০৭ অগাস্ট ২০২৫, বৃহস্পতিবার, ২১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সোনাজয়ী নীরজকে সম্মান, বিনামূল্যে ৫০১ টাকার পেট্রোল

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১০ অগাস্ট ২০২১, মঙ্গলবার
  • / 28

পুবের কলম, ওয়েবডেস্কঃ সদ্য শেষ হয়ে যাওয়া টোকিও অলিম্পিকে জ্যাভলিন থ্রো’য়ে সোনার পদক জিতলেন ভারতের অ্যাথলেট নীরজ চোপড়া। প্রথম কোনও ভারতীয় অ্যাথলেট হিসেবে অলিম্পিক্সে সোনা জেতার নজির গড়েছেন তিনি। এর ফলে দেশে ফেরার পর সংবর্ধনা পেয়েছেন নীরজ। অলিম্পিক্সে সোনা জয়ের ফলে নীরজকে অভিনব কায়দায় সম্মান জানাচ্ছে গুজরাতের একটি পেট্রোল পাম্প। নীরজ নামের কেউ গাড়ি নিয়ে ওই পাম্পে গেলে তাকে বিনামূল্যে ৫০১ টাকার পেট্রোল দেবে তারা। ভরুচ জেলার এই পেট্রোল পাম্পে এমন ঘোষণা করা হয়েছে। এই অফার চলবে সোমবার থেকে বুধবার পর্যন্ত। এই ঘোষণার পর সেই পাম্পে বহু নীরজ নিজেদের গাড়ি নিয়ে বিনামূল্যে তেল ভরাতে চলে আসেন। এ প্রসঙ্গে ওই পেট্রোল পাম্পের মালিক আয়ুব পাঠান বলেন, ‘দেশের স্বার্থে নীরজ যা করেছেন, তা প্রতিটা ভারতবাসীর কাছে গৌরবের বিষয়। নীরজকে সম্মান জানাতেই আমাদের এই ছোট্ট উদ্যোগ।’

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

সোনাজয়ী নীরজকে সম্মান, বিনামূল্যে ৫০১ টাকার পেট্রোল

আপডেট : ১০ অগাস্ট ২০২১, মঙ্গলবার

পুবের কলম, ওয়েবডেস্কঃ সদ্য শেষ হয়ে যাওয়া টোকিও অলিম্পিকে জ্যাভলিন থ্রো’য়ে সোনার পদক জিতলেন ভারতের অ্যাথলেট নীরজ চোপড়া। প্রথম কোনও ভারতীয় অ্যাথলেট হিসেবে অলিম্পিক্সে সোনা জেতার নজির গড়েছেন তিনি। এর ফলে দেশে ফেরার পর সংবর্ধনা পেয়েছেন নীরজ। অলিম্পিক্সে সোনা জয়ের ফলে নীরজকে অভিনব কায়দায় সম্মান জানাচ্ছে গুজরাতের একটি পেট্রোল পাম্প। নীরজ নামের কেউ গাড়ি নিয়ে ওই পাম্পে গেলে তাকে বিনামূল্যে ৫০১ টাকার পেট্রোল দেবে তারা। ভরুচ জেলার এই পেট্রোল পাম্পে এমন ঘোষণা করা হয়েছে। এই অফার চলবে সোমবার থেকে বুধবার পর্যন্ত। এই ঘোষণার পর সেই পাম্পে বহু নীরজ নিজেদের গাড়ি নিয়ে বিনামূল্যে তেল ভরাতে চলে আসেন। এ প্রসঙ্গে ওই পেট্রোল পাম্পের মালিক আয়ুব পাঠান বলেন, ‘দেশের স্বার্থে নীরজ যা করেছেন, তা প্রতিটা ভারতবাসীর কাছে গৌরবের বিষয়। নীরজকে সম্মান জানাতেই আমাদের এই ছোট্ট উদ্যোগ।’