১৬ জুলাই ২০২৫, বুধবার, ৩১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
BRAKING :
চতুর্থ স্তম্ভবের ওপর আঘাত, ভারতে বন্ধ হল রয়টার্সের এক্স অ্যাকাউন্ট

কিবরিয়া আনসারি
- আপডেট : ৬ জুলাই ২০২৫, রবিবার
- / 110
পুবের কলম ওয়েবডেস্ক: ফের আঘাত গণতন্ত্রের চতুর্থ স্তম্ভবের ওপর। এবার ব্লক করা হল আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের এক্স অ্যাকাউন্ট। আইনি দাবির কারণে সংবাদ সংস্থাটির পেজ বন্ধ করা হয়েছে। সূত্রের খবর, এদিন রাত্রি ১১ টা পর্যন্ত রয়টার্সের প্রধান হ্যান্ডেলটি অ্যাক্সেসযোগ্য নয় বলে জানানো হয়।
এক্স-এর তরফে বলা হয়েছে, “আইনি দাবির প্রেক্ষিতে রয়টার্সকে ভারতে বন্ধ করা হয়েছে।” যদিও এবিষয়ে এখনও পর্যন্ত সংবাদ সংস্থার অ্যাকাউন্টটি ব্লক করার কারণ ব্যাখ্যা করে কোনও বিবৃতি জারি করেনি রয়টার্স।