০১ অগাস্ট ২০২৫, শুক্রবার, ১৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
BRAKING :
পবিত্র জমজমের পানি নিয়ে নির্দেশনা সউদির

ইমামা খাতুন
- আপডেট : ২০ মে ২০২২, শুক্রবার
- / 63
পুবের কলম ওয়েবডেস্কঃ পবিত্র জমজমের পানি বহনের বিষয়ে নতুন নির্দেশনা জারি করেছে সউদি আরবের বিমান চলাচল কর্তৃপক্ষ। এতে বলা হয়েছে, কেউ চেক-ইন লাগেজে জমজমের পানি বহন করতে পারবে না। সউদি জেনারেল অ্যাভিয়েশন অথরিটি নতুন নির্দেশিকাটির জন্য একটি অফিসিয়াল বিজ্ঞপ্তি জারি করেছে। এতে হজযাত্রীদের নিজ নিজ দেশে নির্দিষ্ট পরিমাণের বেশি জমজমের পানি বহন করা নিষিদ্ধ করা হয়েছে। আইন অমান্য করতে শান্তির বিধানও রাখা হয়েছে। চেক ইন লাগেজ হল বিমানের সেই লাগেজ যা যাত্রীদের সঙ্গে থাকে না। তবে যাত্রীরা তাঁদের ব্যক্তিগত ছোট ব্যাগে করে পবিত্র ও বরকতময় জমজমের পানি নিজ দেশে নিয়ে যেতে পারেন।