০২ অগাস্ট ২০২৫, শনিবার, ১৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

চতুর্থ রাউন্ডের শেষে এগিয়ে ঋষি সুনাক

ইমামা খাতুন
  • আপডেট : ১৯ জুলাই ২০২২, মঙ্গলবার
  • / 71

পুবের কলম ওয়েবডেস্কঃ ব্রিটেনের প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এখনও সবার চেয়ে এগিয়ে রয়েছেন ভারতীয় বংশোদ্ভূত প্রাক্তন ব্রিটিশ অর্থমন্ত্রী ঋষি সুনাক। প্রধানমন্ত্রীর হওয়ার দৌড়ে আরও একজন ছিটকে যাওয়ায় এখন লড়াই হবে চার প্রার্থীর মধ্যে। সোমবারের ভোটে কনজারভেটিভ পার্টির ১১৫ জন সদস্য ঋষিকে ভোট দিয়েছেন। ঋষির পরেই রয়েছেন পেনি মরডন্ট। তৃতীয় দফায় তাঁর প্রাপ্ত ভোটের সংখ্যা ৮২। এর পরেই ৭১ ভোট নিয়ে রয়েছেন লিজ ট্রাস। অনেকেই বলছেন, তৃতীয় স্থানে থাকা ব্রিটেনের বিদেশসচিব লিজ ট্রাস তুলনায় ভালো অবস্থানে রয়েছেন। কারণ, চতুর্থ স্থানে থাকা প্রার্থী কেমি বাদেনোচ লড়াই থেকে ছিটকে গেলে তাঁর পুরো ভোটটাই পেতে পারেন ট্রাস। সেক্ষেত্রে তিনি প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে শেষ দু’য়ে চলে আসতে পারেন। বুধবার পরবর্তী দফার ভোট ব্রিটেনে। সেদিনই ব্রিটেনের প্রধানমন্ত্রী হওয়ার প্রতিযোগিতায় চূড়ান্ত ২ প্রার্থীর নাম ঘোষণা হবে। ২১ জুলাইয়ের মধ্যে কনজারভেটিভ পার্টির তরফে এই চার প্রার্থী থেকে শেষ দু’জনকে বেছে নেওয়া হবে। এই দু’জনের মধ্যে একজনকে বেছে নিতে ভোট দেবেন কনজারভেটিভ দলের লক্ষাধিক সদস্য। কানজারভেটিভ পার্টি অবশ্য জানিয়েছে, পরবর্তী নেতা কে হবে তা নিয়ে সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত বরিসই থাকবেন প্রধানমন্ত্রী। আপতত ৫ সেপ্টেম্বর পর্যন্ত সেই মেয়াদ বৃদ্ধি করা হয়েছে।

 

আরও পড়ুন: চলতি বছরের শেষ দিকে নির্বাচন হতে পারে: ইউনুস

আরও পড়ুন: রাজ্যসভায় শপথ নিলেন সুধা মূর্তি

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

চতুর্থ রাউন্ডের শেষে এগিয়ে ঋষি সুনাক

আপডেট : ১৯ জুলাই ২০২২, মঙ্গলবার

পুবের কলম ওয়েবডেস্কঃ ব্রিটেনের প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এখনও সবার চেয়ে এগিয়ে রয়েছেন ভারতীয় বংশোদ্ভূত প্রাক্তন ব্রিটিশ অর্থমন্ত্রী ঋষি সুনাক। প্রধানমন্ত্রীর হওয়ার দৌড়ে আরও একজন ছিটকে যাওয়ায় এখন লড়াই হবে চার প্রার্থীর মধ্যে। সোমবারের ভোটে কনজারভেটিভ পার্টির ১১৫ জন সদস্য ঋষিকে ভোট দিয়েছেন। ঋষির পরেই রয়েছেন পেনি মরডন্ট। তৃতীয় দফায় তাঁর প্রাপ্ত ভোটের সংখ্যা ৮২। এর পরেই ৭১ ভোট নিয়ে রয়েছেন লিজ ট্রাস। অনেকেই বলছেন, তৃতীয় স্থানে থাকা ব্রিটেনের বিদেশসচিব লিজ ট্রাস তুলনায় ভালো অবস্থানে রয়েছেন। কারণ, চতুর্থ স্থানে থাকা প্রার্থী কেমি বাদেনোচ লড়াই থেকে ছিটকে গেলে তাঁর পুরো ভোটটাই পেতে পারেন ট্রাস। সেক্ষেত্রে তিনি প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে শেষ দু’য়ে চলে আসতে পারেন। বুধবার পরবর্তী দফার ভোট ব্রিটেনে। সেদিনই ব্রিটেনের প্রধানমন্ত্রী হওয়ার প্রতিযোগিতায় চূড়ান্ত ২ প্রার্থীর নাম ঘোষণা হবে। ২১ জুলাইয়ের মধ্যে কনজারভেটিভ পার্টির তরফে এই চার প্রার্থী থেকে শেষ দু’জনকে বেছে নেওয়া হবে। এই দু’জনের মধ্যে একজনকে বেছে নিতে ভোট দেবেন কনজারভেটিভ দলের লক্ষাধিক সদস্য। কানজারভেটিভ পার্টি অবশ্য জানিয়েছে, পরবর্তী নেতা কে হবে তা নিয়ে সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত বরিসই থাকবেন প্রধানমন্ত্রী। আপতত ৫ সেপ্টেম্বর পর্যন্ত সেই মেয়াদ বৃদ্ধি করা হয়েছে।

 

আরও পড়ুন: চলতি বছরের শেষ দিকে নির্বাচন হতে পারে: ইউনুস

আরও পড়ুন: রাজ্যসভায় শপথ নিলেন সুধা মূর্তি