১৫ জুন ২০২৫, রবিবার, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

আজ প্লে-অফ নিশ্চিত করতে চায় রোহিত-হার্দিকরা

চামেলি দাস
  • আপডেট : ২১ মে ২০২৫, বুধবার
  • / 145

পুবের কলম, ওয়েবডেস্ক: আইপিএলে বুধবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ান্সের মুখোমুখি হচ্ছে দিল্লি ক্যাপিটালস। টুর্নামেন্টে তিনটি দল ইতিমধ্যেই প্লে অফে জায়গা করে নিয়েছে। চতুর্থ দল কারা হতে পারে তা  নির্ধারণ হতে পারে বুধবারের ম্যাচে। কারণ মুম্বই ও দিল্লির মধ্যে একটি দল যাবে প্লে অফে। হার্দিক পান্ডিয়ারা রয়েছেন ১৪ পয়েন্ট। এই ম্যাচে যদি তারা জিততে পারে, তাহলে তাদের প্লে অফে জায়গা নিশ্চিত হবে। অন্যদিকে ১৩ পয়েন্টে থাকা দিল্লির কাছে এটি মরণ-বাঁচন ম্যাচ হতে চলেছে। অক্ষর প্যাটেলদের কাছে জেতা ছাড়া দ্বিতীয় কোনও পথ খোলা নেই।

রাতের এই ম্যাচে ওয়াংখেড়েতে শুরুর দিকে রান তোলা বেশ কঠিন। নতুন বলে বোলাররা ফায়দা তুলতে পারেন। ম্যাচে টস গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। যারা টসে জিতবে তারা সম্ভবত বোলিং করবে।

আরও পড়ুন: আইপিএল জয়ের পর চ্যাম্পিয়ন দলের উদযাপনে নির্দেশিকা তৈরি করছে বোর্ড

রোহিত শর্মা, নমন ধীর, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া সমৃদ্ধ মুম্বইয়ের ব্যাটিং লাইন আপ খুবই শক্তিশালী। যে কোনও সময় রানের গতি বাড়াতে পারেন তিল বর্মাও। বোলিং বিভাগে ভরসা দিচ্ছেন জসপ্রীত বুমরাহ, করণ শর্মা, ট্রেন্ট বোল্টরা। অন্যদিকে, দারুণভাবে প্রতিযোগিতা শুরু করেও পরের দিকে ছ¨ হারিয়ে ফেলেছে দিল্লি ক্যাপিটালস। আগের ম্যাচেই গুজরাত টাইটন্সের কাছে দশ উইকেটে দুরমুশ হয়েছে তারা। গুজরাতের দুই ওপেনার সাই সুদর্শন আর শুভমান গিলকে আউট করতে পারেননি অক্ষর প্যাটেল, টি নটরাজান, দুশমন্ত চামিরারা। সদ্য দলে যোগ দেওয়া মুস্তাফিজুর রহমান তিন ওভারে ২৪ রান দিয়ে দেন। এদের বিরুদ্ধে রোহিত, সূর্যরা বড় রান তুলে প্লে অফে নিজেদের জায়গা পাকা করে নিতে বদ্ধপরিকর।

আরও পড়ুন: শাপমোচন, প্রথমবার আইপিএল ট্রফি জয় বিরাট ও আরসিবির

আজ আইপিএলে

আরও পড়ুন: ৩ জুন সেনাবাহিনীকে সম্মান জানাবে বিসিসিআই

মুম্বই ইন্ডিয়ান্স বনাম দিল্লি ক্যাপিটালস

মুম্বই, সন্ধে – ৭.৩০

সম্প্রচার- স্টার স্পোর্টস।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

আজ প্লে-অফ নিশ্চিত করতে চায় রোহিত-হার্দিকরা

আপডেট : ২১ মে ২০২৫, বুধবার

পুবের কলম, ওয়েবডেস্ক: আইপিএলে বুধবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ান্সের মুখোমুখি হচ্ছে দিল্লি ক্যাপিটালস। টুর্নামেন্টে তিনটি দল ইতিমধ্যেই প্লে অফে জায়গা করে নিয়েছে। চতুর্থ দল কারা হতে পারে তা  নির্ধারণ হতে পারে বুধবারের ম্যাচে। কারণ মুম্বই ও দিল্লির মধ্যে একটি দল যাবে প্লে অফে। হার্দিক পান্ডিয়ারা রয়েছেন ১৪ পয়েন্ট। এই ম্যাচে যদি তারা জিততে পারে, তাহলে তাদের প্লে অফে জায়গা নিশ্চিত হবে। অন্যদিকে ১৩ পয়েন্টে থাকা দিল্লির কাছে এটি মরণ-বাঁচন ম্যাচ হতে চলেছে। অক্ষর প্যাটেলদের কাছে জেতা ছাড়া দ্বিতীয় কোনও পথ খোলা নেই।

রাতের এই ম্যাচে ওয়াংখেড়েতে শুরুর দিকে রান তোলা বেশ কঠিন। নতুন বলে বোলাররা ফায়দা তুলতে পারেন। ম্যাচে টস গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। যারা টসে জিতবে তারা সম্ভবত বোলিং করবে।

আরও পড়ুন: আইপিএল জয়ের পর চ্যাম্পিয়ন দলের উদযাপনে নির্দেশিকা তৈরি করছে বোর্ড

রোহিত শর্মা, নমন ধীর, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া সমৃদ্ধ মুম্বইয়ের ব্যাটিং লাইন আপ খুবই শক্তিশালী। যে কোনও সময় রানের গতি বাড়াতে পারেন তিল বর্মাও। বোলিং বিভাগে ভরসা দিচ্ছেন জসপ্রীত বুমরাহ, করণ শর্মা, ট্রেন্ট বোল্টরা। অন্যদিকে, দারুণভাবে প্রতিযোগিতা শুরু করেও পরের দিকে ছ¨ হারিয়ে ফেলেছে দিল্লি ক্যাপিটালস। আগের ম্যাচেই গুজরাত টাইটন্সের কাছে দশ উইকেটে দুরমুশ হয়েছে তারা। গুজরাতের দুই ওপেনার সাই সুদর্শন আর শুভমান গিলকে আউট করতে পারেননি অক্ষর প্যাটেল, টি নটরাজান, দুশমন্ত চামিরারা। সদ্য দলে যোগ দেওয়া মুস্তাফিজুর রহমান তিন ওভারে ২৪ রান দিয়ে দেন। এদের বিরুদ্ধে রোহিত, সূর্যরা বড় রান তুলে প্লে অফে নিজেদের জায়গা পাকা করে নিতে বদ্ধপরিকর।

আরও পড়ুন: শাপমোচন, প্রথমবার আইপিএল ট্রফি জয় বিরাট ও আরসিবির

আজ আইপিএলে

আরও পড়ুন: ৩ জুন সেনাবাহিনীকে সম্মান জানাবে বিসিসিআই

মুম্বই ইন্ডিয়ান্স বনাম দিল্লি ক্যাপিটালস

মুম্বই, সন্ধে – ৭.৩০

সম্প্রচার- স্টার স্পোর্টস।