০৩ জানুয়ারী ২০২৬, শনিবার, ১৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

মরক্কোর সঙ্গে সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া

পুবের কলম, ওয়েবডেস্কঃ মরক্কোর সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা করেছে আলজেরিয়া। প্রতিবেশী দেশটির বিরুদ্ধে শত্রুতামূলক কর্মকাণ্ডের অভিযোগ তোলার পর এই সিদ্ধান্ত নিয়েছে দেশটি। আলজেরিয়ার বিদেশমন্ত্রী রামদানে লামামরা মঙ্গলবার মরক্কোর সঙ্গে সম্পর্ক ছিন্নের ঘোষণা করেছেন।

উল্লেখ্য, পশ্চিম সাহারা নিয়ে মরক্কো ও আলজেরিয়ার সম্পর্কে তিক্ততা কয়েক দশক ধরে বিরাজ করছে। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে লামামরা বলেন, ‘আজ থেকে মরক্কোর সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছে আলজেরিয়া। মরক্কোর বাদশাহ কখনও আলজেরিয়ার বিরুদ্ধে শত্র&তামূলক কর্মকাণ্ড বন্ধ করেননি।’ আলজেরিয়ার এই ঘোষণায় অবশ্য এখনও মরক্কোর বিদেশমন্ত্রকের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এর আগে মরক্কোর বাদশাহ মুহাম্মদ আলজেরিয়ার সঙ্গে সম্পর্ক উন্নয়নের আহ্বান জানিয়েছিলেন।

গত সপ্তাহে আলজেরিয়া দাবি করে, দেশে প্রাণঘাতী দাবানলের জন্য দায়ীরা আসলে সন্ত্রাসী এবং এদের সমর্থন দিয়ে চলেছে মরক্কো। এরপর থেকেই দু’দেশের কূটনৈতিক সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকে। শেষপর্যন্ত আলজেরিয়া মরক্কোর সঙ্গে সম্পর্ক ছিন্ন করার কথা জানায়।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

দেশীয় বাজারে এখনও ২.৮৩ কোটি ২০০০ টাকার নোট, জানাল আরবিআই

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মরক্কোর সঙ্গে সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া

আপডেট : ২৫ অগাস্ট ২০২১, বুধবার

পুবের কলম, ওয়েবডেস্কঃ মরক্কোর সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা করেছে আলজেরিয়া। প্রতিবেশী দেশটির বিরুদ্ধে শত্রুতামূলক কর্মকাণ্ডের অভিযোগ তোলার পর এই সিদ্ধান্ত নিয়েছে দেশটি। আলজেরিয়ার বিদেশমন্ত্রী রামদানে লামামরা মঙ্গলবার মরক্কোর সঙ্গে সম্পর্ক ছিন্নের ঘোষণা করেছেন।

উল্লেখ্য, পশ্চিম সাহারা নিয়ে মরক্কো ও আলজেরিয়ার সম্পর্কে তিক্ততা কয়েক দশক ধরে বিরাজ করছে। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে লামামরা বলেন, ‘আজ থেকে মরক্কোর সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছে আলজেরিয়া। মরক্কোর বাদশাহ কখনও আলজেরিয়ার বিরুদ্ধে শত্র&তামূলক কর্মকাণ্ড বন্ধ করেননি।’ আলজেরিয়ার এই ঘোষণায় অবশ্য এখনও মরক্কোর বিদেশমন্ত্রকের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এর আগে মরক্কোর বাদশাহ মুহাম্মদ আলজেরিয়ার সঙ্গে সম্পর্ক উন্নয়নের আহ্বান জানিয়েছিলেন।

গত সপ্তাহে আলজেরিয়া দাবি করে, দেশে প্রাণঘাতী দাবানলের জন্য দায়ীরা আসলে সন্ত্রাসী এবং এদের সমর্থন দিয়ে চলেছে মরক্কো। এরপর থেকেই দু’দেশের কূটনৈতিক সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকে। শেষপর্যন্ত আলজেরিয়া মরক্কোর সঙ্গে সম্পর্ক ছিন্ন করার কথা জানায়।