১৩ নভেম্বর ২০২৫, বৃহস্পতিবার, ২৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

হজ কোটা ঘোষণা করল সউদি আরব

ইমামা খাতুন
  • আপডেট : ২৩ এপ্রিল ২০২২, শনিবার
  • / 201

হাইলাইটস :

  1. ইন্দোনেশিয়া থেকে ১ লক্ষ ৫১জন
  2. পাকিস্তান থেকে ৮১ হাজার ১৩২জন
  3. ভারতের ৭৯ হাজার ২৩৭ জন
  4. বাংলাদেশ থেকে ৫৭ হাজার ৫৮৫জন
  5. নাইজেরিয়া থেকে ৪৩ হাজার ৮ জন

পুবের কলম ওয়েবডেস্কঃ কোভিড পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে। ক্রমশ স্বাস্থ্যবিধি শিথিল করেছে সউদি আরব। স্বভাবতই এবছরের পবিত্র হজ আগের মতোই ব্যাপক ও জমজমাট রুপ নিতে চলেছে। এপ্রিলের শুরুতে সউদি জানিয়েছিল, এ বছর ১০ লক্ষ মানুষ হজ করতে পারবেন। এবার কোন দেশ থেকে কতজন হজে যাওয়ার সুযোগ পাবেন, সেই কোটা নির্ধারণ করল দেশটির হজ মন্ত্রক। বরাবরের মতো এ বছরও ইন্দোনেশিয়া থেকে সবচেয়ে বেশি মানুষ হজ করার সুযোগ পাবেন।

আরও পড়ুন: Imran Khan: ইমরানের মুক্তির দাবিতে উত্তাল পাকিস্তান

 

আরও পড়ুন: Donald Trump-Shehbaz Sharif: শাহবাজ-মুনিরের প্রশংসায় পঞ্চমুখ ট্রাম্প

ইন্দোনেশিয়া থেকে ১ লক্ষ ৫১ জনকে এবার হজ করার সুযোগ দেওয়া হবে। দ্বিতীয় স্থানে আছে পাকিস্তান। পাকিস্তান থেকে হজ করার সুযোগ পাবেন ৮১ হাজার ১৩২ জন হজযাত্রী। তৃতীয় অবস্থানে থাকা ভারতের ৭৯ হাজার ২৩৭ জনকে এবার হজের সুযোগ দেওয়া হবে। চতুর্থ অবস্থানে থাকা বাংলাদেশ থেকে হজের সুযোগ পাবেন ৫৭ হাজার ৫৮৫ জন হজযাত্রী। এবার আফ্রিকার দেশ অ্যাঙ্গোলা থেকে সবচেয়ে কম মানুষ হজ করার সুযোগ পাবেন। দেশটি থেকে মাত্র ২৩ জনকে হজের অনুমতি দিয়েছে সউদি আরবের হজ ও ওমরাহমন্ত্রক। আরব দেশগুলোর মধ্যে মিশর থেকে ৩৫ হাজার ৩৭৫ জন হজ করার সুযোগ পাবেন এবার। আফ্রিকার দেশগুলোর মধ্যে নাইজেরিয়া থেকে সবচেয়ে বেশি ৪৩ হাজার ৮ জন এবার হজ করতে পারবেন। এ ছাড়া ইরানের ৩৮ হাজার ৪৮১ ও তুরস্ক থেকে ৩৭ হাজার ৭৭০ জন হজের সুযোগ পাবেন। আমেরিকা থেকে ৯ হাজার ৫০৪, রাশিয়া থেকে ১১ হাজার ৩১৮, চিন থেকে ৯ হাজার ১৯০ ও ইউক্রেন থেকে এবার ৯১ জনকে হজের সুযোগ দেবে সউদি আরব।

আরও পড়ুন: ১৭ ডিসেম্বর থেকে শুরু বাংলাদেশের অমর একুশে বইমেলা

এর আগে সউদি আরব এ বছর ১০ লক্ষ হজযাত্রীকে সুযোগ দেওয়ার কথা জানায়। এর মধ্যে ৮৫ শতাংশ অর্থাৎ ৮ লক্ষ ৫০ হাজার মানুষ বিভিন্ন দেশ থেকে হজে অংশ নেওয়ার অনুমতি পাবেন। এ ছাড়া সউদি আরবের দেড় লক্ষ মানুষকে হজের সুযোগ দেওয়া হবে। এ বছর হজের দুটি শর্ত দিয়েছে ওমরাহমন্ত্রক। শর্ত দুটি হল, হজযাত্রীদের বয়স ৬৫ বছরের কম হতে হবে এবং নিতে হবে পূর্ণ ডোজ টিকা। সউদির উদ্দেশে রওনার ৭২ ঘণ্টার মধ্যে পিসিআর টেস্টের নেগেটিভ রিপোর্ট লাগবে। এ ছাড়া প্রত্যেক হজযাত্রীকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। উল্লেখ্য, করোনা মহামারির কারণে গত বছর সীমিতসংখ্যক হজযাত্রী হজ করেন। সউদি আরবের সরকারি তথ্য অনুযায়ী, গত বছর ৫৮ হাজার ৭৪৫ জন হজযাত্রী ছিলেন।

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

হজ কোটা ঘোষণা করল সউদি আরব

আপডেট : ২৩ এপ্রিল ২০২২, শনিবার

হাইলাইটস :

  1. ইন্দোনেশিয়া থেকে ১ লক্ষ ৫১জন
  2. পাকিস্তান থেকে ৮১ হাজার ১৩২জন
  3. ভারতের ৭৯ হাজার ২৩৭ জন
  4. বাংলাদেশ থেকে ৫৭ হাজার ৫৮৫জন
  5. নাইজেরিয়া থেকে ৪৩ হাজার ৮ জন

পুবের কলম ওয়েবডেস্কঃ কোভিড পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে। ক্রমশ স্বাস্থ্যবিধি শিথিল করেছে সউদি আরব। স্বভাবতই এবছরের পবিত্র হজ আগের মতোই ব্যাপক ও জমজমাট রুপ নিতে চলেছে। এপ্রিলের শুরুতে সউদি জানিয়েছিল, এ বছর ১০ লক্ষ মানুষ হজ করতে পারবেন। এবার কোন দেশ থেকে কতজন হজে যাওয়ার সুযোগ পাবেন, সেই কোটা নির্ধারণ করল দেশটির হজ মন্ত্রক। বরাবরের মতো এ বছরও ইন্দোনেশিয়া থেকে সবচেয়ে বেশি মানুষ হজ করার সুযোগ পাবেন।

আরও পড়ুন: Imran Khan: ইমরানের মুক্তির দাবিতে উত্তাল পাকিস্তান

 

আরও পড়ুন: Donald Trump-Shehbaz Sharif: শাহবাজ-মুনিরের প্রশংসায় পঞ্চমুখ ট্রাম্প

ইন্দোনেশিয়া থেকে ১ লক্ষ ৫১ জনকে এবার হজ করার সুযোগ দেওয়া হবে। দ্বিতীয় স্থানে আছে পাকিস্তান। পাকিস্তান থেকে হজ করার সুযোগ পাবেন ৮১ হাজার ১৩২ জন হজযাত্রী। তৃতীয় অবস্থানে থাকা ভারতের ৭৯ হাজার ২৩৭ জনকে এবার হজের সুযোগ দেওয়া হবে। চতুর্থ অবস্থানে থাকা বাংলাদেশ থেকে হজের সুযোগ পাবেন ৫৭ হাজার ৫৮৫ জন হজযাত্রী। এবার আফ্রিকার দেশ অ্যাঙ্গোলা থেকে সবচেয়ে কম মানুষ হজ করার সুযোগ পাবেন। দেশটি থেকে মাত্র ২৩ জনকে হজের অনুমতি দিয়েছে সউদি আরবের হজ ও ওমরাহমন্ত্রক। আরব দেশগুলোর মধ্যে মিশর থেকে ৩৫ হাজার ৩৭৫ জন হজ করার সুযোগ পাবেন এবার। আফ্রিকার দেশগুলোর মধ্যে নাইজেরিয়া থেকে সবচেয়ে বেশি ৪৩ হাজার ৮ জন এবার হজ করতে পারবেন। এ ছাড়া ইরানের ৩৮ হাজার ৪৮১ ও তুরস্ক থেকে ৩৭ হাজার ৭৭০ জন হজের সুযোগ পাবেন। আমেরিকা থেকে ৯ হাজার ৫০৪, রাশিয়া থেকে ১১ হাজার ৩১৮, চিন থেকে ৯ হাজার ১৯০ ও ইউক্রেন থেকে এবার ৯১ জনকে হজের সুযোগ দেবে সউদি আরব।

আরও পড়ুন: ১৭ ডিসেম্বর থেকে শুরু বাংলাদেশের অমর একুশে বইমেলা

এর আগে সউদি আরব এ বছর ১০ লক্ষ হজযাত্রীকে সুযোগ দেওয়ার কথা জানায়। এর মধ্যে ৮৫ শতাংশ অর্থাৎ ৮ লক্ষ ৫০ হাজার মানুষ বিভিন্ন দেশ থেকে হজে অংশ নেওয়ার অনুমতি পাবেন। এ ছাড়া সউদি আরবের দেড় লক্ষ মানুষকে হজের সুযোগ দেওয়া হবে। এ বছর হজের দুটি শর্ত দিয়েছে ওমরাহমন্ত্রক। শর্ত দুটি হল, হজযাত্রীদের বয়স ৬৫ বছরের কম হতে হবে এবং নিতে হবে পূর্ণ ডোজ টিকা। সউদির উদ্দেশে রওনার ৭২ ঘণ্টার মধ্যে পিসিআর টেস্টের নেগেটিভ রিপোর্ট লাগবে। এ ছাড়া প্রত্যেক হজযাত্রীকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। উল্লেখ্য, করোনা মহামারির কারণে গত বছর সীমিতসংখ্যক হজযাত্রী হজ করেন। সউদি আরবের সরকারি তথ্য অনুযায়ী, গত বছর ৫৮ হাজার ৭৪৫ জন হজযাত্রী ছিলেন।