কমিশনকে কাজ করতে দিন, এসআইআর নিয়ে তৃণমূলের মামলায় বলল সুপ্রিম কোর্ট
- আপডেট : ১১ নভেম্বর ২০২৫, মঙ্গলবার
- / 260
পুবের কলম, ওয়েবডেস্ক: কমিশনকে কাজ করতে দিন, এসআইআর নিয়ে তৃণমূলের মামলায় জানাল সুপ্রিম কোর্ট। এদিন আদালত বলেছে, “নির্বাচন কমিশন একটি সাংবিধানিক সংস্থা। তাদের কাজ করতে দিন। ভুল ত্রুটি থাকলে জানান, কমিশন নিশ্চই সংশোধন করে নেবে।”
এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করে রাজ্যের শাসক দল তৃণমূল। এদিন সেই মামলার শুনানি হয় আদালতে। মামলাকারীর পক্ষের আইনজীবী কপিল সিব্বল এদিন বলেন, “বিভিন্ন জায়গায় এই সময় বৃষ্টি হয়, চাষ আবাদের বিষয় থাকে, ক্রিসমাস থাকে। তাই SIR-এর সময়সীমা বৃদ্ধি করা হোক। পশ্চিমবঙ্গের অবস্থা তো আরও খারাপ। গ্রামাঞ্চলে কোনও ৪জি নেই, ৫জি নেই, ইন্টারনেট ভাল নয়।” এরপরই বিচারপতি সূর্য কান্ত বলেন, “আপনারা এমন করে বলছেন যেন এদেশে কোনওদিন ভোটার তালিকা সংশোধনের কাজ হয়নি।”
সেই সঙ্গে শীর্ষ আদালত বলে দিয়েছে, এসআইআর নিয়ে কোনও রাজ্যের হাইকোর্টে কোনও মামলা হলে সেই মামলায় যেন স্থিতাবস্থা বজায় রাখা হয়। মামলার পরবর্তী শুনানি আগামী ২৬ নভেম্বর।














































