৩১ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, ১৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

বান্দ্রায় বিলাসবহুল ক্যাফে-রেস্তরাঁ সমেত হোটেল খুলছেন সলমন খান

ইমামা খাতুন
  • আপডেট : ২০ মে ২০২৩, শনিবার
  • / 79

পুবের কলম,ওয়েবডেস্ক: বান্দ্রায় বিলাসবহুল ক্যাফে-রেস্তরাঁ সমেত হোটেল খুলছেন সলমন খান। ভাইজান এর আগেও রেস্তোরাঁ, পাব, হোটেল নির্মাণে মোটা অঙ্কের টাকা খরচ করেছেন। সেই পথেই নাকি তিনি আবার হাঁটতে চলেছেন। এবার বান্দ্রায় নাকি ১৯তলা দক্ষিণমুখী হোটেল তৈরির দিকে মন তাঁর। সেখানে জিম, ক্যাফে, সুইমিং পুল সব থাকবে। জানা গিয়েছে, সলমনের মা সলমা খানের নামে হোটেলটি তৈরি হবে। যে জমিতে হোটেলটি নির্মিত হবে সেখানে আগে স্টারলেট সিএইচএস নামে একটি আবাসন ছিল। সেখানেই প্রথমটায় একটা অ্যাপার্টমেন্ট কিনেছিলেন তাঁরা। পরে গোটা বিল্ডিংটাকেই নতুন করে ভেঙে-গড়ে একটা বিলাসবহুল অ্যাপার্টমেন্ট গড়ার পরিকল্পনা করে সলমনের পরিবার। তবে পরে ওই সিদ্ধান্ত বাতিল হয়। একবছর আগে ওই ১৯তলা আবাসনকেই ঝাঁ চকচকে হোটেলে পরিণত করার জন্য মুম্বই পুরসভার কাছে আবেদন পাঠানো হয়। যে সম্পত্তির মালিকানা আদতে সলমনের মা সলমা খানের হাতে। বান্দ্রার কার্টার রোডের সেই আবাসনের বৈশিষ্ট্য, এটি সমুদ্রমুখী। সলমন বুঝেছেন, এই জায়গায় হোটেল খুললে পর্যটকেরা সমুদ্র দেখার লোভে এমনিতেই ভিড় জমাবে। তাই হোটেল নির্মাণের প্রস্তাব ‘দাবাং’ খান এক বছর আগে জমা দিয়েছিলেন।  এটি সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত হবে। প্রতিবেদনে আরও জানানো হয়েছে, হোটেলের প্রথম এবং দ্বিতীয় তলে জুড়ে ক্যাফে এবং রেস্তোরাঁ থাকবে। তৃতীয় তলে থাকবে জিম এবং সুইমিং পুল। পঞ্চম এবং ষষ্ঠ তলে অনুষ্ঠান উদযাপনের জন্য ভাড়া দেওয়া হবে। বাকি সমস্ত তলজুড়ে হোটেল। শুধু তাই নয়, একটি তিন-স্তরের বেসমেন্টও থাকবে। যদিও এই বিষয়ে অভিনেতা এবং তাঁর পরিবার এখনও আনুষ্ঠানিক বিবৃতি দেননি।

আরও পড়ুন: প্রচণ্ড ভিড়ে মুম্বাইয়ে ট্রেন থেকে পড়ে মৃত অন্তত ৫

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বান্দ্রায় বিলাসবহুল ক্যাফে-রেস্তরাঁ সমেত হোটেল খুলছেন সলমন খান

আপডেট : ২০ মে ২০২৩, শনিবার

পুবের কলম,ওয়েবডেস্ক: বান্দ্রায় বিলাসবহুল ক্যাফে-রেস্তরাঁ সমেত হোটেল খুলছেন সলমন খান। ভাইজান এর আগেও রেস্তোরাঁ, পাব, হোটেল নির্মাণে মোটা অঙ্কের টাকা খরচ করেছেন। সেই পথেই নাকি তিনি আবার হাঁটতে চলেছেন। এবার বান্দ্রায় নাকি ১৯তলা দক্ষিণমুখী হোটেল তৈরির দিকে মন তাঁর। সেখানে জিম, ক্যাফে, সুইমিং পুল সব থাকবে। জানা গিয়েছে, সলমনের মা সলমা খানের নামে হোটেলটি তৈরি হবে। যে জমিতে হোটেলটি নির্মিত হবে সেখানে আগে স্টারলেট সিএইচএস নামে একটি আবাসন ছিল। সেখানেই প্রথমটায় একটা অ্যাপার্টমেন্ট কিনেছিলেন তাঁরা। পরে গোটা বিল্ডিংটাকেই নতুন করে ভেঙে-গড়ে একটা বিলাসবহুল অ্যাপার্টমেন্ট গড়ার পরিকল্পনা করে সলমনের পরিবার। তবে পরে ওই সিদ্ধান্ত বাতিল হয়। একবছর আগে ওই ১৯তলা আবাসনকেই ঝাঁ চকচকে হোটেলে পরিণত করার জন্য মুম্বই পুরসভার কাছে আবেদন পাঠানো হয়। যে সম্পত্তির মালিকানা আদতে সলমনের মা সলমা খানের হাতে। বান্দ্রার কার্টার রোডের সেই আবাসনের বৈশিষ্ট্য, এটি সমুদ্রমুখী। সলমন বুঝেছেন, এই জায়গায় হোটেল খুললে পর্যটকেরা সমুদ্র দেখার লোভে এমনিতেই ভিড় জমাবে। তাই হোটেল নির্মাণের প্রস্তাব ‘দাবাং’ খান এক বছর আগে জমা দিয়েছিলেন।  এটি সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত হবে। প্রতিবেদনে আরও জানানো হয়েছে, হোটেলের প্রথম এবং দ্বিতীয় তলে জুড়ে ক্যাফে এবং রেস্তোরাঁ থাকবে। তৃতীয় তলে থাকবে জিম এবং সুইমিং পুল। পঞ্চম এবং ষষ্ঠ তলে অনুষ্ঠান উদযাপনের জন্য ভাড়া দেওয়া হবে। বাকি সমস্ত তলজুড়ে হোটেল। শুধু তাই নয়, একটি তিন-স্তরের বেসমেন্টও থাকবে। যদিও এই বিষয়ে অভিনেতা এবং তাঁর পরিবার এখনও আনুষ্ঠানিক বিবৃতি দেননি।

আরও পড়ুন: প্রচণ্ড ভিড়ে মুম্বাইয়ে ট্রেন থেকে পড়ে মৃত অন্তত ৫