০১ মে ২০২৫, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

মারিওপল যুদ্ধে জিতল রাশিয়া

ইমামা খাতুন
  • আপডেট : ২২ মে ২০২২, রবিবার
  • / 12

প্রতীকী ছবি

পুবের কলম ওয়েবডেস্কঃ মাসব্যাপী লাগাতার যুদ্ধের পর ইউক্রেনের গুরুত্বপূর্ণ বন্দর নগরী মারিওপলের পূর্ণ দখল নিল রাশিয়ার সেনা। অর্থাৎ মারিওপলে যুদ্ধ জয় করল রাশিয়া। মস্কো জানিয়েছে, মারিওপলের আজভস্টল কারখানায় কয়েক মাস ধরে অবস্থান নেওয়া ইউক্রেনীয় যোদ্ধারা আত্মসমর্পণ করেছে। এই আজভ যোদ্ধাদের জন্যই যুদ্ধ জিততে বেশ কিছুটা সময় লেগে যায় রাশিয়ার। ইউক্রেনীয় সেনার এই দলটি বিশাল কারখানা এলাকায় রুশ হামলাকে প্রতিহত করে কয়েক মাস ধরে টিকে থেকেছে। শুক্রবার রাশিয়ার জোরদার হামলার চাপে আজভ ব্যাটালিয়ন আত্মসমর্প করতে বাধ্য হয়। যুদ্ধে জিতে যায় রুশ বাহিনী। কয়েক মাসের যুদ্ধে শহরটি এখন ধ্বংসস্তবপে পরিণত হয়েছে বলে জানা যায়। রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রক সূত্রে খবর, ৫৩১জন ইউক্রেনীয় সেনা আত্মসমর্পণ করায় স্টিল কারখানা এখন ‘সম্পূর্ণ স্বাধীন’ হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মারিওপলের যুদ্ধে হার স্বীকার করে বলেন, কারখানায় থাকা সর্বশেষ যোদ্ধাদের সরে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। একই সঙ্গে জেলেনস্কি বলেছেন, রাশিয়া যা করছে তার জন্য মূল্য দিতে হবে। সামরিক বিশ্লেষকরা বলছেন, ইউক্রেনীয় বাহিনী কিয়েভের চারপাশে রুশ আক্রমণকে প্রতিহত করলেও পূর্ব ইউক্রেন ও মারিওপলে সমান তালে তা করতে পারেনি। ইউক্রেনের সেনাবাহিনী পশ্চিমা অস্ত্রের সাহায্যে কিয়েভ রক্ষা করলেও এক্ষেত্রে মারিওপল হাতছাড়া হয়ে গেছে। বিশেষ রণকৌশলে রাশিয়া মারিওপলকে টার্গেট করেছিল। ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রকের মুখপাত্র ওলেক্সান্ডার মোতুজিয়ানিক বলেছেন, রাশিয়ার সেনা ইউক্রনের সেনা অবস্থান বরাবর এখনও তীব্র গুলি চালাচ্ছে এবং ইউক্রেনীয় ঘাঁটিতে আঘাত করার চেষ্টা করছে। প্রেসিডেন্ট জেলেনস্কি জানান, রাশিয়ান সেনাবাহিনী উত্তর-পূর্ব খারকিভ অঞ্চলেও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। রুশ সেনা লোজোভাতে একটি সাংস্কৃতিক কেন্দ্র ধ্বংস করেছে। এছাড়া দক্ষিণে ওডেসা, পূর্বে পোলতাভা এবং পশ্চিমে জাইটোমির শহরগুলোতে হামলা চালানো হচ্ছে। গত সোমবার থেকে এ পর্যন্ত ২৪৩৯ ইউক্রেনীয় সেনা রুশ বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছে।

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মারিওপল যুদ্ধে জিতল রাশিয়া

আপডেট : ২২ মে ২০২২, রবিবার

পুবের কলম ওয়েবডেস্কঃ মাসব্যাপী লাগাতার যুদ্ধের পর ইউক্রেনের গুরুত্বপূর্ণ বন্দর নগরী মারিওপলের পূর্ণ দখল নিল রাশিয়ার সেনা। অর্থাৎ মারিওপলে যুদ্ধ জয় করল রাশিয়া। মস্কো জানিয়েছে, মারিওপলের আজভস্টল কারখানায় কয়েক মাস ধরে অবস্থান নেওয়া ইউক্রেনীয় যোদ্ধারা আত্মসমর্পণ করেছে। এই আজভ যোদ্ধাদের জন্যই যুদ্ধ জিততে বেশ কিছুটা সময় লেগে যায় রাশিয়ার। ইউক্রেনীয় সেনার এই দলটি বিশাল কারখানা এলাকায় রুশ হামলাকে প্রতিহত করে কয়েক মাস ধরে টিকে থেকেছে। শুক্রবার রাশিয়ার জোরদার হামলার চাপে আজভ ব্যাটালিয়ন আত্মসমর্প করতে বাধ্য হয়। যুদ্ধে জিতে যায় রুশ বাহিনী। কয়েক মাসের যুদ্ধে শহরটি এখন ধ্বংসস্তবপে পরিণত হয়েছে বলে জানা যায়। রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রক সূত্রে খবর, ৫৩১জন ইউক্রেনীয় সেনা আত্মসমর্পণ করায় স্টিল কারখানা এখন ‘সম্পূর্ণ স্বাধীন’ হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মারিওপলের যুদ্ধে হার স্বীকার করে বলেন, কারখানায় থাকা সর্বশেষ যোদ্ধাদের সরে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। একই সঙ্গে জেলেনস্কি বলেছেন, রাশিয়া যা করছে তার জন্য মূল্য দিতে হবে। সামরিক বিশ্লেষকরা বলছেন, ইউক্রেনীয় বাহিনী কিয়েভের চারপাশে রুশ আক্রমণকে প্রতিহত করলেও পূর্ব ইউক্রেন ও মারিওপলে সমান তালে তা করতে পারেনি। ইউক্রেনের সেনাবাহিনী পশ্চিমা অস্ত্রের সাহায্যে কিয়েভ রক্ষা করলেও এক্ষেত্রে মারিওপল হাতছাড়া হয়ে গেছে। বিশেষ রণকৌশলে রাশিয়া মারিওপলকে টার্গেট করেছিল। ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রকের মুখপাত্র ওলেক্সান্ডার মোতুজিয়ানিক বলেছেন, রাশিয়ার সেনা ইউক্রনের সেনা অবস্থান বরাবর এখনও তীব্র গুলি চালাচ্ছে এবং ইউক্রেনীয় ঘাঁটিতে আঘাত করার চেষ্টা করছে। প্রেসিডেন্ট জেলেনস্কি জানান, রাশিয়ান সেনাবাহিনী উত্তর-পূর্ব খারকিভ অঞ্চলেও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। রুশ সেনা লোজোভাতে একটি সাংস্কৃতিক কেন্দ্র ধ্বংস করেছে। এছাড়া দক্ষিণে ওডেসা, পূর্বে পোলতাভা এবং পশ্চিমে জাইটোমির শহরগুলোতে হামলা চালানো হচ্ছে। গত সোমবার থেকে এ পর্যন্ত ২৪৩৯ ইউক্রেনীয় সেনা রুশ বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছে।