যাঁদের নাম বাদ পড়েছে, কারণ-সহ ওয়েবসাইটে প্রকাশ করুন: বিহারে SIR নিয়ে নির্দেশ Supreme Court-এর

- আপডেট : ১৪ অগাস্ট ২০২৫, বৃহস্পতিবার
- / 25
পুবের কলম,ওয়েবডেস্ক: যাঁদের নাম তালিকা থেকে বাদ পড়েছে, কারণ-সহ ওয়েবসাইটে প্রকাশ করুন। বিহারে SIR নিয়ে নির্দেশ Supreme Court-এর। বলা বাহুল্য, বুধবারের পর বৃহস্পতিবারও সুপ্রিম কোর্টে বিহারে ভোটার তালিকার বিশেষ এবং নিবিড় সংশোধন (এসআইআর) সম্পর্কিত মামলার শুনানি হয়। গত দিন কয়েক ধরেই বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চে এই মামলার শুনানি চলছে। এদিনের শুনানিতে শীর্ষ আদালত জানিয়েছে, যে ৬৫ লক্ষ ভোটারের নাম তালিকা থেকে বাদ গিয়েছে, তা মঙ্গলবারের মধ্যে ওয়েবসাইটে প্রকাশ করতে হবে।
শুধু তাই নয়,২০২৫ সালের তালিকায় যাঁদের নাম রয়েছে, অথচ খসড়া তালিকায় নেই, তাঁদের সকলের নাম যেন জেলাস্তরের ওয়েবসাইটে থাকে এমনটাও জানানো হয়েছে। সঙ্গে কী কারণে তাঁদের নাম বাদ গিয়েছে, তারও উল্লেখ থাকতে হবে। প্রত্যেক জেলাস্তরের নির্বাচনী আধিকারিকের ওয়েবসাইটে এই তালিকা থাকতে হবে।
বিস্তারিত আসছে