০৫ অগাস্ট ২০২৫, মঙ্গলবার, ২০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

Russia- Ukraine tensions:বন্ধ হোক রাশিয়া- ইউক্রেন যুদ্ধ, শান্তির বার্তা দিল তালিব সরকার

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ২৬ ফেব্রুয়ারী ২০২২, শনিবার
  • / 41

পুবের কলম ওয়েবডেস্কঃ যুদ্ধ বন্ধ করে রাশিয়া- ইউক্রেন আলোচনার টেবিলে বসুক। শান্তির বার্তা দিল আফগানিস্থানের তালিব সরকার।

বন্ধ হোক রক্তক্ষরণ, এমনটাই বিবৃতি দিয়েছে তালিবান সরকার।পাশাপাশি ইউক্রেনে  থাকা আফগান পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন তালিব কর্তারা।

আরও পড়ুন: তালিবান সরকারকে প্রথম আনুষ্ঠানিক স্বীকৃতি দিল রাশিয়া, আফগানিস্তানের সঙ্গে সম্পর্ক জোরদারের বার্তা

বিবৃতিতে আরও বলা হয়েছে পুরো পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে আফগানিস্থান আমিরশাহী। তালিবান প্রশাসকরা বলছেন এমন পদক্ষেপ করা উচিত নয়, যাতে হিংসা আরও ছড়িয়ে পড়ে। আফগানিস্তান আমিরশাহী চাইছে, হিংসার পথ এড়িয়ে সমস্যা মিটুক। তালিবান শাসকরা জানিয়েছেন নিরপেক্ষ অবস্থান তাঁদের।

আরও পড়ুন: Russia-Ukraine War: তিন দিনের যুদ্ধবিরতি ঘোষণা পুতিনের

বিশ্বের অন্যান্য দেশের মত আফগানিস্থানের পড়ুয়া এবং অভিবাসীদের অনেকেই আটকে আছেন রাশিয়া এবং ইউক্রেন উভয়দেশেই।

আরও পড়ুন: ২২ বছর পর তালিবানের ওপর থেকে ‘সন্ত্রাসবাদী’ তকমা প্রত্যাহার রাশিয়ার

উল্লেখ্য ২০২১’এর ১৫ আগস্ট আফগানিস্তানের ক্ষমতায় আসে  তালিবান। মার্কিন যুক্তরাষ্ট্র তাদের সেনা প্রত্যাহার করার ঘোষণার পরেই  তৎকালিন আসরফ গণি সরকারকে ক্ষমতাচ্যুত করে সরকার গঠন তালিবান।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

Russia- Ukraine tensions:বন্ধ হোক রাশিয়া- ইউক্রেন যুদ্ধ, শান্তির বার্তা দিল তালিব সরকার

আপডেট : ২৬ ফেব্রুয়ারী ২০২২, শনিবার

পুবের কলম ওয়েবডেস্কঃ যুদ্ধ বন্ধ করে রাশিয়া- ইউক্রেন আলোচনার টেবিলে বসুক। শান্তির বার্তা দিল আফগানিস্থানের তালিব সরকার।

বন্ধ হোক রক্তক্ষরণ, এমনটাই বিবৃতি দিয়েছে তালিবান সরকার।পাশাপাশি ইউক্রেনে  থাকা আফগান পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন তালিব কর্তারা।

আরও পড়ুন: তালিবান সরকারকে প্রথম আনুষ্ঠানিক স্বীকৃতি দিল রাশিয়া, আফগানিস্তানের সঙ্গে সম্পর্ক জোরদারের বার্তা

বিবৃতিতে আরও বলা হয়েছে পুরো পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে আফগানিস্থান আমিরশাহী। তালিবান প্রশাসকরা বলছেন এমন পদক্ষেপ করা উচিত নয়, যাতে হিংসা আরও ছড়িয়ে পড়ে। আফগানিস্তান আমিরশাহী চাইছে, হিংসার পথ এড়িয়ে সমস্যা মিটুক। তালিবান শাসকরা জানিয়েছেন নিরপেক্ষ অবস্থান তাঁদের।

আরও পড়ুন: Russia-Ukraine War: তিন দিনের যুদ্ধবিরতি ঘোষণা পুতিনের

বিশ্বের অন্যান্য দেশের মত আফগানিস্থানের পড়ুয়া এবং অভিবাসীদের অনেকেই আটকে আছেন রাশিয়া এবং ইউক্রেন উভয়দেশেই।

আরও পড়ুন: ২২ বছর পর তালিবানের ওপর থেকে ‘সন্ত্রাসবাদী’ তকমা প্রত্যাহার রাশিয়ার

উল্লেখ্য ২০২১’এর ১৫ আগস্ট আফগানিস্তানের ক্ষমতায় আসে  তালিবান। মার্কিন যুক্তরাষ্ট্র তাদের সেনা প্রত্যাহার করার ঘোষণার পরেই  তৎকালিন আসরফ গণি সরকারকে ক্ষমতাচ্যুত করে সরকার গঠন তালিবান।