পুবের কলম, ওয়েবডেস্ক: শনিবার থেকে রাজ্যে শুরু হয়েছে এসআইআর-এর শুনানি। নথিতে গড়মিলের কারণে নোটিস পাঠানো হয়েছে রাজ্যের এক মন্ত্রীর পরিবারকে। জানা গিয়েছে, মালদার কালিয়াচকের চাঁদপুরের বাসিন্দা রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন ও সেচ দফতরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন। তাঁর বড় মেয়ে ফিজা বিন্তে আলমকে নোটিস পাঠিয়ে তলব করা হয়েছে। মন্ত্রীর কন্যা আমেরিকার একটি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন।
বাবার নামে ‘মিস ম্যাচ’-এর কারণে মন্ত্রী কন্যাকে শুনানির জন্য ডাকা হয়েছে। গোটা ঘটনা নিয়ে নির্বাচন কমিশনের দিকে আঙুল তুলেছেন রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন। তিনি বলেন, “নির্বাচন কমিশন এসআইআরের নাম করে সাধারণ মানুষকে হয়রানি করছে। এটা শুধু আমার মেয়ের ক্ষেত্রেই নয়, অনেক সাধারণ ভোটারকেও নোটিস পাঠিয়ে ডাকা হয়েছে।” তাঁর সাফ বক্তব্য, “এতে কিন্তু বিজেপির কোনো লাভ হবে না।” এদিকে মন্ত্রীর মেয়ের ভুলের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে প্রশাসন।
উল্লেখ্য, প্রথম দফার এসআইআর প্রক্রিয়া শেষে খসড়া তালিকা প্রকাশ করে কমিশন। রাজ্যজুড়ে বাদ পড়ে লক্ষ লক্ষ ভোটারের নাম। কমিশনের হিসেব অনুযায়ী, পশ্চিমবঙ্গের ২৪টি জেলায় ৫৮ লক্ষ ২০ হাজার ৮৯৮ জন ভোটারের নাম খসড়া তালিকায় নেই।

































