০৮ অগাস্ট ২০২৫, শুক্রবার, ২২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

কুমিরমোড়ায় আসহাবুস সুফফা মাদ্রাসায় কুরবানি

ইমামা খাতুন
  • আপডেট : ১১ জুলাই ২০২২, সোমবার
  • / 69

সেখ আব্দুল আজিম, চন্ডীতলা: চন্ডীতলা থানার অন্তর্গত কুমিরমোড়া গ্রাম পঞ্চায়েতের অধীনে মদিনা নগর মাদ্রাসা আসহাবুস সুফফা মাদ্রাসা প্রাঙ্গণে প্রতি বছরের ন্যায় এ বছরও পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সমস্ত নিয়মবিধি মেনে ঈদুল আযহার কুরবানির পশু জবেহ করা হয়।

 

আরও পড়ুন: ২০২৬ সালে পবিত্র রমযান মাস শুরু হতে পারে ১৮ ফেব্রুয়ারি

উক্ত মাদ্রাসার সম্পাদক মুফতি সেখ আব্দুর রব জানালেন, পঞ্চম বছরে পদার্পণ করল। তিনি আরও জানালেন, একটি গরুতে সাতটি নাম কোরবানি দেওয়া যায় হাদিস কোরআন দ্বারা প্রমাণিত। অনেকের এককালীন ২০-২৫ হাজার টাকা বের করা অসুবিধা হয়ে যায়, এই মাদ্রাসার সাতজন ব্যক্তি একটি করে কুরবানিতে নাম দিতে পারেন।

আরও পড়ুন: বাক্-স্বাধীনতা থাকলেই ধর্মীয় ভাবাবেগে আঘাত করা যায় না– শর্মিষ্ঠার অন্তর্বর্তী জামিনের আবেদন খারিজ

 

আরও পড়ুন: ঈদ-উল-আযহা উপলক্ষে বাদুড়িয়ায় বিশেষ প্রশাসনিক সভা

প্রসঙ্গত, অনেকের ক্ষমতার বাইরে হল একটি নাম দিয়ে কোরবানি করতে পারেন। সম্পাদক আরও জানালেন, ঈদ উল আজাহার পরের দিন এখানে কোরবানি করা হয়।

উল্লেখ্য, যারা কোরবানি দিতে এই মাদ্রাসায় অংশগ্রহণ করলেন তাদের যতটুক প্রাপ্য মাংস দেওয়া হয়। দিনের পরদিন যেভাবে কুরবানির পশু দাম বৃদ্ধি পাচ্ছে সাধারণ মানুষের ধরাছোঁয়ার বাইরে চলে যাচ্চে কিন্তু মদিনা নগর মাদ্রাসা আসহাবুস সুফফার, কমিটি যে সিদ্ধান্ত নিয়ে চলেছেন বলা যেতে পারে মানুষের পক্ষে ভীষণ সুবিধা কুরবানি দেওয়া।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

কুমিরমোড়ায় আসহাবুস সুফফা মাদ্রাসায় কুরবানি

আপডেট : ১১ জুলাই ২০২২, সোমবার

সেখ আব্দুল আজিম, চন্ডীতলা: চন্ডীতলা থানার অন্তর্গত কুমিরমোড়া গ্রাম পঞ্চায়েতের অধীনে মদিনা নগর মাদ্রাসা আসহাবুস সুফফা মাদ্রাসা প্রাঙ্গণে প্রতি বছরের ন্যায় এ বছরও পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সমস্ত নিয়মবিধি মেনে ঈদুল আযহার কুরবানির পশু জবেহ করা হয়।

 

আরও পড়ুন: ২০২৬ সালে পবিত্র রমযান মাস শুরু হতে পারে ১৮ ফেব্রুয়ারি

উক্ত মাদ্রাসার সম্পাদক মুফতি সেখ আব্দুর রব জানালেন, পঞ্চম বছরে পদার্পণ করল। তিনি আরও জানালেন, একটি গরুতে সাতটি নাম কোরবানি দেওয়া যায় হাদিস কোরআন দ্বারা প্রমাণিত। অনেকের এককালীন ২০-২৫ হাজার টাকা বের করা অসুবিধা হয়ে যায়, এই মাদ্রাসার সাতজন ব্যক্তি একটি করে কুরবানিতে নাম দিতে পারেন।

আরও পড়ুন: বাক্-স্বাধীনতা থাকলেই ধর্মীয় ভাবাবেগে আঘাত করা যায় না– শর্মিষ্ঠার অন্তর্বর্তী জামিনের আবেদন খারিজ

 

আরও পড়ুন: ঈদ-উল-আযহা উপলক্ষে বাদুড়িয়ায় বিশেষ প্রশাসনিক সভা

প্রসঙ্গত, অনেকের ক্ষমতার বাইরে হল একটি নাম দিয়ে কোরবানি করতে পারেন। সম্পাদক আরও জানালেন, ঈদ উল আজাহার পরের দিন এখানে কোরবানি করা হয়।

উল্লেখ্য, যারা কোরবানি দিতে এই মাদ্রাসায় অংশগ্রহণ করলেন তাদের যতটুক প্রাপ্য মাংস দেওয়া হয়। দিনের পরদিন যেভাবে কুরবানির পশু দাম বৃদ্ধি পাচ্ছে সাধারণ মানুষের ধরাছোঁয়ার বাইরে চলে যাচ্চে কিন্তু মদিনা নগর মাদ্রাসা আসহাবুস সুফফার, কমিটি যে সিদ্ধান্ত নিয়ে চলেছেন বলা যেতে পারে মানুষের পক্ষে ভীষণ সুবিধা কুরবানি দেওয়া।