২৮ জুলাই ২০২৫, সোমবার, ১২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

তালিবানের সঙ্গে কাজ করতে হবে বিশ্বকে ­ রাশিয়া

ইমামা খাতুন
  • আপডেট : ৩ এপ্রিল ২০২২, রবিবার
  • / 63

পুবের কলম প্রতিবেদক : রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই লাভরভ বলেছেন, আফগানিস্তানের তালিবান সরকারের সঙ্গে বিশ্বকে আরও ঘনিষ্ঠভাবে কাজ করতে হবে। তালিবান সরকারকে স্বীকৃতি দেওয়ার বিষয়ে রাষ্ট্রসংঘের পদক্ষেপকে স্বাগত জানাতে হবে। সম্প্রতি চিনের তুনসিতে আফগানিস্তানের ভারপ্রাপ্ত বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকির সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন। রুশ সংবাদমাধ্যম আরটি এ তথ্য জানিয়েছে।

 

আরও পড়ুন: তালিবান সরকারকে প্রথম আনুষ্ঠানিক স্বীকৃতি দিল রাশিয়া, আফগানিস্তানের সঙ্গে সম্পর্ক জোরদারের বার্তা

লাভরভ বলেন, আমরা বিশ্বাস করি, আন্তর্জাতিক গোষ্ঠীকে অবশ্যই আফগানিস্তানের নতুন সরকারকে সক্রিয়ভাবে সহযোগিতা করতে হবে, রাষ্ট্রসংঘের এবং এর সব সদস্য রাষ্ট্রকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার বিষয়ে উৎসাহিত করতে হবে। লাভরভ আরও বলেন, বিশ্বজুড়ে তালিবান সরকারের স্বীকৃতির পথে প্রধান বাধা হচ্ছে বৈচিত্র্যের অভাব। আমি সরকারি পদে এমন লোকজনের অভাবের কথা বলছি, যারা শুধু বিভিন্ন জাতিগোষ্ঠীরই নয়, ধর্মীয় সংখ্যালঘু এবং ভিন্ন রাজনৈতিক শক্তিরও প্রতিনিধিত্ব করবেন। মস্কোতে তালিবানের পাঠানো প্রথম কূটনীতিক ইতিমধ্যে রাশিয়ার স্বীকৃতি পেয়েছে বলে উল্লেখ করেন লাভরভ।

আরও পড়ুন: Russia-Ukraine War: তিন দিনের যুদ্ধবিরতি ঘোষণা পুতিনের

 

আরও পড়ুন: ২২ বছর পর তালিবানের ওপর থেকে ‘সন্ত্রাসবাদী’ তকমা প্রত্যাহার রাশিয়ার

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

তালিবানের সঙ্গে কাজ করতে হবে বিশ্বকে ­ রাশিয়া

আপডেট : ৩ এপ্রিল ২০২২, রবিবার

পুবের কলম প্রতিবেদক : রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই লাভরভ বলেছেন, আফগানিস্তানের তালিবান সরকারের সঙ্গে বিশ্বকে আরও ঘনিষ্ঠভাবে কাজ করতে হবে। তালিবান সরকারকে স্বীকৃতি দেওয়ার বিষয়ে রাষ্ট্রসংঘের পদক্ষেপকে স্বাগত জানাতে হবে। সম্প্রতি চিনের তুনসিতে আফগানিস্তানের ভারপ্রাপ্ত বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকির সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন। রুশ সংবাদমাধ্যম আরটি এ তথ্য জানিয়েছে।

 

আরও পড়ুন: তালিবান সরকারকে প্রথম আনুষ্ঠানিক স্বীকৃতি দিল রাশিয়া, আফগানিস্তানের সঙ্গে সম্পর্ক জোরদারের বার্তা

লাভরভ বলেন, আমরা বিশ্বাস করি, আন্তর্জাতিক গোষ্ঠীকে অবশ্যই আফগানিস্তানের নতুন সরকারকে সক্রিয়ভাবে সহযোগিতা করতে হবে, রাষ্ট্রসংঘের এবং এর সব সদস্য রাষ্ট্রকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার বিষয়ে উৎসাহিত করতে হবে। লাভরভ আরও বলেন, বিশ্বজুড়ে তালিবান সরকারের স্বীকৃতির পথে প্রধান বাধা হচ্ছে বৈচিত্র্যের অভাব। আমি সরকারি পদে এমন লোকজনের অভাবের কথা বলছি, যারা শুধু বিভিন্ন জাতিগোষ্ঠীরই নয়, ধর্মীয় সংখ্যালঘু এবং ভিন্ন রাজনৈতিক শক্তিরও প্রতিনিধিত্ব করবেন। মস্কোতে তালিবানের পাঠানো প্রথম কূটনীতিক ইতিমধ্যে রাশিয়ার স্বীকৃতি পেয়েছে বলে উল্লেখ করেন লাভরভ।

আরও পড়ুন: Russia-Ukraine War: তিন দিনের যুদ্ধবিরতি ঘোষণা পুতিনের

 

আরও পড়ুন: ২২ বছর পর তালিবানের ওপর থেকে ‘সন্ত্রাসবাদী’ তকমা প্রত্যাহার রাশিয়ার