রমজানে মসজিদে ক্যামেরার ব্যবহার নিষিদ্ধ করল সউদি আরব

- আপডেট : ২৩ ফেব্রুয়ারী ২০২৫, রবিবার
- / 55
রিয়াদ: রমজান মাসে মসজিদে নামাজের সময় ছবি বা ভিডিও তোলার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে সৌদি আরবের ইসলামিক বিষয়ক মন্ত্রক। বলা হয়েছে, নামাজের সময় মুসল্লি ও ইমামের ছবি বা ভিডিও করার জন্য কেউ ক্যামেরা ব্যবহার করতে পারবে না। শুধু ছবি বা ভিডিও তোলা নয়, মন্ত্রকের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, শুধু ছবি বা ভিডিও নয়, নামাযের সময় কোনো মিডিয়া লাইভ সম্প্রচারও করতে পারবে না।
এই পদক্ষেপের কারণ হিসাবে জানানো হয়েছে, মসজিদের পবিত্রতা রক্ষা এবং নামাযের পরিবেশের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করা। মসজিদে নামাযের সময় মুসল্লি ও ইমামের ছবি বা ভিডিও তোলা, কিংবা মিডিয়া লাইভ সম্প্রচার করা, প্রার্থনার আন্তরিকতাকে হালকা করে ফেলতে পারে এবং সৃষ্টিকর্তার নিকট ইবাদত করার পরিবেশে বিঘ্ন ঘটাতে পারে।
মন্ত্রক ইমাম ও ধর্মীয় নেতাদের এই নির্দেশিকাগুলো মেনে চলার গুরুত্বের ওপর জোর দিয়েছে এবং মসজিদের অভ্যন্তরে যথাযথ সাজসজ্জা ও ধর্মীয় শিষ্টাচার বজায় রাখার জন্যও নির্দেশ দেওয়া হয়েছে। জানানো হয়েছে, মসজিদে নামাজের সময় কোনো ধরনের বিভ্রান্তি কিংবা অস্বস্তি সৃষ্টি না হওয়ার জন্য এ পদক্ষেপ নেওয়া হয়েছে।