মধ্যরাতে দমদমে ডাকাতি

- আপডেট : ১৭ ফেব্রুয়ারী ২০২৫, সোমবার
- / 71
পুবের কলম প্রতিবেদকঃ গভীর রাতে অভিনব কায়দায় ডাকাতির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো দমদমে। দুষ্কৃতীদের এমন ‘গোপন অপারেশন’-এর জেরে আতঙ্কিত এলাকার বাসিন্দারা।
রবিবার রাতে দক্ষিণ দমদম পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড নলতা স্কুল বাড়ি রোডে দুঃসাহসিক ডাকাতির ঘটনা। জানা গিয়েছে, ওই বাড়ির দোতালায় বাস করেন সস্ত্রীক শঙ্কর মজুমদার(৭৫)।নিচ তলায় থাকেন ভাড়াটিয়ারা। দীর্ঘ কয়েকবছর ধরে পক্ষাঘাতে আক্রান্ত শঙ্কর মজুমদার সহ গোটা বাড়ি সামলান শঙ্কর মজুমদারের স্ত্রী পুতুল মজুমদার।রবিবার রাত দু’টো নাগাদ বাড়ির নীচতলার জানলার গ্রিল ভেঙে ওই বৃদ্ধ-বৃদ্ধার বাড়িতে হানা দেয় ছয়-সাত জন দুষ্কৃতী। ঘটনার ভয়াবহতা বর্ণনা করে পুতুল মজুমদার বলেন, ‘রবিবার রাত দুটো নাগাদ ৬/৭ জন দুষ্কৃতি চুপিসাড়ে অস্ত্র হাতে উপরে এসে আমার মুখ চেপে ধরে। তারপর প্রাণনাশের হুমকি দিয়ে লুঠপাট চালিয়ে নগদ টাকা ছাড়াও গয়না নিয়ে পালিয়ে যায়।
শহরের জনবহুল এলাকায় ডাকাতদলের এমন ডাকাতির ঘটনা জানতে পেরেই এলাকার সিসিটিভি খতিয়ে দেখে পুলিশ। পুলিশ সূত্রের খবর, সিসিটিভির ফুটেজে দেখা গেছে রবিবার রাত ২.০৬ নাগাদ বৃদ্ধ-বৃদ্ধার বাড়িতে হানা দেয় তারা। বেরোয় ৪টে বেজে ৫৬ মিনিট নাগাদ। প্রায় ৩ ঘণ্টা ধরে লুঠপাট চালায় দুষ্কৃতিরা।
কলকাতা বিমানবন্দর লাগোয়া এলাকায় এমন ভয়াবহ ডাকাতির সময় এলাকায় নাকা চেকিং ছিলনা কেন, তা নিয়ে পুলিশ-প্রশাসনের দিকে আঙুল তুলেছে বিরোধী শিবির।