প্রয়াত হলেন বর্ষীয়ান বামপন্থী নেতা সমীর পুততুণ্ড। রবিবার রাত সওয়া ১১টা নাগাদ দক্ষিণ কলকাতার মুকুন্দপুকুর এলাকার একটি বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। পরিবার সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই তিনি অসুস্থতায় ভুগছিলেন।
সমীর পুততুণ্ডর স্ত্রী ও পিডিএস নেত্রী অনুরাধা পুততুণ্ড জানিয়েছেন, প্রয়াত নেতার দেহ দক্ষিণ ২৪ পরগনায় তাঁর আদি বাড়িতে নিয়ে যাওয়া হবে। সেখানেই শেষকৃত্য সম্পন্ন করা হবে।
বাম রাজনীতিতে দক্ষ সংগঠক হিসেবে পরিচিত ছিলেন সমীর পুততুণ্ড। দীর্ঘদিন তিনি দক্ষিণ ২৪ পরগনা জেলায় সিপিএমের জেলা সম্পাদকের দায়িত্ব পালন করেন। তবে দলীয় নেতৃত্বের সঙ্গে মতবিরোধের জেরে ২০০১ সালের বিধানসভা নির্বাচনের আগে সইফুদ্দিন চৌধুরীর সঙ্গে সিপিএম ছাড়েন তিনি।
পরবর্তীকালে তিনি পিডিএস (পার্টি অফ ডেমোক্র্যাটিক সোশ্যালিজ়ম) গঠন করেন এবং ওই নির্বাচনে যাদবপুর বিধানসভা কেন্দ্রে বুদ্ধদেব ভট্টাচার্যের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেন। ভোটে সফল না হলেও রাজনৈতিক ক্ষেত্রে তাঁর সক্রিয় ভূমিকা বজায় ছিল। সিঙ্গুর ও নন্দীগ্রামের জমি আন্দোলনের সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন তিনি।
এদিকে বামপন্থী নেতার মৃত্যুতে শোকপ্রকাশ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘একদা বাম আন্দোলনের শক্তিশালী নেতা সমীর পুততুণ্ডকে হারিয়ে আমি খুবই মর্মাহত বোধ করছি। মনে হচ্ছে, আমি নিজের কাউকে হারালাম। সিঙ্গুর-নন্দীগ্রাম আন্দোলনে একসঙ্গে কাজ করেছিলাম। অনুরাধাদিকে সান্ত্বনা জানানোর ভাষা নেই, তবুও সর্বদা পাশে আছি।’






























