০৮ অগাস্ট ২০২৫, শুক্রবার, ২২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

ভারতকে ৭ লক্ষ টন তেল বিক্রি রাশিয়ার

ইমামা খাতুন
  • আপডেট : ৮ মে ২০২২, রবিবার
  • / 94

প্রতীকী ছবি

পুবের কলম ওয়েবডেস্ক: ইউক্রেন যুদ্ধের মাঝে ডলারের বিপরীতে সর্বোচ্চ স্তরে উঠেছিল রুশ মুদ্রা রুবেল, যা ছিল দুই বছরে সর্বোচ্চ। পশ্চিমা নিষেধাজ্ঞার জেরে রুশ অর্থনীতি দুর্বল না হয়ে কীভাবে আরও সবল হয়ে উঠল তা নিয়ে চর্চা শুরু হয়েছে। এরই মধ্যে অর্থনীতির চাকায় গতি আনতে রাশিয়ার রাষ্ট্রীয় তেল সংস্থা রসনেফ্ট ভারতকে অশোধিত তেলের একটি বড় চালান পাঠাতে চলেছে। রাশিয়ার সঙ্গে ব্যবসায় ফায়দা দেখে ভারতও এই সুযোগকে লুফে নিয়েছে। জানা গিয়েছে, ইন্ডিয়ান অয়েল কর্প(আইওসি) রাশিয়ার কাছ থেকে ৭ লক্ষ টন অশোধিত তেল কিনেছে। ১৫থেকে ৩১ মে পর্যন্ত বাল্টিক সাগরের বন্দর প্রিমর্সক ও উস্ত লুগা থেকে সাতটি রাশিয়ান কার্গে জাহাজ ভারতের উদ্দেশে রওনা দেবে। উল্লেখ্য, ইউক্রেনে রাশিয়ার হামলা শুরুর পর থেকেই ভারতে উরাল ক্রুড তেলের সরবরাহ বাড়িয়েছে রাশিয়া। কারণ, পশ্চিমা বিশ্বে এখন রুশ তেলের বাজার আগের চেয়ে কম, তাই মস্কোর লক্ষ এশিয়ার তেলের বাজার দখল। বিগত ডিসেম্বরে রসনেফ্ট ও আইওসি একটি চুক্তি সই করেছিল। চুক্তি অনুযায়ী, চলতি বছরের শেষ পর্যন্ত রসনেফ্ট ভারতে ২০ লক্ষ টন উরাল ক্রুড অয়েল রফতানি করবে।

 

আরও পড়ুন: রাশিয়া থেকে ভারতের তেল-অস্ত্র আমদানি নিয়ে চরম অসন্তুষ্ট আমেরিকা, ট্রাম্পের হুমকি: কেন এত ক্ষোভ?

 

আরও পড়ুন: তেল বিক্রির সর্বোচ্চ রেকর্ড

আরও পড়ুন: দোনবাসের ৪০ শহরে গোলাবর্ষণ রাশিয়ার

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ভারতকে ৭ লক্ষ টন তেল বিক্রি রাশিয়ার

আপডেট : ৮ মে ২০২২, রবিবার

পুবের কলম ওয়েবডেস্ক: ইউক্রেন যুদ্ধের মাঝে ডলারের বিপরীতে সর্বোচ্চ স্তরে উঠেছিল রুশ মুদ্রা রুবেল, যা ছিল দুই বছরে সর্বোচ্চ। পশ্চিমা নিষেধাজ্ঞার জেরে রুশ অর্থনীতি দুর্বল না হয়ে কীভাবে আরও সবল হয়ে উঠল তা নিয়ে চর্চা শুরু হয়েছে। এরই মধ্যে অর্থনীতির চাকায় গতি আনতে রাশিয়ার রাষ্ট্রীয় তেল সংস্থা রসনেফ্ট ভারতকে অশোধিত তেলের একটি বড় চালান পাঠাতে চলেছে। রাশিয়ার সঙ্গে ব্যবসায় ফায়দা দেখে ভারতও এই সুযোগকে লুফে নিয়েছে। জানা গিয়েছে, ইন্ডিয়ান অয়েল কর্প(আইওসি) রাশিয়ার কাছ থেকে ৭ লক্ষ টন অশোধিত তেল কিনেছে। ১৫থেকে ৩১ মে পর্যন্ত বাল্টিক সাগরের বন্দর প্রিমর্সক ও উস্ত লুগা থেকে সাতটি রাশিয়ান কার্গে জাহাজ ভারতের উদ্দেশে রওনা দেবে। উল্লেখ্য, ইউক্রেনে রাশিয়ার হামলা শুরুর পর থেকেই ভারতে উরাল ক্রুড তেলের সরবরাহ বাড়িয়েছে রাশিয়া। কারণ, পশ্চিমা বিশ্বে এখন রুশ তেলের বাজার আগের চেয়ে কম, তাই মস্কোর লক্ষ এশিয়ার তেলের বাজার দখল। বিগত ডিসেম্বরে রসনেফ্ট ও আইওসি একটি চুক্তি সই করেছিল। চুক্তি অনুযায়ী, চলতি বছরের শেষ পর্যন্ত রসনেফ্ট ভারতে ২০ লক্ষ টন উরাল ক্রুড অয়েল রফতানি করবে।

 

আরও পড়ুন: রাশিয়া থেকে ভারতের তেল-অস্ত্র আমদানি নিয়ে চরম অসন্তুষ্ট আমেরিকা, ট্রাম্পের হুমকি: কেন এত ক্ষোভ?

 

আরও পড়ুন: তেল বিক্রির সর্বোচ্চ রেকর্ড

আরও পড়ুন: দোনবাসের ৪০ শহরে গোলাবর্ষণ রাশিয়ার