পুবের কলম ওয়েব ডেস্কঃ ফের আইপিএলে কামব্যাক সৌরভ গঙ্গোপাধ্যায়ের। সংবাদ মাধ্যম সূত্রে খবর, দিল্লি ক্যাপিটালস দলের ‘ডিরেক্টর অফ ক্রিকেট’ পদে তাঁকে নিয়োগ করা হচ্ছে বলেই খবর। গত বছর অক্টোবরে বিসিসিআই সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয় সৌরভকে।
‘প্রিন্স অফ ক্যালকাটা’- অবশ্য দিল্লি ক্যাপিটালসের হয়ে এর আগেও দায়িত্ব সামলেছেন। তবে সেইসময় তাঁকে দলের উপদেষ্টা হিসেবে রাখা হয়েছিল। তারপরই তিনি ভারতীয় ক্রিকেট বোর্ডের দায়িত্ব গ্রহণ করেন। এই প্রসঙ্গে দিল্লি ক্যাপিটালসের এক আধিকারিক জানিয়েছেন, ‘হ্যাঁ, এবছর আবারও সৌরভ দিল্লি ক্যাপিটালস দলে যোগ দিতে চলেছে। ইতিমধ্যেই যাবতীয় কথাবার্তা পাকা হয়ে গিয়েছে।’
প্রতিযোগিতার দেড় দশক কেটে গেলেও এখনও আইপিএল ট্রফি জিততে পারে নি এই দল। দিল্লি ডেয়ারডেভিলস থেকে নাম বদলে দিল্লি ক্যাপিটালস নাম রাখলেও শিকে ছেঁড়েনি তাদের ভাগ্যে। এবার ক্রিকেট প্রশাসনের সর্বোচ্চ পদে ভারতের অন্যতম সেরা অধিনায়ককে বসিয়ে প্রথম ট্রফিজয় করার লক্ষ্যেই নামতে চাইছেন দিল্লি কর্মকর্তারা।




































