বদলে গেল প্যান, আধার, আইটিআর, ট্রেন বুকিং ও ক্রেডিট কার্ডের নিয়ম

- আপডেট : ১ জুলাই ২০২৫, মঙ্গলবার
- / 27
পুবের কলম ওয়েবডেস্ক: মঙ্গলবার অথাৎ ১ জুলাই থেকে বদলে গেল আয়কর রিটার্ন থেকে প্যান কার্ড ও ট্রেনের টিকিট বুকিংয়ের নিয়ম। এমনকি পরিবর্তন হল ক্রেডিট কার্ড ব্যবহারের নিয়মও। কেন্দ্রের এই নিয়ম বদলের সিদ্ধান্তে প্রভাব পড়বে জনজীবনে! সবচেয়ে বেশি প্রভাব পড়তে পারে দৈনন্দিন লেনদেনের ক্ষেত্রে বলে মনে করা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, নিয়ম পরিবর্তনের ফলে দেশজুড়ে করদাতা, ব্যাংক গ্রাহক এবং রেল যাত্রীদের ওপর প্রভাব পড়বে।
কোন কোন নিয়মে বদলে আনা হল? সূত্রের খবর, নতুন প্যান কার্ডের আবেদনের ক্ষেত্রে আধার কার্ডকে বাধ্যতামূলক করা হয়েছে। ফলে যাদের আধার কার্ড নেই তারা প্যানের জন্য আবেদন করতে পারবেন না। একইসঙ্গে ১ জুলাই থেকে সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্সেস (সিবিডিটি) সমস্ত নতুন প্যান কার্ডের আবেদনের জন্য আধার যাচাইকরণ বাধ্যতামূলক করেছে। এতদিন পর্যন্ত আবেদনকারীরা ড্রাইভিং লাইসেন্স বা বার্থ সার্টিফিকেটের মতো সরকারি নথিপত্র দিয়ে জমা দিতে পারতেন। কিন্তু ১ জুলাই থেকে সেই নিয়মে আমুল পরিবর্তন করা হল। প্যান কার্ডের সঙ্গে আধারের লিঙ্ক করানো না থাকলে সমস্যায় পড়তে পারেন গ্রাহকরা। যাদের প্যান কার্ড রয়েছে, কিন্তু আধারের লিঙ্ক করেননি। তাদের জন্য আধার-প্যান লিঙ্কের সময়সীমা ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। এই সময়ের মধ্যে প্যান কার্ড হোল্ডারদের লিঙ্ক সম্পূর্ণ করতে বলা হয়েছে। নিয়ম না মানলে প্যান কার্ড বন্ধ, ট্যাক্স ফাইলিং এবং আর্থিক লেনদেনে বড় প্রভাব পড়তে পারে।
তৎকাল ট্রেনের টিকিট বুকিংয়ে বড়সড় বদল আনা হয়েছে। এবার থেকে তৎকাল ট্রেনের টিকিট বুকিংয়ে প্রয়োজন হবে আধার ভেরিফিকেশন। নতুন নিয়ম অনুযায়ী, তৎকাল ট্রেনের টিকিট বুকিংয়ের ক্ষেত্রে এখন থেকে আধার ভিত্তিক যাচাইকরণ করতে হবে। ভারতীয় রেল সমস্ত টিকিট বুকিংয়ে নতুন সুরক্ষা কথা মাথায় রেখে এই নিয়ম চালু করেছে। ভারতীয় রেল জানিয়েছে, ১৫ জুলাই থেকে অনলাইন ও কাউন্টার বুকিংয়ের ক্ষেত্রে টু-ফ্যাক্টর অথেনটিকেশন বাধ্যতামূলক করা হবে। এর মধ্যে নিবন্ধিত মোবাইল নম্বরে পাঠানো ওয়ান-টাইম পাসওয়ার্ড (ওটিপি) অন্তর্ভুক্ত রয়েছে। পাশাপাশি, নন-এসি-র ক্ষেত্রে কিলোমিটার প্রতি ১ পয়সা এবং এসি কোচের ক্ষেত্রে ২ পয়সা বাড়ানোর কথা ভাবছে রেল।
করদাতাদের স্বস্তি দিয়ে আয়কর বিভাগ আয়কর রিটার্ন (আইটিআর) জমা দেওয়ার সময়সীমা ৩১ জুলাই থেকে বাড়িয়ে ১৫ সেপ্টেম্বর করেছে। এক্সটেনশনটি বেতনভোগী ব্যক্তিদের তাদের ফাইলিং সম্পূর্ণ করার জন্য অতিরিক্ত ৪৬ দিন সময় পাবেন। বিশেষজ্ঞরা শেষ মুহুর্তের প্রযুক্তিগত ত্রুটিগুলি এড়াতে দ্রুত ফাইল করার পরামর্শ দিয়েছে।
বড় পরিবর্তন আনা হয়েছে, ক্রেডিট কার্ড ফি এবং পরিষেবায়। এসবিআই, এইচডিএফসি ব্যাঙ্ক এবং আইসিআইসিআই ব্যাঙ্ক সহ বড় ব্যাংকগুলি ১ জুলাই থেকে তাদের ক্রেডিট কার্ডের শর্তাবলী, চার্জ এবং পরিষেবায় বদল এনেছে।
এসবিআই এলিট এবং এসবিআই মাইলসের মতো কার্ডে দেওয়া বিমান দুর্ঘটনা বীমা সুবিধা পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে। মাসিক বিলের জন্য ন্যূনতম বকেয়া পরিমাণ (এমএডি) গণনা করার একটি নতুন পদ্ধতি চালু করা হবে। এদিকে এইচডিএফসি ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহারে বেশকিছু নিয়ম পরিবর্তন করেছে।
আইসিআইসিআই এটিএমে প্রথম ৫ বার বিনামূল্যে টাকা তোলা যাবে। এরপর থেকে ২৩ টাকা করে চার্জ প্রযোজ্য হবে। নন-আইসিআইসিআই এটিএমগুলিতে, বিনামূল্যে টাকা তোলা যাবে- মেট্রো শহরে ৩, মেট্রোবিহীন এলাকায় ৫। পোস্ট-সীমা চার্জ প্রত্যাহারের জন্য ২৩, ব্যালেন্স ও নন-নগদ অনুসন্ধানের জন্য ৮.৫ টাকা করে চার্জ প্রযোজ্য হবে। তবে আন্তর্জাতিক এটিএম ব্যবহারে চার্জ অনেকটাই বেশি করা হয়েছে। নগদ উত্তোলনের জন্য ১২৫, অ-আর্থিক লেনদেনের জন্য ২৫ চার্জ ধার্য করা হয়েছে। এছাড়া ৩.৫% বৈদেশিক মুদ্রা মার্কআপ আইএমপিএস (অনলাইন ট্রান্সফার) চার্জগুলি পরিমাণের ভিত্তিতে ২.৫ থেকে ১৫ এর মধ্যে সংশোধিত হয়েছে।
এই পরিবর্তনের লক্ষ্য কমপ্লায়েন্স কঠোর করা, ডিজিটাল সেবাকে সহজতর করা এবং নিরাপত্তার অধিক জোর দেওয়া। তবে এই নয়া নিয়ম অনেক গ্রাহককেই অসুবিধা ফেলতে পারে।