০২ অগাস্ট ২০২৫, শনিবার, ১৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

কয়েক বছর ধরে চলবে রুশ-ইউক্রেন যুদ্ধ: ন্যাটো

ইমামা খাতুন
  • আপডেট : ১৯ জুন ২০২২, রবিবার
  • / 47

পুবের কলম ওয়েবডেস্কঃ ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ কয়েক বছর স্থায়ী হতে পারে। সম্প্রতি এই সতর্কতা দিয়েছেন ন্যাটো মহাসচিব জেন্স স্টল্টেনবার্গ। তার সঙ্গে সুর মিলিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জসনস। কারণ প্রতিদিনই ইউক্রেন পশ্চিমাদের কাছে অত্যাধুনিক অস্ত্রের আহ্বান জানাচ্ছে। আর এই অস্ত্র সরবরাহ অব্যাহত থাকলে যুদ্ধ সহজে বন্ধ হবে না বলে মত ন্যাটো প্রধানের। এক সাক্ষাৎকারে স্টলটেনবার্গ বলেন, ‘আমাদের অবশ্যই প্রস্তুতি নিতে হবে।

 

আরও পড়ুন: যুদ্ধের জন্য প্রস্তুত, পারমাণবিক কর্মসূচি চালিয়া যাবে ইরান: পেজেশকিয়ান

এই যুদ্ধ কয়েক বছর চলতে পারে। ইউক্রেনকে সমর্থন বন্ধ করা উচিত নয়।’ আরও বলেন, ‘সবকিছুর খরচ বাড়লেও ইউক্রেনকে মানবিক সহায়তা দিয়ে যেতে হবে।’ ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনও পশ্চিমা মিত্রদের ইউক্রেনে দীর্ঘ যুদ্ধের জন্য প্রস্তুত হতে বলেছেন। শনিবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মাইকোলাইভ এবং ওডেসার দক্ষিণাঞ্চলের ফ্রন্ট লাইনগুলি পরিদর্শন করেন। এ সময় তিনি ঘোষণা করেন, ইউক্রেনীয়রা রুশ সেনাদের আক্রমণের বিরুদ্ধে অবশ্যই জয়ী হবে।

আরও পড়ুন: তালিবান সরকারকে প্রথম আনুষ্ঠানিক স্বীকৃতি দিল রাশিয়া, আফগানিস্তানের সঙ্গে সম্পর্ক জোরদারের বার্তা

 

আরও পড়ুন: Russia-Ukraine War: তিন দিনের যুদ্ধবিরতি ঘোষণা পুতিনের

এরপরই জনসন এবং স্টল্টেনবার্গ পৃথক সতর্ক বার্তা দিয়েছেন। ব্রিটিশ নেতা লিখেছেন, ‘সময় এখন গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। সবকিছু নির্ভর করবে ইউক্রেনের ওপর। তারা রাশিয়ার চেয়ে দ্রুত শক্তিশালী হতে পারবে কিনা তার ওপর।’ ইউক্রেনকে সহায়তা করতে তিনি চার-দফা পরিকল্পনার রূপরেখা তৈরি করেছেন। এই ধারা আগামী বছর পর্যন্ত বজায় রাখা উচিত বলে তিনি মনে করেন। যুদ্ধের ফলে বৈশ্বিক খাদ্য ও জ্বালানি সংকট তীব্র হয়ে অর্থনৈতিক উদ্বেগ দেখা দিয়েছে। তা সত্ত্বেও ব্রিটিশ প্রধানমন্ত্রী বলছেন, এই যুদ্ধ এখনই থামবে কিনা তা তার জানা নেই।  তিনি আরও বলেন, রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে ইউক্রেনের ভূখণ্ড নিয়ন্ত্রণের অনুমতি দিলে তা কখনও শান্তিপূর্ণ পথে বিশ্বকে পরিচালিত করবে না।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

কয়েক বছর ধরে চলবে রুশ-ইউক্রেন যুদ্ধ: ন্যাটো

আপডেট : ১৯ জুন ২০২২, রবিবার

পুবের কলম ওয়েবডেস্কঃ ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ কয়েক বছর স্থায়ী হতে পারে। সম্প্রতি এই সতর্কতা দিয়েছেন ন্যাটো মহাসচিব জেন্স স্টল্টেনবার্গ। তার সঙ্গে সুর মিলিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জসনস। কারণ প্রতিদিনই ইউক্রেন পশ্চিমাদের কাছে অত্যাধুনিক অস্ত্রের আহ্বান জানাচ্ছে। আর এই অস্ত্র সরবরাহ অব্যাহত থাকলে যুদ্ধ সহজে বন্ধ হবে না বলে মত ন্যাটো প্রধানের। এক সাক্ষাৎকারে স্টলটেনবার্গ বলেন, ‘আমাদের অবশ্যই প্রস্তুতি নিতে হবে।

 

আরও পড়ুন: যুদ্ধের জন্য প্রস্তুত, পারমাণবিক কর্মসূচি চালিয়া যাবে ইরান: পেজেশকিয়ান

এই যুদ্ধ কয়েক বছর চলতে পারে। ইউক্রেনকে সমর্থন বন্ধ করা উচিত নয়।’ আরও বলেন, ‘সবকিছুর খরচ বাড়লেও ইউক্রেনকে মানবিক সহায়তা দিয়ে যেতে হবে।’ ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনও পশ্চিমা মিত্রদের ইউক্রেনে দীর্ঘ যুদ্ধের জন্য প্রস্তুত হতে বলেছেন। শনিবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মাইকোলাইভ এবং ওডেসার দক্ষিণাঞ্চলের ফ্রন্ট লাইনগুলি পরিদর্শন করেন। এ সময় তিনি ঘোষণা করেন, ইউক্রেনীয়রা রুশ সেনাদের আক্রমণের বিরুদ্ধে অবশ্যই জয়ী হবে।

আরও পড়ুন: তালিবান সরকারকে প্রথম আনুষ্ঠানিক স্বীকৃতি দিল রাশিয়া, আফগানিস্তানের সঙ্গে সম্পর্ক জোরদারের বার্তা

 

আরও পড়ুন: Russia-Ukraine War: তিন দিনের যুদ্ধবিরতি ঘোষণা পুতিনের

এরপরই জনসন এবং স্টল্টেনবার্গ পৃথক সতর্ক বার্তা দিয়েছেন। ব্রিটিশ নেতা লিখেছেন, ‘সময় এখন গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। সবকিছু নির্ভর করবে ইউক্রেনের ওপর। তারা রাশিয়ার চেয়ে দ্রুত শক্তিশালী হতে পারবে কিনা তার ওপর।’ ইউক্রেনকে সহায়তা করতে তিনি চার-দফা পরিকল্পনার রূপরেখা তৈরি করেছেন। এই ধারা আগামী বছর পর্যন্ত বজায় রাখা উচিত বলে তিনি মনে করেন। যুদ্ধের ফলে বৈশ্বিক খাদ্য ও জ্বালানি সংকট তীব্র হয়ে অর্থনৈতিক উদ্বেগ দেখা দিয়েছে। তা সত্ত্বেও ব্রিটিশ প্রধানমন্ত্রী বলছেন, এই যুদ্ধ এখনই থামবে কিনা তা তার জানা নেই।  তিনি আরও বলেন, রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে ইউক্রেনের ভূখণ্ড নিয়ন্ত্রণের অনুমতি দিলে তা কখনও শান্তিপূর্ণ পথে বিশ্বকে পরিচালিত করবে না।