নিষেধাজ্ঞা তুললেই খাদ্য সংকট কমবে: রাশিয়া

- আপডেট : ২৭ মে ২০২২, শুক্রবার
- / 10
পুবের কলম, ওয়েবডেস্কঃ পশ্চিমারা মস্কোর ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিলে বিশ্বব্যাপী খাদ্য সংকট মোকাবিলায় অবদান রাখবে রাশিয়া। ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘির সঙ্গে এক ফোনালাপে এই কথা বলেন রুশ প্রেসিডেন্ট পুতিন। ইতালির প্রধানমন্ত্রীর সঙ্গে পুতিনের ফোনালাপের পর ক্রেমলিনের পক্ষ থেকে একটি বিবৃতি প্রকাশিত হয়। তাতে বলা হয়, ইউক্রেনের পক্ষ থেকে আজভ ও কৃষ্ণ সাগরে জাহাজ চলাচলে বাধা সৃষ্টি করা হচ্ছে। তবে পুতিন আজভ ও কৃষ্ণসাগরে অসামরিক জাহাজ চলাচলে নিরাপত্তার নিশ্চয়তায় পদক্ষেপ গ্রহণের কথা বলেছেন। ইউক্রেনে আটক বিদেশি জাহাজগুলিকে মুক্ত করার কথাও জানিয়েছে রাশিয়া।
উল্লেখ্য, ইউক্রেনে কয়েক মাস ব্যাপী চলমান যুদ্ধের কারণে ইউক্রেনীয় চাষিদের ২ কোটি টনেরও বেশি খাদ্যশস্য আন্তর্জাতিক বাজারে পৌঁছনো সম্ভব হচ্ছে না। দেশটিতে নতুন খাদ্যশস্য চাষের মৌসুমও চলে এসেছে।
এ অবস্থায় ইউক্রেনের বিদেশমন্ত্রী দিমিত্রি কুবেলা বলেন, নিষেধাজ্ঞা তুলে নিতে কৃষ্ণ সাগরে ইউক্রেনের বন্দর নিয়ে ব্ল্যাকমেল করছে রাশিয়া। উল্লেখ্য, বিশ্বের ক্রমবর্ধমান খাদ্য সংকটের জন্য পশ্চিমা দেশগুলোকে দোষারোপ করছেন রাশিয়ার প্রেসিডেন্ট। ইউক্রেন-রাশিয়া সংঘাতের কারণে লক্ষ লক্ষ টন শস্য ও অন্যান্য কৃষিপণ্য আন্তর্জাতিক বাজারে পাঠাতে পারছে না কিয়েভ। এর ফলে বহু দেশে খাদ্য সংকট দেখা দিয়েছে। রাশিয়া বলছে, তাদের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিলেই এই সমস্যার সমাধান হবে।