২২ জুন ২০২৫, রবিবার, ৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

উচ্চমাধ্যমিকে প্রথম হওয়া সেই ‌’মুসলিম কন্যা’ রুমানা নজরকাড়া ফল করল নিটেও

রফিকুল হাসান
  • আপডেট : ৪ নভেম্বর ২০২১, বৃহস্পতিবার
  • / 137

পুবের কলম ওয়েবডেস্ক: মুর্শিদাবাদের রুমানা সুলতানার কথা মনে আছে। এ বছর উচ্চমাধ্যমিকের রেজাল্ট প্রকাশকে কেন্দ্র করে তাকে ঘিরে কম জলঘোলা হয় নি। খোদ উচ্চমাধ্যমিক সংসদের প্রাক্তন সভাপতি মহুয়া দাসের মন্তব্য ঘিরে রাজ্যজুড়ে শোরগোল পড়ে যায়। তারপর ভাগীরথী বেয়ে অনেক জল বয়ে গিয়েছে। সেই রুমানা সুলতানা উচ্চমাধ্যমিকে প্রথম হওয়ার পর এবার নিট পরীক্ষায় নজরকাড়া ফল করেছে। নিট পরীক্ষায় রুমানা Rank করেছে ১,০৫৭। তার প্রাপ্ত নম্বর ৯৯.৫ শতাংশ।

মুর্শিদাবাদের কান্দির শিক্ষক পরিবারের কৃতি কন্যা রুমানা। সে কান্দি মণীন্দ্রচন্দ্র গার্লস স্কুলের ছাত্রী। তার আব্বা রবিউল আলম ও মা সুলতানা পারভীন দুজনেই শিক্ষকতার সঙ্গে যুক্ত। 

আরও পড়ুন: নিট পরীক্ষায় সফল বাসন্তীর কৃষক পরিবারে সন্তান

উল্লেখ্য, ২০১৯ সালে মাধ্যমিক পরীক্ষায় ৬৮৬ নম্বর পেয়ে রাজ্যের মধ্যে পঞ্চম হয়েছিল রুমানা। এরপর বিজ্ঞান নিয়ে পড়তে থাকা রুমানা ২০২১ সালে উচ্চমাধ্যমিকের জন্য প্রস্তুতি নিলেও কোভিডের কারণে পরীক্ষা হয় নি। মুল্যায়নের ভিত্তিতে উচ্চমাধ্যমিকে ৫০০ এর মধ্যে ৪৯৯ নম্বর পেয়ে প্রথম স্থান দখল করে রুমানা।

আরও পড়ুন: সর্বভারতীয় মেডিকেল এন্টান্স পরীক্ষায় সফল জয়নগরের বহড়ুর মেধাবী ছাত্রী তিস্তা

তবে রেজাল্ট প্রকাশের দিন রুমানাকে নিয়ে বিতর্কে জড়িয়ে পড়েন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের প্রাক্তন সভাপতি মহুয়া দাস। তিনি বলেছিলেন, এবার উচ্চমাধ্যমিকে প্রথম হয়েছে এক ‌’মসলিম কন্যা’। এই নিয়ে বহু বিতর্ক হয়। সেই রুমানাই যেন এবার  করে দেখাল। নিট পরীক্ষায় ভাল ফল করল। রুমানার এই রেজাল্টে খুশি তার পরিবার। তার এখন একটাই লক্ষ্য ডাক্তার হওয়া। 

আরও পড়ুন: হতদরিদ্র পরিবারের ছেলে জাকারিয়ার নজরকাড়া সাফল্য, নিট পরীক্ষায় কাঁপিয়ে দিল কালিয়াচক

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

উচ্চমাধ্যমিকে প্রথম হওয়া সেই ‌’মুসলিম কন্যা’ রুমানা নজরকাড়া ফল করল নিটেও

আপডেট : ৪ নভেম্বর ২০২১, বৃহস্পতিবার

পুবের কলম ওয়েবডেস্ক: মুর্শিদাবাদের রুমানা সুলতানার কথা মনে আছে। এ বছর উচ্চমাধ্যমিকের রেজাল্ট প্রকাশকে কেন্দ্র করে তাকে ঘিরে কম জলঘোলা হয় নি। খোদ উচ্চমাধ্যমিক সংসদের প্রাক্তন সভাপতি মহুয়া দাসের মন্তব্য ঘিরে রাজ্যজুড়ে শোরগোল পড়ে যায়। তারপর ভাগীরথী বেয়ে অনেক জল বয়ে গিয়েছে। সেই রুমানা সুলতানা উচ্চমাধ্যমিকে প্রথম হওয়ার পর এবার নিট পরীক্ষায় নজরকাড়া ফল করেছে। নিট পরীক্ষায় রুমানা Rank করেছে ১,০৫৭। তার প্রাপ্ত নম্বর ৯৯.৫ শতাংশ।

মুর্শিদাবাদের কান্দির শিক্ষক পরিবারের কৃতি কন্যা রুমানা। সে কান্দি মণীন্দ্রচন্দ্র গার্লস স্কুলের ছাত্রী। তার আব্বা রবিউল আলম ও মা সুলতানা পারভীন দুজনেই শিক্ষকতার সঙ্গে যুক্ত। 

আরও পড়ুন: নিট পরীক্ষায় সফল বাসন্তীর কৃষক পরিবারে সন্তান

উল্লেখ্য, ২০১৯ সালে মাধ্যমিক পরীক্ষায় ৬৮৬ নম্বর পেয়ে রাজ্যের মধ্যে পঞ্চম হয়েছিল রুমানা। এরপর বিজ্ঞান নিয়ে পড়তে থাকা রুমানা ২০২১ সালে উচ্চমাধ্যমিকের জন্য প্রস্তুতি নিলেও কোভিডের কারণে পরীক্ষা হয় নি। মুল্যায়নের ভিত্তিতে উচ্চমাধ্যমিকে ৫০০ এর মধ্যে ৪৯৯ নম্বর পেয়ে প্রথম স্থান দখল করে রুমানা।

আরও পড়ুন: সর্বভারতীয় মেডিকেল এন্টান্স পরীক্ষায় সফল জয়নগরের বহড়ুর মেধাবী ছাত্রী তিস্তা

তবে রেজাল্ট প্রকাশের দিন রুমানাকে নিয়ে বিতর্কে জড়িয়ে পড়েন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের প্রাক্তন সভাপতি মহুয়া দাস। তিনি বলেছিলেন, এবার উচ্চমাধ্যমিকে প্রথম হয়েছে এক ‌’মসলিম কন্যা’। এই নিয়ে বহু বিতর্ক হয়। সেই রুমানাই যেন এবার  করে দেখাল। নিট পরীক্ষায় ভাল ফল করল। রুমানার এই রেজাল্টে খুশি তার পরিবার। তার এখন একটাই লক্ষ্য ডাক্তার হওয়া। 

আরও পড়ুন: হতদরিদ্র পরিবারের ছেলে জাকারিয়ার নজরকাড়া সাফল্য, নিট পরীক্ষায় কাঁপিয়ে দিল কালিয়াচক