২৮ জুলাই ২০২৫, সোমবার, ১২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

বাপুকে হত্যার অস্ত্র গডসেকে জোগাড় করে দিয়েছিলেন সাভারকার বিস্ফোরক মন্তব্য তুষার গান্ধির   

ইমামা খাতুন
  • আপডেট : ২২ নভেম্বর ২০২২, মঙ্গলবার
  • / 37

পুবের কলম ওয়েব ডেস্কঃ গান্ধিজিকে নাথুরাম যে বন্দুক দিয়ে হত্যা করেছিল সেটি তাকে জোগাড় করে দিয়েছিলেন আরএসএস প্রতিষ্ঠাতা বিনায়ক দামোদর সাভারকার।এমনটাই দাবি করেছেন মহাত্মা গান্ধির  প্রপৌত্র তুষার গান্ধী। বিজেপির মহারাষ্ট্র শাখা তুষার গান্ধির এই মন্তব্যকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে।রবিবার এক ট্যুইটে তুষার গান্ধি  বলেন, সাভারকার শুধু ব্রিটিশদের সাহায্য করেননি, তিনি বাপুকে হত্যার জন্য নাথুরাম গডসেকে  বন্দুক খুঁজে পেতেও সাহায্য করেছিলেন। বাপুকে হত্যার দু’দিন আগেও নাথুরামের হাতে  ভরসা করার মত তেমন অস্ত্র ছিল না।তুষার গান্ধি আরও বলেছেন, শিবসেনার প্রতিষ্ঠাতা বালাসাহেব ঠাকরে এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের ঠাকুরদাদা প্রবোধনকর ঠাকরে মহাত্মা গান্ধীকে হত্যার ষড়যন্ত্র সম্পর্কে আগেই সতর্ক করেছিলেন।

 

আরও পড়ুন: সাভারকর মুসলিমদের বিশ্বাসঘাতক হিসেবে দেখতেন: মানহানির মামলায় দাবি রাহুলের

তুষার গান্ধি এব্যাপারে সনাতনী হিন্দু সংগঠনের নেতা সাভারকার ছাড়াও আরএসএস-এর প্রতিষ্ঠা কেশব বলিরাম হেডগেওয়ারের সমালোচনা করেছেন। তিনি বলেছেন, ১৯৩০-এ বাপুর ওপরে একাধিকবার হামলার চেষ্টা করা হয়। আকোলা, বিদর্ভে বাপুকে হত্যার ষড়যন্ত্র বিষয়ে সতর্ক করে তাঁর প্রাণ বাঁচিয়েছিলেন প্রবোধনকর ঠাকরে। তারপরে তিনি সনাতনী হিন্দু সংগঠন ও তাদের নেতৃত্বকে এব্যাপারে বিরত থাকতে জনসাধারণের উদ্দেশে সতর্কতা জারিও করেন।

আরও পড়ুন: ফের নাম-বদল, মহারাষ্ট্রে দুটি সমুদ্র লিঙ্কের নাম সাভারকর ও অটল বিহারীর নামে!

 

আরও পড়ুন: পশ্চিমা অস্ত্রে সজ্জিত কিয়েভ, রাশিয়ার ওপর হামলার প্রস্তুতি

তুষার গান্ধির মন্তব্য সম্পর্কে প্রশ্ন করা হলে মহারাষ্ট্র বিজেপি মুখপাত্র কেশব উপাধ্যায় বলেন, আদালত এই মামলায় রায় দিয়েছে এবং সাভারকারকে এই ধরনের অভিযোগ থেকে মুক্ত করা হয়েছে। তারপরেও কিছু লোক সাভারকারের বিরুদ্ধে ভিত্তিহীন মন্তব্য করে সমাজকে বিভ্রান্ত করছেন।দাবি ওই বিজেপি নেতার।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বাপুকে হত্যার অস্ত্র গডসেকে জোগাড় করে দিয়েছিলেন সাভারকার বিস্ফোরক মন্তব্য তুষার গান্ধির   

আপডেট : ২২ নভেম্বর ২০২২, মঙ্গলবার

পুবের কলম ওয়েব ডেস্কঃ গান্ধিজিকে নাথুরাম যে বন্দুক দিয়ে হত্যা করেছিল সেটি তাকে জোগাড় করে দিয়েছিলেন আরএসএস প্রতিষ্ঠাতা বিনায়ক দামোদর সাভারকার।এমনটাই দাবি করেছেন মহাত্মা গান্ধির  প্রপৌত্র তুষার গান্ধী। বিজেপির মহারাষ্ট্র শাখা তুষার গান্ধির এই মন্তব্যকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে।রবিবার এক ট্যুইটে তুষার গান্ধি  বলেন, সাভারকার শুধু ব্রিটিশদের সাহায্য করেননি, তিনি বাপুকে হত্যার জন্য নাথুরাম গডসেকে  বন্দুক খুঁজে পেতেও সাহায্য করেছিলেন। বাপুকে হত্যার দু’দিন আগেও নাথুরামের হাতে  ভরসা করার মত তেমন অস্ত্র ছিল না।তুষার গান্ধি আরও বলেছেন, শিবসেনার প্রতিষ্ঠাতা বালাসাহেব ঠাকরে এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের ঠাকুরদাদা প্রবোধনকর ঠাকরে মহাত্মা গান্ধীকে হত্যার ষড়যন্ত্র সম্পর্কে আগেই সতর্ক করেছিলেন।

 

আরও পড়ুন: সাভারকর মুসলিমদের বিশ্বাসঘাতক হিসেবে দেখতেন: মানহানির মামলায় দাবি রাহুলের

তুষার গান্ধি এব্যাপারে সনাতনী হিন্দু সংগঠনের নেতা সাভারকার ছাড়াও আরএসএস-এর প্রতিষ্ঠা কেশব বলিরাম হেডগেওয়ারের সমালোচনা করেছেন। তিনি বলেছেন, ১৯৩০-এ বাপুর ওপরে একাধিকবার হামলার চেষ্টা করা হয়। আকোলা, বিদর্ভে বাপুকে হত্যার ষড়যন্ত্র বিষয়ে সতর্ক করে তাঁর প্রাণ বাঁচিয়েছিলেন প্রবোধনকর ঠাকরে। তারপরে তিনি সনাতনী হিন্দু সংগঠন ও তাদের নেতৃত্বকে এব্যাপারে বিরত থাকতে জনসাধারণের উদ্দেশে সতর্কতা জারিও করেন।

আরও পড়ুন: ফের নাম-বদল, মহারাষ্ট্রে দুটি সমুদ্র লিঙ্কের নাম সাভারকর ও অটল বিহারীর নামে!

 

আরও পড়ুন: পশ্চিমা অস্ত্রে সজ্জিত কিয়েভ, রাশিয়ার ওপর হামলার প্রস্তুতি

তুষার গান্ধির মন্তব্য সম্পর্কে প্রশ্ন করা হলে মহারাষ্ট্র বিজেপি মুখপাত্র কেশব উপাধ্যায় বলেন, আদালত এই মামলায় রায় দিয়েছে এবং সাভারকারকে এই ধরনের অভিযোগ থেকে মুক্ত করা হয়েছে। তারপরেও কিছু লোক সাভারকারের বিরুদ্ধে ভিত্তিহীন মন্তব্য করে সমাজকে বিভ্রান্ত করছেন।দাবি ওই বিজেপি নেতার।