২০২৫-২৬ ওমরাহ’র ক্যালেন্ডার প্রকাশ সউদির

- আপডেট : ১১ মে ২০২৫, রবিবার
- / 51
পুবের কলম, ওয়েব ডেস্ক: ২০২৫-২৬ সালের ওমরাহ করার পূর্ণাঙ্গ সময়সূচি প্রকাশ করেছে সউদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়। ঘোষণায় বলা হয়েছে, বিদেশি মুসল্লিরা ২০২৫ সালের ১১ জুন থেকে সউদি আরবে ওমরাহ পালন করতে পারবেন। তার একদিন আগেই, অর্থাৎ ১০ জুন থেকে নতুন মৌসুমের জন্য ভিসা ইস্যু কার্যক্রম শুরু হবে। তবে ওমরাহ কোম্পানি ও বিদেশি এজেন্টদের মধ্যে পরিষেবা চুক্তি সম্পন্ন করতে হবে ২৭ মে’র মধ্যেই।
এর আগেই সউদি সরকার মৌসুমের প্রস্তুতি শুরু করেছে। ২৫ মার্চ ‘নুসুক’ প্ল্যাটফর্ম এবং ‘ওমরাহ পথ’ ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে বিদেশি এজেন্টদের কোয়ালিফিকেশন প্রক্রিয়া চালু করা হয়েছে। ‘নুসুক’ হজ ও ওমরাহ যাত্রীদের জন্য একটি অল-ইন-ওয়ান ডিজিটাল গেটওয়ে । ডিজিটাল এই প্ল্যাটফর্মগুলোর মাধ্যমে ওমরাহ ব্যবস্থাপনায় আধুনিকতা, স্বচ্ছতা ও দক্ষতা আনতে চায় সউদি প্রশাসন।
১৪ এপ্রিল রিয়াদে অনুষ্ঠিত ২০২৫ হজ ও ওমরাহ সার্ভিস ফোরামের সময় থেকে বিভিন্ন দেশি-বিদেশি ওমরাহ অপারেটরদের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর শুরু হয়। সেইসঙ্গে জানানো হয়েছে, ২০২৬ সালের ২০ মার্চ পর্যন্ত ওমরাহ ভিসা ইস্যু চলবে। তবে বিদেশি ওমরাহযাত্রীদের সউদি আরবে পৌঁছতে হবে ৩ এপ্রিলের মধ্যে এবং দেশত্যাগ করতে হবে ১৮ এপ্রিলের মধ্যে।
তাছাড়া বিদেশি এজেন্টদের কোয়ালিফিকেশন জমা দেওয়ার শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ২০ জানুয়ারি ২০২৬। মন্ত্রণালয়ের দাবি, সময়সীমা মেনে পরিকল্পিতভাবে কাজ করা হলে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা মুসল্লিরা নির্বিঘ্নে ও সুশৃঙ্খলভাবে ওমরাহ পালন করতে পারবেন।