০১ মে ২০২৫, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

সিদ্ধ তান্ত্রিক হওয়ার লোভে নাবালিকাকে বলি! হাওড়া জিআরপি ও হরিয়ানা পুলিশের যৌথ তৎপরতায় গ্রেফতার অভিযুক্ত

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ২৮ অক্টোবর ২০২২, শুক্রবার
  • / 7

আইভি আদক, হাওড়া: সিদ্ধ তান্ত্রিক হতে গেলে কোনও নাবালিকাকে বলি দিতে হবে দীপাবলির রাতে। সেই মতন সাত বছরের এক শিশুকন্যাকে ধর্ষণের পর খুন করেছিল হরিয়ানার শিবকুমার। ঘটনাটি ঘটে হরিয়ানার পানিপথে। খুন করার পর হরিয়ানার পানিপথ থেকে কলকাতায় পালিয়ে আসার পথে পুলিশের জালে ধরা পড়ে যায় শিবকুমার। হরিয়ানা পুলিশ ও হাওড়া জিআরপি’র তৎপরতায় গ্রেফতার হয় অভিযুক্ত।

হাওড়া জিআরপি থানার ওসি সিদ্ধার্থ রায় জানান, বৃহস্পতিবার হাওড়ার রেল পুলিশ সুপার পঙ্কজ দ্বিবেদী সকাল ৯টা নাগাদ জানতে পারেন এক শিশুকে ধর্ষণ ও খুন করে শিবকুমার নামে মূল অভিযুক্ত ডাউন কালকা মেলে কলকাতায় পালিয়ে আসছে। ওই ট্রেনটি প্রায় দু ঘন্টা দেরিতে আসছিল। সঙ্গে সঙ্গে জিআরপি আধিকারিকরা বর্ধমান স্টেশনে সাদা পোশাকে টিম পাঠিয়ে দেয়। কালকা মেলে এর মধ্যে তন্ন তন্ন করে খুঁজতে থাকে শিবকুমারকে।

এস ৬ কামরায় সন্ধান পাওয়া যায় অভিযুক্তের। বিনা টিকিটে ট্রেনে উঠে জরিমানা দিয়ে ট্রেনে টিকিট কনফার্ম করেছিল অভিযুক্ত। কিন্তু শেষরক্ষা হল না। হরিয়ানা পুলিশের একটি টিম হাওড়ায় আসছিলো এই ঘটনার পরিপ্রেক্ষিতে অভিযুক্তের সন্ধানে। তাদের হাতে শিবকুমারকে তুলে দেয় হাওড়া জিআরপি।

পুলিশ জানিয়েছে, এর আগেও সে একটি বাচ্চা ছেলেকে যৌন অত্যাচারের কারণে হাজতবাস করেছি

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

সিদ্ধ তান্ত্রিক হওয়ার লোভে নাবালিকাকে বলি! হাওড়া জিআরপি ও হরিয়ানা পুলিশের যৌথ তৎপরতায় গ্রেফতার অভিযুক্ত

আপডেট : ২৮ অক্টোবর ২০২২, শুক্রবার

আইভি আদক, হাওড়া: সিদ্ধ তান্ত্রিক হতে গেলে কোনও নাবালিকাকে বলি দিতে হবে দীপাবলির রাতে। সেই মতন সাত বছরের এক শিশুকন্যাকে ধর্ষণের পর খুন করেছিল হরিয়ানার শিবকুমার। ঘটনাটি ঘটে হরিয়ানার পানিপথে। খুন করার পর হরিয়ানার পানিপথ থেকে কলকাতায় পালিয়ে আসার পথে পুলিশের জালে ধরা পড়ে যায় শিবকুমার। হরিয়ানা পুলিশ ও হাওড়া জিআরপি’র তৎপরতায় গ্রেফতার হয় অভিযুক্ত।

হাওড়া জিআরপি থানার ওসি সিদ্ধার্থ রায় জানান, বৃহস্পতিবার হাওড়ার রেল পুলিশ সুপার পঙ্কজ দ্বিবেদী সকাল ৯টা নাগাদ জানতে পারেন এক শিশুকে ধর্ষণ ও খুন করে শিবকুমার নামে মূল অভিযুক্ত ডাউন কালকা মেলে কলকাতায় পালিয়ে আসছে। ওই ট্রেনটি প্রায় দু ঘন্টা দেরিতে আসছিল। সঙ্গে সঙ্গে জিআরপি আধিকারিকরা বর্ধমান স্টেশনে সাদা পোশাকে টিম পাঠিয়ে দেয়। কালকা মেলে এর মধ্যে তন্ন তন্ন করে খুঁজতে থাকে শিবকুমারকে।

এস ৬ কামরায় সন্ধান পাওয়া যায় অভিযুক্তের। বিনা টিকিটে ট্রেনে উঠে জরিমানা দিয়ে ট্রেনে টিকিট কনফার্ম করেছিল অভিযুক্ত। কিন্তু শেষরক্ষা হল না। হরিয়ানা পুলিশের একটি টিম হাওড়ায় আসছিলো এই ঘটনার পরিপ্রেক্ষিতে অভিযুক্তের সন্ধানে। তাদের হাতে শিবকুমারকে তুলে দেয় হাওড়া জিআরপি।

পুলিশ জানিয়েছে, এর আগেও সে একটি বাচ্চা ছেলেকে যৌন অত্যাচারের কারণে হাজতবাস করেছি