১৫ জানুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

নবাব মালিকের বিরুদ্ধে বিশাল অঙ্কের মানহানির মামলা করলেন সমীর ওয়াংখেড়ের বাবা

পুবের কলম ওয়েবডেস্কঃ  এনসিবি জোনাল ডিরেক্টর  সমীর ওয়াংখেড়ের বাবা ধ্যানদেব কাচরুজি ওয়াংখেড়ে  মানহানির মামলা ঠুকলেন এনসিপি  নেতা তথা  মহারাষ্ট্রের মন্ত্রী  নবাব  মালিকের  বিরুদ্ধে।

জানা যাচ্ছে  ১.২৫ কোটি  টাকার দাবি  জানিয়ে  মামলা ঠুকেছেন সিনিয়র  ওয়াংখেড়ে।  ধ্যানদেব তাঁর পিটিশনে বলেছেন  নবাব  মালিক কে ওয়াংখেড়ে পরিবার নিয়ে  আপত্তিকর মন্তব্য করা থেকে  বিরত রাখতে  স্থগিতাদেশ জারি করুক আদালত।

আরও পড়ুন: পুরভোট হিংসা মামলায় সুপ্রিম কোর্টে মুখ পুড়ল বিজেপির

উল্লেখ্য  বলিউড বাদশা শাহরুখ খান পুত্র আরিয়ান  মাদককাণ্ডে  গ্রেফতার হওয়ার পর থেকেই আসরে  নামেন এনসিপি নেতা তথা মহারাষ্ট্রের মন্ত্রী  নবাব মালিক।

আরও পড়ুন: চাকরি পেতে হিন্দু সাজেন সমীর! ‘নিকাহ’র ছবি প্রকাশ্যে এনে দাবি নবাব মালিকের

সমীর ওয়াংখেড়ে কে টার্গেট করে একের পর  এক  বিবৃতি দিতে থাকেন নবাব মালিক।এনসিপি নেতা তথা মহারাষ্ট্রের মন্ত্রী নবাব মালিক শুরু থেকেই বলে চলেছেন, প্রমোদতরীতে এনসিবির অভিযান পুরোটাই ওয়াংখেড়ের উদ্দেশ্যপ্রণোদিত। এই আবহে সমীরের বিরুদ্ধে আরিয়ানকে ছেড়ে দিতে ঘুষ নেওয়ার পরিকল্পনা করার অভিযোগ ওঠে।

আরও পড়ুন: আরিয়ানের সঙ্গে চ্যাটিং, এবার চাঙ্কি পান্ডে কন্যাকে জেরা এনসিবির

এমনকি আরিয়ানাকে  কিডন্যাপ করে সমীর ওয়াংখেড়ে  শাহরুখের থেকে মুক্তিপণ  আদায় করার পরিকল্পনা করে ছিলেন এমনটাও  দাবি  করেছেন  নবাব মালিক।

সর্বধিক পাঠিত

সপ্তাহান্তে উত্তরবঙ্গকে জোড়া উপহার মুখ্যমন্ত্রীর, শিলান্যাস মহাকাল মন্দিরের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

নবাব মালিকের বিরুদ্ধে বিশাল অঙ্কের মানহানির মামলা করলেন সমীর ওয়াংখেড়ের বাবা

আপডেট : ৭ নভেম্বর ২০২১, রবিবার

পুবের কলম ওয়েবডেস্কঃ  এনসিবি জোনাল ডিরেক্টর  সমীর ওয়াংখেড়ের বাবা ধ্যানদেব কাচরুজি ওয়াংখেড়ে  মানহানির মামলা ঠুকলেন এনসিপি  নেতা তথা  মহারাষ্ট্রের মন্ত্রী  নবাব  মালিকের  বিরুদ্ধে।

জানা যাচ্ছে  ১.২৫ কোটি  টাকার দাবি  জানিয়ে  মামলা ঠুকেছেন সিনিয়র  ওয়াংখেড়ে।  ধ্যানদেব তাঁর পিটিশনে বলেছেন  নবাব  মালিক কে ওয়াংখেড়ে পরিবার নিয়ে  আপত্তিকর মন্তব্য করা থেকে  বিরত রাখতে  স্থগিতাদেশ জারি করুক আদালত।

আরও পড়ুন: পুরভোট হিংসা মামলায় সুপ্রিম কোর্টে মুখ পুড়ল বিজেপির

উল্লেখ্য  বলিউড বাদশা শাহরুখ খান পুত্র আরিয়ান  মাদককাণ্ডে  গ্রেফতার হওয়ার পর থেকেই আসরে  নামেন এনসিপি নেতা তথা মহারাষ্ট্রের মন্ত্রী  নবাব মালিক।

আরও পড়ুন: চাকরি পেতে হিন্দু সাজেন সমীর! ‘নিকাহ’র ছবি প্রকাশ্যে এনে দাবি নবাব মালিকের

সমীর ওয়াংখেড়ে কে টার্গেট করে একের পর  এক  বিবৃতি দিতে থাকেন নবাব মালিক।এনসিপি নেতা তথা মহারাষ্ট্রের মন্ত্রী নবাব মালিক শুরু থেকেই বলে চলেছেন, প্রমোদতরীতে এনসিবির অভিযান পুরোটাই ওয়াংখেড়ের উদ্দেশ্যপ্রণোদিত। এই আবহে সমীরের বিরুদ্ধে আরিয়ানকে ছেড়ে দিতে ঘুষ নেওয়ার পরিকল্পনা করার অভিযোগ ওঠে।

আরও পড়ুন: আরিয়ানের সঙ্গে চ্যাটিং, এবার চাঙ্কি পান্ডে কন্যাকে জেরা এনসিবির

এমনকি আরিয়ানাকে  কিডন্যাপ করে সমীর ওয়াংখেড়ে  শাহরুখের থেকে মুক্তিপণ  আদায় করার পরিকল্পনা করে ছিলেন এমনটাও  দাবি  করেছেন  নবাব মালিক।