স্পিড পোস্ট পরিষেবার সঙ্গে যুক্ত হতে চলেছে রেজিস্টার্ড পোস্ট পরিষেবা

- আপডেট : ৬ অগাস্ট ২০২৫, বুধবার
- / 36
পুবের কলম ওয়েবডেস্ক : পোস্ট পরিষেবা সম্পর্কে আমরা সকলেই ওয়াকিবহাল। গত পাঁচ দশক ধরে চলা এই পোস্ট পরিষেবা অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে। তার উপর যদি আবার রেজিস্টার্ড পোস্ট পরিষেবা হয়। রেজিস্টার্ড পোস্ট মানেই কিন্তু কোনও বিশেষ চিঠি। কার্যত আইন আদালতের বিজ্ঞপ্তি কিংবা যে কোনও সরকারি দফতর থেকে চিঠি এভাবেই পাঠানো হয়।
সংবাদমাধ্যম সূত্রে খবর, রেজিস্টার্ড পোস্ট পরিষেবা আপাতত বন্ধ হতে চলেছে। আগামী মাসের শুরু থেকেই কার্যকর হবে এই নিয়ম। আসলে এই পরিষেবাটি স্পিড পোস্টের সঙ্গে যুক্ত করা হবে। সুতরাং রেজিস্টার্ড পোস্ট পরিষেবা নয়, এখন থেকে স্পিড পোস্টের মাধ্যমে চিঠিপত্র পৌঁছে যাবে গন্তব্যস্থলে।
ই-কমার্স লজিস্টিকস এবং কুরিয়ার সার্ভিসের মাধ্যমে খুব তড়াতাড়িই চিঠিপত্র পৌঁছে যায়। আর তাই এই পরিষেবার সঙ্গে পাল্লা দিতে স্পিড পোস্ট পরিষেবা চালু করার সিদ্ধান্ত। সমস্ত দপ্তর, আদালত, শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে অন্যান্য প্রতিষ্ঠানগুলিকে ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে এবং নির্দেশ দেওয়া হয়েছে ১ সেপ্টেম্বরের মধ্যে সমস্ত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য।
ডাক পরিষেবা কর্তৃপক্ষের মত, গ্রাহকদের এতে উপকারই হবে। তার সঙ্গে ডাক পরিষেবারও উন্নতিই হবে। এই সিদ্ধান্তে একাংশের মত, গ্রাহকদের কিন্তু আর্থিক দিক থেকে বেশ খানিকটা অসুবিধাই হবে। কারন রেজিস্টার্ড পোস্টের ক্ষেত্রে খরচ পড়ে ২৫ টাকা ৯৬ পয়সা। আর স্পিডপোস্টের খরচ শুরু হয় ৪১ টাকা থেকে। ফলত, কৃষক, শ্রমজীবী, ছোট ব্যবসায়ীদের জন্য যে একপ্রকার নতুন উদ্বেগের উদয় তা আর বলার অপেক্ষা রাখে না।