ধনী আরও ধনী হচ্ছে, গরিব আরও গরিব হচ্ছে: প্রধানমন্ত্রীর সামাজিক ন্যায়বিচারের মন্তব্যে সিবালের কটাক্ষ

- আপডেট : ৮ এপ্রিল ২০২৩, শনিবার
- / 40
পুবের কলম, ওয়েবডেস্ক: রাজ্যসভার সাংসদ কপিল সিবাল শুক্রবার সামাজিক ন্যায়বিচারের প্রতি বিজেপির প্রতিশ্রুতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মন্তব্যের বিষয়ে কটাক্ষ করেছেন। তিনি দাবি করেছেন, এই সরকারের অধীনে “ধনীরা আরও ধনী হয় এবং দরিদ্ররা আরও দরিদ্র হয়”।
দলের ৪৪ তম প্রতিষ্ঠা দিবসে বিজেপি সদস্যদের সম্বোধন করে মোদি বৃহস্পতিবার বিনামূল্যে রেশন প্রকল্প, স্বাস্থ্য বীমা এবং অন্যান্য কল্যাণমূলক পদক্ষেপের কথা উল্লেখ করে জোর দিয়েছিলেন যে সামাজিক ন্যায়বিচার বিজেপির জন্য একটি বিশ্বাস।
একটি টুইট বার্তায়, সিবলের কটাক্ষ , “প্রধানমন্ত্রী: ‘বিজেপি সামাজিক ন্যায়বিচারের জন্য বেঁচে থাকে এবং এটি অক্ষরে অক্ষরে অনুসরণ করে’। তথ্য: ১ ) ২ ০ ২১ -২০২২ সাল থেকে সৃষ্ট সম্পদের ৪০ শতাংশ জনসংখ্যার মাত্র 1 শতাংশের কাছে গিয়েছিল ২ ) ২ ০ ২ ২ সালে আদানির সম্পদ বেড়েছে ৪৬ শতাংশ ৩ ) ৬৪ শতাংশ জিএসটি এসেছে নীচের ৫০ শতাংশ থেকে; ৪ শতাংশ এসেছে উপরের ১০ শতাংশ থেকে।”
সিবাল, যিনি ইউপিএ ১ এবং ২ সরকারের -এর সময় কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন, গত বছরের মে মাসে কংগ্রেস ছেড়েছিলেন এবং সমাজবাদী পার্টির সমর্থনে স্বতন্ত্র সদস্য হিসাবে রাজ্যসভায় নির্বাচিত হন । তিনি সম্প্রতি একটি অ-নির্বাচনী প্ল্যাটফর্ম ‘ইনসাফ’ চালু করেছেন অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার জন্য ।