১৬ জুলাই ২০২৫, বুধবার, ৩১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
BRAKING :
জোটার শেষকৃত্যে ছিলেন না রোনাল্ডো

ইমামা খাতুন
- আপডেট : ৬ জুলাই ২০২৫, রবিবার
- / 81
পুবের কলম প্রতিবেদক: গাড়ি দুর্ঘটনায় নিহত পর্তুগীজ ফুটবলার দিয়েগো জোটার শেষকৃত্য সম্পন্ন হল। তাঁর কফিনবন্দী দেহ যখন নিয়ে যাওয়া হচ্ছে সমাধিক্ষেত্রে, তখন সেখানে উপস্থিত ছিলেন তাঁর লিভারপুলের সতীর্থ থেকে শুরু করে জাতীয় দলের সদস্যরা। কিন্তু এত কিছুর মধ্যেও দেখা যায়নি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে।
বার্নাডো সিলভা, ব্রুনো ফার্নান্ডেজরা চোখের জলে বিদায় দিলেন তাঁদের প্রিয় জোটাকে। যদিও সেই শেষকৃত্যে দেখা যায়নি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে। অথচ তিনি পরিবার নিয়ে ছুটি কাটাচ্ছেন স্পেনের একটি দ্বীপে। যা নিয়ে সমালোচনাও হয়েছে। তবে সব উত্তর দিয়েছে রোনাল্ডো নিজেই। তিনি চাননি অনুষ্ঠানে তাঁকে দেখে সবার নজর তাঁর দিতেই পড়ুক।
জোটা ম্লান হয়ে যেতে পারেন, এই শঙ্কা করেই নাকি রোনাল্ডো উপস্থিত থাকতে পারলেন না জোটার শেষকৃত্যে। পর্তুগালের যে চার্চে জোটাকে নিয়ে যাওয়া হয়, সেই চার্চে বহু সাধারণ মানুষ তাঁদের প্রিয় ফুটবলারকে শেষ শ্রদ্ধা জানাতে এলেন। ছিলেন পর্তুগালের রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতিও।