সোনারপুরে ট্রেন দুর্ঘটনা এড়াতে ক্রসিংহীন রেললাইনে পাহারায় আরপিএফ ও গ্রীণ পুলিশ

- আপডেট : ১২ জুলাই ২০২৫, শনিবার
- / 116
উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,সোনারপুর : সোনারপুরে ট্রেন দুর্ঘটনা এড়াতে ক্রসিংহীন রেললাইন পাহারায় আরপিএফের সঙ্গে এবার গ্রিন পুলিশ।সোনারপুর রাধাগোবিন্দ পল্লি এলাকায় রেললাইন পারাপারের সময় প্রায় সময় দুর্ঘটনা ঘটছে। সরকারিভাবে এটি লেভেল ক্রসিং না হলেও স্থানীয় মানুষজন নিজেদের সুবিধার্থে এই পথকেই পারাপারের জন্য বেছে নিয়েছেন।
লাইনের দু”ধারে ঢাল বেয়ে নেমে গিয়েছে রাস্তা। ওই রাস্তা ধরেই ছোট গাড়ি, বাইক, ভ্যান, টোটো, সাইকেল এসে ওঠে রেললাইনে। এখানে দুই লাইনের মাঝের অংশে মাটি জমে শক্ত হয়ে যাওয়ায় অনায়াসেই চলে যেতে পারে গাড়ি।কিন্তু এভাবে গাড়ি ও পথচারীরা চলাচল করায় যে কোনও সময় বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে। এই আশঙ্কা থেকেই রাজপুর-সোনারপুর পুরসভা ও আরপিএফ পৃথকভাবে ওই ক্রসিংহীন রেললাইন এলাকায় যান নিয়ন্ত্রণের জন্য তিনজনকে নিযুক্ত করেছে। পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের এই রেল ক্রসিং স্থানীয় বাসিন্দাদের যাতায়াতের অন্যতম পথ।
তাঁদের দাবি, এখান দিয়ে লাইন পারাপার বন্ধ করে দেওয়া হলে সাধারণ মানুষের সমস্যা হবে। সেকারণে স্থায়ী সমাধান চেয়ে আন্দোলনে সামিল হয়েছিলেন এলাকার মানুষ।কদিন আগে হয়েছিল বিক্ষোভ,রেল অবরোধ। তার জেরেই ক্রসিংয়ের মুখে বসানো হয়েছে পাহারা। দেখা গেল, লাইনের ধারে দাঁড়িয়ে দুই গ্রিন পুলিস যান চলাচলের উপর নজর রাখছেন।সেইসঙ্গে রয়েছেন আরপিএফের এক কর্মীও। ট্রেনের হর্ন শুনলেই লাইন পারাপার বন্ধ করে দিচ্ছেন তাঁরা। ট্রেন চলে গেলে ফের শুরু হচ্ছে যাতায়াত।পাকাপাকি রেল ক্রসিং যতদিন না হয় এই ব্যবস্থা চলবে বলে পৌরসভা সূত্রে জানা গেল।