জম্মু-কাশ্মীর কবে পূর্ণ রাজ্য? শীর্ষ কোর্টে শুনানি ৮ই

- আপডেট : ৫ অগাস্ট ২০২৫, মঙ্গলবার
- / 110
পুবের কলম, ওয়েবডেস্ক : ৬ বছর হয়ে গেল জম্মু-কাশ্মীরের পৃথক রাজ্যের মর্যাদা কেড়ে নেওয়া হয়েছে। অবশ্য গোড়াতেই প্রধানমন্ত্রী মোদি বলেছিলেন, ফের পূর্ণ রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়া হবে। কবে হবে? এটাই এখন লাখ টাকার প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।
সেই প্রশ্ন শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টের দুয়ারে পৌঁছে গেল। আইনজীবী গোপাল শঙ্করনারায়ণ প্রধান বিচারপতি গাভাইকে অনুরোধ করেন, জম্মু-কাশ্মীরকে পূর্ণ রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়া নিয়ে একটি মামলা গ্রহণ করতে। প্রধান বিচারপতি গাভাই রাজি হয়েছেন।
৮ আগস্ট এই মামলার শুনানি হবে। এই মামলায় বলা হয়েছে, সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন ৫ বিচারপতির এক বেঞ্চ মাসকয়েক আগে যত দ্রুত সম্ভব জম্মু-কাশ্মীরকে পূর্ণ রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করতে বলেছিলেন।
তা সত্বেও কিছু করেনি কেন্দ্রীয় সরকার। এর ফলে ওই রাজ্যের সাধারণ মানুষের অধিকার পদে পদে লঙ্ঘিত হচ্ছে এবং ফেডারেল কাঠামোর ধারণাও অমান্য করা হচ্ছে। চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চ সলিসিটর জেনারেল তুষার মেহতাকে বলেছিল, সংসদ কি কোনও রাজ্যকে ভেঙে দু টুকরো করে কেন্দ্রশাসিত করতে