০১ জানুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ১৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

রাইস-অ্যাডামাস গ্রুপের কর্ণধার আরতি রায়ের জীবনাবসান

পুবের কলম ওয়েব ডেস্ক: রাইস-অ্যাডামাস গ্রুপের অন্যতম কর্ণধার আরতি রায়ের জীবনাবসান। এই ঘটনার খবর সামনে আসার পরেই শোকস্তব্ধ রাইস-অ্যাডামাস গ্রুপের সঙ্গে সংযুক্ত সকলেই। জানা গেছে, সোমবার সন্ধে ৬টা ৩৫ মিনিটে বেলঘরিয়ার একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

রাইস-অ্যাডামাস গ্রুপের কর্ণধার সমিত রায় জানিয়েছেন, রাইস গ্রুপের গড়ে ওঠা এবং আজকের সাফল্যের পিছনে কতখানি অবদান রয়েছে তাঁদের মা আরতি রায়ের। ১৯৮৫ সাল থেকে আমৃত্যু ‘রাইস এডুকেশন’- এর অন্যতম ডিরেক্টর ছিলেন তিনি। খারাপ সময় নিজের অলঙ্কার খুলে দিয়ে আর্থিক সাহায্য করেছেন। রাইস-অ্যাডামাস গ্রুপের বিপুল কর্মকান্ডের পেছনে আরতি রায়ের অনুপ্রেরণা অবিস্মরণীয়।

সমিত রায়, মল্লিকা রায়, রজত শুভ্র রায় এবং সৌম্য শুভ্র রায়দের বক্তব্য, আরতি রায়ের অবদান বা মূল্যায়ণ জাগতিকভাবে সম্ভবই নয়। তাঁর মৃত্যু এক অসীম শূন্যতার সৃষ্টি করল। গতকাল এবং আজ শোকস্তব্ধ রাইস-অ্যাডামাস গ্রুপের শীর্ষ প্রশাসক, শিক্ষক-শিক্ষিকা, কর্মচারীবৃন্দ, ছাত্র-ছাত্রীরা সংস্থার প্রয়াত ডিরেক্টর আরতি রায়কে শেষ শ্রদ্ধা জানান।

 

সর্বধিক পাঠিত

রাশিয়ায় আছড়ে পড়ল ইউক্রেনীয় ড্রোন, হামলা নিহত ২৪ জন নাগরিক

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

রাইস-অ্যাডামাস গ্রুপের কর্ণধার আরতি রায়ের জীবনাবসান

আপডেট : ১৫ জুলাই ২০২৫, মঙ্গলবার

পুবের কলম ওয়েব ডেস্ক: রাইস-অ্যাডামাস গ্রুপের অন্যতম কর্ণধার আরতি রায়ের জীবনাবসান। এই ঘটনার খবর সামনে আসার পরেই শোকস্তব্ধ রাইস-অ্যাডামাস গ্রুপের সঙ্গে সংযুক্ত সকলেই। জানা গেছে, সোমবার সন্ধে ৬টা ৩৫ মিনিটে বেলঘরিয়ার একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

রাইস-অ্যাডামাস গ্রুপের কর্ণধার সমিত রায় জানিয়েছেন, রাইস গ্রুপের গড়ে ওঠা এবং আজকের সাফল্যের পিছনে কতখানি অবদান রয়েছে তাঁদের মা আরতি রায়ের। ১৯৮৫ সাল থেকে আমৃত্যু ‘রাইস এডুকেশন’- এর অন্যতম ডিরেক্টর ছিলেন তিনি। খারাপ সময় নিজের অলঙ্কার খুলে দিয়ে আর্থিক সাহায্য করেছেন। রাইস-অ্যাডামাস গ্রুপের বিপুল কর্মকান্ডের পেছনে আরতি রায়ের অনুপ্রেরণা অবিস্মরণীয়।

সমিত রায়, মল্লিকা রায়, রজত শুভ্র রায় এবং সৌম্য শুভ্র রায়দের বক্তব্য, আরতি রায়ের অবদান বা মূল্যায়ণ জাগতিকভাবে সম্ভবই নয়। তাঁর মৃত্যু এক অসীম শূন্যতার সৃষ্টি করল। গতকাল এবং আজ শোকস্তব্ধ রাইস-অ্যাডামাস গ্রুপের শীর্ষ প্রশাসক, শিক্ষক-শিক্ষিকা, কর্মচারীবৃন্দ, ছাত্র-ছাত্রীরা সংস্থার প্রয়াত ডিরেক্টর আরতি রায়কে শেষ শ্রদ্ধা জানান।