সন্দেশখালি কাণ্ড: বিজেপি নেত্রী পিয়ালী দাস ওরফে মাম্পিকে ৭ দিনের জেল হেফাজতের নির্দেশ বসিরহাট আদালতের

- আপডেট : ১৪ মে ২০২৪, মঙ্গলবার
- / 1
পুবের কলম প্রতিবেদক, বসিরহাট: বসিরহাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রেখা পাত্রের ছায়া সঙ্গী পিয়ালী দাস ওরফে মাম্পির বিরুদ্ধে এলাকার মহিলারা লিখিত অভিযোগ দায়ের করেছিল। এই মাম্পি এলাকার মহিলাদের সন্দেশখালি থানায় নিয়ে গিয়ে তৃণমূল নেতাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়ের করানো সহ সাদা কাগজে সই করিয়ে শ্লীলতাহানির মত অভিযোগ করিয়েছিল। সেই অভিযোগের ভিত্তিতে গত কয়েকদিন আগে সন্দেশখালি থানার পুলিশ মাম্পি দাসের বাড়িতে নোটিশ দিয়েছিল। এরপর মঙ্গলবার বসিরহাট আদালতে আত্মসমর্পণ করেন মাম্পি। তারপর তাকে সাত দিনের জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত।
অন্যদিকে সন্দেশখালির জেলিয়াখালি পিঁপড়েখালি ফেরিঘাটে মাঝি মোল্লাদের আগ্নেয়াস্ত্র দেখিয়ে নগদ ১২,০০০ টাকা লুটপাটের অভিযোগে বিজেপি কর্মী জুলফিকার মোল্লাকে মঙ্গলবার ভোর বেলা আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার করে।
জুলফিকার বলেন, আমি বিজেপি করি বলে চক্রান্ত করা হয়েছে। বসিরহাট মহকুমা আদালতে তুললে তাকে ছয়দিনের পুলিশ ছয় দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বসিরহাটে আদালতের বিচারক।
উল্লেখ্য, সন্দেশখালিতে দুষ্কৃতী হামলায় গ্রেফতারের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২, একই অভিযোগে গ্রেফতার হয়েছিল ধর্মেন্দ্র সর্দার। তাকে ৮ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছিল আদালত।