০৫ অগাস্ট ২০২৫, মঙ্গলবার, ২০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

গণেশ পুজোতে মুম্বইতে শালীন পোশাক পরে মণ্ডপে প্রবেশের আবেদন কর্মকর্তাদের

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ৩১ অগাস্ট ২০২২, বুধবার
  • / 17

পুবের কলম, ওয়েবডেস্ক: করোনা আবহ কাটিয়ে বাণিজ্যনগরীতে মুম্বইতে এবার মহাসমারোহে পালিত হচ্ছে গণেশ পুজো। এদিকে তার মধ্যেই মণ্ডপে প্রবেশে পোশাক বিধি নির্বাচন নিয়ে একগুচ্ছ নির্দেশ জারি করা হয়েছে, মণ্ডপ কর্তাদের পক্ষ থেকে। সেই নির্দেশ অনুযায়ী মণ্ডপে প্রবেশে পোশাকে শালীনতা বজায় রাখার কথা বলা হয়েছে। পুজো কর্মকর্তারা জানিয়েছেন, গণেশ পুজো একটি ঐতিহ্য বহন করে আসছে। এই পুজো ভারতীয় সংস্কৃতির পরিচয় বহন করছে, তাই সেই অনুযায়ী এই সময় ঐতিহ্যশালী পোশাক পরা ভালো।

উল্লেখ্য,  কয়েক বছর ধরে ভারতের মুম্বাইয়ের আন্ধেরিচা রাজা পুজো প্যান্ডেল,  গণেশ ভক্তদের কাছে দর্শনের সময় ঐতিহ্যশালী পোশাক, শালীন পোশাক পরার বিধিনিষেধ জারি করে আসছে। আন্ধেরিচা রাজার আজাদনগর সার্বজনীন উৎসব সমিতির প্রধান  উপদেষ্টা যশোধর ফাঁসে জানিয়েছেন, ১২ বছর ধরে আমরা ভক্তদের হাফ প্যান্ট বা  হাতাকাটা পোশাক না পরে পোশাকে শালীনতা বজায় রাখার আবেদন জানানো হয়েছে। গণেশ চতুর্থী একটি ঐতিহ্যবাহী উৎসব। তাই আমরা আশা করতেই পারি যে,  এই সময় অন্তত ভক্তরা বিশেষ করে তরুণ প্রজন্ম শালীন পোশাক পরবে।

আরও পড়ুন: প্রচণ্ড ভিড়ে মুম্বাইয়ে ট্রেন থেকে পড়ে মৃত অন্তত ৫

তবে মুম্বাইতে পুজো কমিটি নয়, মুম্বাইয়ের একাধিক পুজো মণ্ডপের পক্ষ থেকে  প্যান্ডেলে প্রবেশে শালীন পোশাক পরার জন্য প্রচার চালানো হচ্ছে।

আরও পড়ুন: জলমগ্ন মুম্বই-বিপর্যস্ত জনজীবন, রেড অ্যালার্ট জারি কর্ণাটকে

অন্যদিকে গণেশ গলির মুম্বাইচা রাজার যুগ্ম সম্পাদক অদ্বৈত পেদামকরের কথায়, পুজোর সময় কে কী পোশাক পরবে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। তবে আমরা কোনো বিধিনিষেধ আরোপ করছি না, তবে গণেশ পুজো যেহেতু ভারতীয় সংস্কৃতি ধরে রাখে, তাই মানুষকে আমরা শুধু সচেতন করছি।

আরও পড়ুন: ভারতে কোভিড কেস বেড়ে ৪৩৮; মুম্বই, চেন্নাই, আহমেদাবাদে কোভিডের সংখ্যা বৃদ্ধি

মুম্বাইয়ের জনপ্রিয় লালবাগ কা রাজা মন্দির কর্তৃপক্ষের পক্ষ জানানো হয়েছে, কারুর ওপরে আমরা বিধিনিষেধ আরোপ করছি না। পোশাক নির্বাচন মানুষের ব্যক্তিগত ব্যাপার। সে তার খুশি মতো পোশাক পরবে।

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

গণেশ পুজোতে মুম্বইতে শালীন পোশাক পরে মণ্ডপে প্রবেশের আবেদন কর্মকর্তাদের

আপডেট : ৩১ অগাস্ট ২০২২, বুধবার

পুবের কলম, ওয়েবডেস্ক: করোনা আবহ কাটিয়ে বাণিজ্যনগরীতে মুম্বইতে এবার মহাসমারোহে পালিত হচ্ছে গণেশ পুজো। এদিকে তার মধ্যেই মণ্ডপে প্রবেশে পোশাক বিধি নির্বাচন নিয়ে একগুচ্ছ নির্দেশ জারি করা হয়েছে, মণ্ডপ কর্তাদের পক্ষ থেকে। সেই নির্দেশ অনুযায়ী মণ্ডপে প্রবেশে পোশাকে শালীনতা বজায় রাখার কথা বলা হয়েছে। পুজো কর্মকর্তারা জানিয়েছেন, গণেশ পুজো একটি ঐতিহ্য বহন করে আসছে। এই পুজো ভারতীয় সংস্কৃতির পরিচয় বহন করছে, তাই সেই অনুযায়ী এই সময় ঐতিহ্যশালী পোশাক পরা ভালো।

উল্লেখ্য,  কয়েক বছর ধরে ভারতের মুম্বাইয়ের আন্ধেরিচা রাজা পুজো প্যান্ডেল,  গণেশ ভক্তদের কাছে দর্শনের সময় ঐতিহ্যশালী পোশাক, শালীন পোশাক পরার বিধিনিষেধ জারি করে আসছে। আন্ধেরিচা রাজার আজাদনগর সার্বজনীন উৎসব সমিতির প্রধান  উপদেষ্টা যশোধর ফাঁসে জানিয়েছেন, ১২ বছর ধরে আমরা ভক্তদের হাফ প্যান্ট বা  হাতাকাটা পোশাক না পরে পোশাকে শালীনতা বজায় রাখার আবেদন জানানো হয়েছে। গণেশ চতুর্থী একটি ঐতিহ্যবাহী উৎসব। তাই আমরা আশা করতেই পারি যে,  এই সময় অন্তত ভক্তরা বিশেষ করে তরুণ প্রজন্ম শালীন পোশাক পরবে।

আরও পড়ুন: প্রচণ্ড ভিড়ে মুম্বাইয়ে ট্রেন থেকে পড়ে মৃত অন্তত ৫

তবে মুম্বাইতে পুজো কমিটি নয়, মুম্বাইয়ের একাধিক পুজো মণ্ডপের পক্ষ থেকে  প্যান্ডেলে প্রবেশে শালীন পোশাক পরার জন্য প্রচার চালানো হচ্ছে।

আরও পড়ুন: জলমগ্ন মুম্বই-বিপর্যস্ত জনজীবন, রেড অ্যালার্ট জারি কর্ণাটকে

অন্যদিকে গণেশ গলির মুম্বাইচা রাজার যুগ্ম সম্পাদক অদ্বৈত পেদামকরের কথায়, পুজোর সময় কে কী পোশাক পরবে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। তবে আমরা কোনো বিধিনিষেধ আরোপ করছি না, তবে গণেশ পুজো যেহেতু ভারতীয় সংস্কৃতি ধরে রাখে, তাই মানুষকে আমরা শুধু সচেতন করছি।

আরও পড়ুন: ভারতে কোভিড কেস বেড়ে ৪৩৮; মুম্বই, চেন্নাই, আহমেদাবাদে কোভিডের সংখ্যা বৃদ্ধি

মুম্বাইয়ের জনপ্রিয় লালবাগ কা রাজা মন্দির কর্তৃপক্ষের পক্ষ জানানো হয়েছে, কারুর ওপরে আমরা বিধিনিষেধ আরোপ করছি না। পোশাক নির্বাচন মানুষের ব্যক্তিগত ব্যাপার। সে তার খুশি মতো পোশাক পরবে।