১৩ অক্টোবর ২০২৫, সোমবার, ২৬ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

রাশিয়ার সেনা-ডলফিন!

ইমামা খাতুন
  • আপডেট : ২৯ এপ্রিল ২০২২, শুক্রবার
  • / 131

পুবের কলম ওয়েবডেস্ক: যুদ্ধে সর্বদা সজাগ থাকতে রাশিয়া ব্যবহার করছে প্রশিক্ষিত ডলফিনদের। কৃষ্ণসাগরের নৌঘাঁটিতে ডলফিন মোতায়েনের ছবি উপগ্রহে ধরা পড়েছে। পানির নিচে সাবমেরিন হামলা থেকে রুশ নৌবহরকে রক্ষায় জন্য মস্কো এ পদক্ষেপ নিয়ে থাকতে পারে। উপগ্রহ ছবি বিশ্লেষণ করে ইউএস নেভাল ইনস্টিটউট নিশ্চিত হয়েছে, মস্কো ইউক্রেনে আক্রমণ শুরুর দিকেই দু’টি ডলফিন ওই নৌঘাঁটিতে মোতায়েন করেছিল।

সামরিক উদ্দেশ্যে ডলফিনকে প্রশিক্ষণ দেওয়ার রাশিয়ার পুরোনো ইতিহাস রয়েছে। তারা জলজ স্তন্যপায়ীকে কোনও ক্ষতিকর বস্তু উদ্ধার বা শত্রুপক্ষের ডুবুরিদের প্রতিহত করতে ব্যবহার করে থাকে। কেবল রাশিয়া নয়, ইউক্রেনও সিভাস্তোপোলের কাছে একটি অ্যাকুয়ারিয়ামে ডলফিনকে প্রশিক্ষণ দিয়েছে। ১৯৯০-এর দশকে সোভিয়েত ইউনিয়ন যুগে চালু হওয়া ওই প্রকল্প এত দিন গুরুত্বহীন ছিল। স্নায়ুযুদ্ধের সময়, আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন উভয়ই ডলফিন প্রকল্প চালু করে, যা পানির নিচে মাইনের মতো কোন বস্তু থেকে প্রতিধ্বনিত হওয়া শব্দ শনাক্ত করতে পারে।

আরও পড়ুন: Earthquake: রাশিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

 

আরও পড়ুন: Indian National in Russian Army: রুশ সেনায় যোগ দেবেন না, ভারতীয়দের সতর্ক করল কেন্দ্রীয় সরকার

আরও পড়ুন: Nepal protests: শ্যুট অ্যাট সাইটের নির্দেশ নেপালে, পুলিশি গুলিতে মৃত বেড়ে ৯

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

রাশিয়ার সেনা-ডলফিন!

আপডেট : ২৯ এপ্রিল ২০২২, শুক্রবার

পুবের কলম ওয়েবডেস্ক: যুদ্ধে সর্বদা সজাগ থাকতে রাশিয়া ব্যবহার করছে প্রশিক্ষিত ডলফিনদের। কৃষ্ণসাগরের নৌঘাঁটিতে ডলফিন মোতায়েনের ছবি উপগ্রহে ধরা পড়েছে। পানির নিচে সাবমেরিন হামলা থেকে রুশ নৌবহরকে রক্ষায় জন্য মস্কো এ পদক্ষেপ নিয়ে থাকতে পারে। উপগ্রহ ছবি বিশ্লেষণ করে ইউএস নেভাল ইনস্টিটউট নিশ্চিত হয়েছে, মস্কো ইউক্রেনে আক্রমণ শুরুর দিকেই দু’টি ডলফিন ওই নৌঘাঁটিতে মোতায়েন করেছিল।

সামরিক উদ্দেশ্যে ডলফিনকে প্রশিক্ষণ দেওয়ার রাশিয়ার পুরোনো ইতিহাস রয়েছে। তারা জলজ স্তন্যপায়ীকে কোনও ক্ষতিকর বস্তু উদ্ধার বা শত্রুপক্ষের ডুবুরিদের প্রতিহত করতে ব্যবহার করে থাকে। কেবল রাশিয়া নয়, ইউক্রেনও সিভাস্তোপোলের কাছে একটি অ্যাকুয়ারিয়ামে ডলফিনকে প্রশিক্ষণ দিয়েছে। ১৯৯০-এর দশকে সোভিয়েত ইউনিয়ন যুগে চালু হওয়া ওই প্রকল্প এত দিন গুরুত্বহীন ছিল। স্নায়ুযুদ্ধের সময়, আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন উভয়ই ডলফিন প্রকল্প চালু করে, যা পানির নিচে মাইনের মতো কোন বস্তু থেকে প্রতিধ্বনিত হওয়া শব্দ শনাক্ত করতে পারে।

আরও পড়ুন: Earthquake: রাশিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

 

আরও পড়ুন: Indian National in Russian Army: রুশ সেনায় যোগ দেবেন না, ভারতীয়দের সতর্ক করল কেন্দ্রীয় সরকার

আরও পড়ুন: Nepal protests: শ্যুট অ্যাট সাইটের নির্দেশ নেপালে, পুলিশি গুলিতে মৃত বেড়ে ৯