আফগানিস্তানে ক্রমবর্ধমান সহিংসতায় চলতি বছরে নিহতের হার সর্বোচ্চ, বলছে রাষ্ট্রসংঘের রিপোর্ট

- আপডেট : ২৭ জুলাই ২০২১, মঙ্গলবার
- / 24
পুবের কলম, ওয়েবডেস্কঃ আফগান সেনা ও তালিবানদের মধ্যে সংঘর্ষে চলতি বছরে আফগানিস্তানে রেকর্ড সংখ্যক মানুষ নিহত হয়েছেন বলে রাষ্ট্রসংঘ তাদের একটি রিপোর্টে উল্লেখ করেছে। রিপোর্টে বলা হয়েছে ২০২১ সালে এ পর্যন্ত ১,৬০০-র ওপর অসামরিক মানুষ মারা গিয়েছেন।। তাদের এই রিপোর্ট বলছে গত বছরের একই সময়ের তুলনায় এবছর ৪৭ শতাংশ বেশি মানুষ নিহত হয়েছেন। রাষ্ট্রসংঘের হুঁশিয়ারি আরও বাড়তে পারে নিহতের সংখ্যা। আফগানিস্তানে ২০০৯ সাল থেকে রাষ্ট্রসংঘ হতাহতের সংখ্যা নথিভুক্ত করতে শুরু করার পর থেকে চলতি বছরের মে এবং জুন মাসে হতাহতের সংখ্যা সর্বোচ্চসীমায় পৌঁছেছে বলে ওই রিপোর্টে উল্লিখিত করা হয়েছে। পরিসংখ্যান বলছে বলছে, ৬৪% অসামরিক মানুষের হতাহতের জন্য সরকার বিরোধী বাহিনী বা তালিবানরা দায়ী। সরকারি বাহিনীর হাতে হতাহতের পরিসংখ্যান ২৫% এবং ক্রসফায়ারে মারা গেছে ১১% অসামরিক জনগণ। সব হতাহতের মধ্যে ৩২% শিশু।