১৫ জানুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

দুই বছর পর মুক্তি! জামিন পেলেন কেরলের সাংবাদিক সিদ্দিক কাপ্পান

পুবের কলম ওয়েব ডেস্কঃ দু’বছর পর জামিন পেলেন কেরলের সাংবাদিক সিদ্দিক কাপ্পান। গত ২ বছর ধরে উত্তরপ্রদেশ পুলিশের হেফাজতে ছিলেন তিনি। ২০২০  সালে হাথরাস কাণ্ডের সময় আইনশৃঙ্খলা ভঙ্গ করা এবং অশান্তি ছড়ানোর অভিযোগে কাপ্পানের বিরুদ্ধে ইউএপিএ ধারায় মামলা করে উত্তরপ্রদেশ সরকার।

 

আরও পড়ুন: বিগ্রেডকাণ্ডের ধৃতদের জামিন, ফুলের মালা ও গেরুয়া উত্তরীয় পরিয়ে সংবর্ধনা শুভেন্দুর

তখন থেকেই তিনি জেলবন্দি ছিলেন। আইনশৃঙ্খলা ভঙ্গ করা এবং অশান্তি ছড়ানোর অভিযোগের সঙ্গে সঙ্গে কাপ্পানের বিরুদ্ধে আর্থিক  তছরুপের মামলাও হয়েছিল। অন্য মামলায় জামিন পেলেও জেলেই থাকতে হয়েছিল তাঁকে। অবশেষে শুক্রবার একটি আর্থিক তছরুপের মামলায় তাঁকে জামিন দিল আদালত। সব ঠিক থাকলে দু’বছর বাদে জেল থেকে মুক্তি পাবেন কেরলের এই সাংবাদিক।

আরও পড়ুন: উচ্চমাধ্যমিকের তৃতীয় সেমেস্টারের ফল প্রকাশ, পাশের হার ৯৩.৭২%

 

আরও পড়ুন: কেরলে কংগ্রেস মুসলিম লিগের কাছে আত্মসমর্পণ করেছে, ভেল্লাপল্লি নাটেশনের অভিযোগ

উল্লেখ্য, ২ বছর আগে হাথরাসকাণ্ডের খবর করতে যাওয়ার সময় কাপ্পানকে গ্রেফতার করে যোগী সরকারের পুলিশ। তাঁর সঙ্গে জঙ্গি যোগ রয়েছে বলে অভিযোগ সরকারের। কাপ্পানের বিরুদ্ধে উত্তরপ্রদেশ সরকার ইউএপিএ আইনে মামলা করেছিল। কাপ্পানের বিরুদ্ধে মানি লন্ডারিংয়ের অভিযোগে একটি মামলা করেছে ইডিও।

 

২০২০ সালে গ্রেফতার হওয়ার পরে টানা দু’ ই বছর লখনউ জেলে বন্দি ছিলেন কাপ্পান। সেই সময়ে হাথরসে এক তরুণীকে গণধর্ষণ করে খুন করার অভিযোগে উত্তাল হয়েছিল গোটা দেশ। বেশ কয়েকজনকে সঙ্গে নিয়ে হাথরসের দিকে রওনা দিয়েছিলেন সাংবাদিক সিদ্দিক কাপ্পানও।

 

প্রাথমিক পর্যায়ে এলাকায় অশান্তি তৈরির অভিযোগে কাপ্পানকে আটক করা হয়। ২০২০ সালের ৫ অক্টোবরের পর থেকে কাপ্পানের ঠাঁই হয়েছিল লখনউ জেল।

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

সপ্তাহান্তে উত্তরবঙ্গকে জোড়া উপহার মুখ্যমন্ত্রীর, শিলান্যাস মহাকাল মন্দিরের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

দুই বছর পর মুক্তি! জামিন পেলেন কেরলের সাংবাদিক সিদ্দিক কাপ্পান

আপডেট : ২৩ ডিসেম্বর ২০২২, শুক্রবার

পুবের কলম ওয়েব ডেস্কঃ দু’বছর পর জামিন পেলেন কেরলের সাংবাদিক সিদ্দিক কাপ্পান। গত ২ বছর ধরে উত্তরপ্রদেশ পুলিশের হেফাজতে ছিলেন তিনি। ২০২০  সালে হাথরাস কাণ্ডের সময় আইনশৃঙ্খলা ভঙ্গ করা এবং অশান্তি ছড়ানোর অভিযোগে কাপ্পানের বিরুদ্ধে ইউএপিএ ধারায় মামলা করে উত্তরপ্রদেশ সরকার।

 

আরও পড়ুন: বিগ্রেডকাণ্ডের ধৃতদের জামিন, ফুলের মালা ও গেরুয়া উত্তরীয় পরিয়ে সংবর্ধনা শুভেন্দুর

তখন থেকেই তিনি জেলবন্দি ছিলেন। আইনশৃঙ্খলা ভঙ্গ করা এবং অশান্তি ছড়ানোর অভিযোগের সঙ্গে সঙ্গে কাপ্পানের বিরুদ্ধে আর্থিক  তছরুপের মামলাও হয়েছিল। অন্য মামলায় জামিন পেলেও জেলেই থাকতে হয়েছিল তাঁকে। অবশেষে শুক্রবার একটি আর্থিক তছরুপের মামলায় তাঁকে জামিন দিল আদালত। সব ঠিক থাকলে দু’বছর বাদে জেল থেকে মুক্তি পাবেন কেরলের এই সাংবাদিক।

আরও পড়ুন: উচ্চমাধ্যমিকের তৃতীয় সেমেস্টারের ফল প্রকাশ, পাশের হার ৯৩.৭২%

 

আরও পড়ুন: কেরলে কংগ্রেস মুসলিম লিগের কাছে আত্মসমর্পণ করেছে, ভেল্লাপল্লি নাটেশনের অভিযোগ

উল্লেখ্য, ২ বছর আগে হাথরাসকাণ্ডের খবর করতে যাওয়ার সময় কাপ্পানকে গ্রেফতার করে যোগী সরকারের পুলিশ। তাঁর সঙ্গে জঙ্গি যোগ রয়েছে বলে অভিযোগ সরকারের। কাপ্পানের বিরুদ্ধে উত্তরপ্রদেশ সরকার ইউএপিএ আইনে মামলা করেছিল। কাপ্পানের বিরুদ্ধে মানি লন্ডারিংয়ের অভিযোগে একটি মামলা করেছে ইডিও।

 

২০২০ সালে গ্রেফতার হওয়ার পরে টানা দু’ ই বছর লখনউ জেলে বন্দি ছিলেন কাপ্পান। সেই সময়ে হাথরসে এক তরুণীকে গণধর্ষণ করে খুন করার অভিযোগে উত্তাল হয়েছিল গোটা দেশ। বেশ কয়েকজনকে সঙ্গে নিয়ে হাথরসের দিকে রওনা দিয়েছিলেন সাংবাদিক সিদ্দিক কাপ্পানও।

 

প্রাথমিক পর্যায়ে এলাকায় অশান্তি তৈরির অভিযোগে কাপ্পানকে আটক করা হয়। ২০২০ সালের ৫ অক্টোবরের পর থেকে কাপ্পানের ঠাঁই হয়েছিল লখনউ জেল।