নিয়োগের ক্ষেত্রে কোনও ম্যানিপুলেশন হওয়ার জায়গা থাকবে না। শুধু তাই নয়, ইন্টারভিউ দিতে আসা প্রার্থীদের ডকুমেন্ট ভেরিফিকেশনের সময়ও করা হয়েছে ভিডিওগ্রাফি। সবমিলিয়ে এবার নিয়োগ প্রক্রিয়া নিয়েও বাড়তি সতর্ক প্রাথমিক শিক্ষা পর্ষদ।

বিশেষ করে প্রার্থীদের তরফে যে ডকুমেন্টগুলি জমা দেওয়া হয়েছে সেগুলি যাচাই করার জন্য একাধিক পদ্ধতি নেওয়া হচ্ছে পর্ষদের তরফে। কোথাও কোনও ডকুমেন্ট নকল দেওয়া হচ্ছে কিনা, তা-ও খতিয়ে দেখা হচ্ছে। এখন শেষ পর্যায়ের ভেরিফিকেশন চলছে বলে পর্ষদ সূত্রে খবর।