০২ অগাস্ট ২০২৫, শনিবার, ১৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

ডেউচা পাচামি কে দেখে আশাবাদী খাগড়াঘাট কয়লা শিল্প এলাকার বাসিন্দারা

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ১০ নভেম্বর ২০২১, বুধবার
  • / 16

কৌশিক সালুই , বীরভূম: ডেউচা পাচামি কয়লা শিল্পাঞ্চল এর বিপুল পরিমাণে আর্থিক সহায়তা ও পুনর্বাসনের ঘোষণায় আশাবাদী জেলার আরেক প্রস্তাবিত লোবার জয়দেব খাগড়াঘাট কয়লা শিল্প এলাকার মানুষজন। প্রায় বছর দুয়েক আগে ডিভিসির পূনর্বাসনের প্যাকেজ পছন্দ না হওয়াই কাজ থমকে যায়।

 ডেউচা পাচামি কয়লা শিল্পাঞ্চলের জন্য গত মঙ্গলবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় পুনর্বাসন এবং আর্থিক প্যাকেজ ঘোষণা করেছেন। সেই ঘোষণার পর আশাবাদী থমকে যাওয়া জেলার অন্য কোল ব্লক লোবার মানুষজন। দীর্ঘ বিবাদ এবং বহু টালবাহানার  পর ২০১৯  সালের শেষের দিকে  দুবরাজপুরের লোবার খোলামুখ কয়লাখনির জট কাটতে শুরু করেছিল। কিন্তু তখন ডিভিসির ঘোষিত প্যাকেজে পুনরায় জটিলতা সৃষ্টি হয়। ওই সময়ই রাজ্য সরকারের ডিভিসি এবং লোবা কৃষি জমি রক্ষা কমিটির  ত্রিপাক্ষিক বৈঠকে, লোবার জমির মালিকদের জন্য একটি প্রস্তাবিত প্যাকেজ ঘোষণা করে ডিভিসি।

আরও পড়ুন: বন দফতরের আপত্তিতে বসন্ত উৎসব নিষিদ্ধ বোলপুরের সোনাঝুরিতে

সেখানে বলা হয় প্রতি একর জমি পিছু ১৪ লক্ষ টাকা করে দেওয়া হবে। অর্থাৎ বিঘা প্রতি ৫লক্ষ টাকার কম জমির দাম। তাছাড়া জমি অধিগ্রহণের পর ডিভিসির পক্ষে সঙ্গে সঙ্গে চাকরি দেওয়া সম্ভব নয় তাই যতদিন না চাকরি দেওয়া সম্ভব হচ্ছে ততদিন গ্রামবাসীরা দুই হাজার টাকা করে ভাতা দেওয়া হবে। তাছাড়া এলাকার পরিকাঠামো উন্নয়ন করে  স্কুল-হাসপাতাল সহ অন্যান্য সবরকম ব্যবস্থা রাখা হবে। কিন্তু জমির দাম এবং ভাতার পরিমাণ শুনে  পিছু হটেন  কৃষিজমি রক্ষা কমিটির সদস্যরা।

আরও পড়ুন: বীরভূমের হজ যাত্রীদের বিশেষ প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হল সিউড়িতে

তারপর থেকেই সংশ্লিষ্ট কয়লা শিল্পাঞ্চল এলাকায় কাজ থমকে। অন্যদিকে ডেউচা পাচামি কয়লা শিল্পাঞ্চলের জন্য জমির দাম বিঘা প্রতি ১০ থেকে১৩  লক্ষ টাকা এবং জমি হারাদের জন্য একটি জুনিয়র কনস্টেবল পদে চাকরি, এলাকার পাথর ব্যবসায়ী থেকে শ্রমিক, কৃষিজীবী, অন্যান্য ব্যবসায়ী সকলের জন্য বিপুল পরিমাণে আর্থিক সহায়তা ও পুনর্বাসন ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।  লোবা কয়লা ব্লক কেন্দ্র সরকারের সংস্থা ডিভিসির প্রকল্প তাই সংশ্লিষ্ট এলাকার মানুষজন আশাবাদী রাজ্য সরকারের ঘোষিত প্যাকেজের থেকে বেশি থাকবে এবং প্রকল্প দ্রুত বাস্তবায়িত হবে। লোবা কৃষি রক্ষা কমিটির সম্পাদক জয়দীপ মজুমদার বলেন, “আমাদের প্যাকেজ পছন্দ হয়নি তখন সেই প্যাকেজ শুনে আমাদের মনে হয়েছিল ডিভিসি চাইছে না আদৌ চায় কয়লা খনি হোক। ডেউচা পাচামি কয়লা শিল্পাঞ্চলের জন্য যে ধরনের প্যাকেজ ঘোষণা করা হয়েছে সেটা অবশ্যই ভালো। ডিভিসি যেহেতু কেন্দ্র সরকারের আশাবাদী তারা নতুন ভাবে আরো বেশি প্যাকেজ তৈরি করে প্রকল্প শুরু করবে”।

আরও পড়ুন: বীরভূমের আরও একটি ত্রিশঙ্কু গ্রাম পঞ্চায়েত দখল করল তৃণমূল কংগ্রেস

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ডেউচা পাচামি কে দেখে আশাবাদী খাগড়াঘাট কয়লা শিল্প এলাকার বাসিন্দারা

আপডেট : ১০ নভেম্বর ২০২১, বুধবার

কৌশিক সালুই , বীরভূম: ডেউচা পাচামি কয়লা শিল্পাঞ্চল এর বিপুল পরিমাণে আর্থিক সহায়তা ও পুনর্বাসনের ঘোষণায় আশাবাদী জেলার আরেক প্রস্তাবিত লোবার জয়দেব খাগড়াঘাট কয়লা শিল্প এলাকার মানুষজন। প্রায় বছর দুয়েক আগে ডিভিসির পূনর্বাসনের প্যাকেজ পছন্দ না হওয়াই কাজ থমকে যায়।

 ডেউচা পাচামি কয়লা শিল্পাঞ্চলের জন্য গত মঙ্গলবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় পুনর্বাসন এবং আর্থিক প্যাকেজ ঘোষণা করেছেন। সেই ঘোষণার পর আশাবাদী থমকে যাওয়া জেলার অন্য কোল ব্লক লোবার মানুষজন। দীর্ঘ বিবাদ এবং বহু টালবাহানার  পর ২০১৯  সালের শেষের দিকে  দুবরাজপুরের লোবার খোলামুখ কয়লাখনির জট কাটতে শুরু করেছিল। কিন্তু তখন ডিভিসির ঘোষিত প্যাকেজে পুনরায় জটিলতা সৃষ্টি হয়। ওই সময়ই রাজ্য সরকারের ডিভিসি এবং লোবা কৃষি জমি রক্ষা কমিটির  ত্রিপাক্ষিক বৈঠকে, লোবার জমির মালিকদের জন্য একটি প্রস্তাবিত প্যাকেজ ঘোষণা করে ডিভিসি।

আরও পড়ুন: বন দফতরের আপত্তিতে বসন্ত উৎসব নিষিদ্ধ বোলপুরের সোনাঝুরিতে

সেখানে বলা হয় প্রতি একর জমি পিছু ১৪ লক্ষ টাকা করে দেওয়া হবে। অর্থাৎ বিঘা প্রতি ৫লক্ষ টাকার কম জমির দাম। তাছাড়া জমি অধিগ্রহণের পর ডিভিসির পক্ষে সঙ্গে সঙ্গে চাকরি দেওয়া সম্ভব নয় তাই যতদিন না চাকরি দেওয়া সম্ভব হচ্ছে ততদিন গ্রামবাসীরা দুই হাজার টাকা করে ভাতা দেওয়া হবে। তাছাড়া এলাকার পরিকাঠামো উন্নয়ন করে  স্কুল-হাসপাতাল সহ অন্যান্য সবরকম ব্যবস্থা রাখা হবে। কিন্তু জমির দাম এবং ভাতার পরিমাণ শুনে  পিছু হটেন  কৃষিজমি রক্ষা কমিটির সদস্যরা।

আরও পড়ুন: বীরভূমের হজ যাত্রীদের বিশেষ প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হল সিউড়িতে

তারপর থেকেই সংশ্লিষ্ট কয়লা শিল্পাঞ্চল এলাকায় কাজ থমকে। অন্যদিকে ডেউচা পাচামি কয়লা শিল্পাঞ্চলের জন্য জমির দাম বিঘা প্রতি ১০ থেকে১৩  লক্ষ টাকা এবং জমি হারাদের জন্য একটি জুনিয়র কনস্টেবল পদে চাকরি, এলাকার পাথর ব্যবসায়ী থেকে শ্রমিক, কৃষিজীবী, অন্যান্য ব্যবসায়ী সকলের জন্য বিপুল পরিমাণে আর্থিক সহায়তা ও পুনর্বাসন ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।  লোবা কয়লা ব্লক কেন্দ্র সরকারের সংস্থা ডিভিসির প্রকল্প তাই সংশ্লিষ্ট এলাকার মানুষজন আশাবাদী রাজ্য সরকারের ঘোষিত প্যাকেজের থেকে বেশি থাকবে এবং প্রকল্প দ্রুত বাস্তবায়িত হবে। লোবা কৃষি রক্ষা কমিটির সম্পাদক জয়দীপ মজুমদার বলেন, “আমাদের প্যাকেজ পছন্দ হয়নি তখন সেই প্যাকেজ শুনে আমাদের মনে হয়েছিল ডিভিসি চাইছে না আদৌ চায় কয়লা খনি হোক। ডেউচা পাচামি কয়লা শিল্পাঞ্চলের জন্য যে ধরনের প্যাকেজ ঘোষণা করা হয়েছে সেটা অবশ্যই ভালো। ডিভিসি যেহেতু কেন্দ্র সরকারের আশাবাদী তারা নতুন ভাবে আরো বেশি প্যাকেজ তৈরি করে প্রকল্প শুরু করবে”।

আরও পড়ুন: বীরভূমের আরও একটি ত্রিশঙ্কু গ্রাম পঞ্চায়েত দখল করল তৃণমূল কংগ্রেস