০৬ অগাস্ট ২০২৫, বুধবার, ২০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

৭১ জন পড়ুয়া নিয়ে মালদহে উল্টে গেল স্কুল বাস, আহত কমপক্ষে ১৫, গুরুতর আহত আট পড়ুয়া

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ২ জুলাই ২০২২, শনিবার
  • / 36

পুবের কলম ওয়েবডেস্কঃ বছর দুয়েক আগে হুগলী জেলার পোলবার মর্মান্তিক বাস দুর্ঘটনার স্মৃতি ফেরাল মালদহের দুর্ঘটনা। ৭১ জন পড়ুয়া নিয়ে রাস্তার ধারে উল্টে গেল স্কুল বাস। ইংরেজবাজার থানা এলাকার লক্ষীপুরের কাছে মালদহ- মানিকচক রাজ্যসড়কে উল্টে যায় বাসটি।

বাসটিতে মোট ৭১ জন পড়ুয়া ছিল। এদের মধ্যে ১৫ জন আহত, আটজন গুরুতর জখম। কয়েকজন পড়ুয়ার মাথাতেও চোট লেগেছে বলে জানা যাচ্ছে। আহত পড়ুয়াদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসা চলছে তাদের। দুর্ঘটনার পর প্রথমে স্থানীয় বাসিন্দারাই উদ্ধার কার্যে হাত লাগান।

আরও পড়ুন: মুসলিম যুবককে ঘিরে ধরে নৃশংস আক্রমণ, গুরুতর আহত মুয়েব

প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী বাসটি একটি কেন্দ্রীয় বিদ্যালয়ের । তবে বাসটির গতি যথেষ্ট কমই ছিল। তারপরেও কি করে এই দুর্ঘটনা ঘটে গেল তা বোঝা যাচ্ছেনা। ইতিমধ্যেই হাসপাতালে ভিড় করছেন  আতঙ্কিত অভিভাবকরা। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে মালদহ জেলা পুলিশ।

আরও পড়ুন: মাথায়, পিঠে , চোট, গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত ঋষভ পন্থ

 

আরও পড়ুন: সাঁতরাগাছি কোনা এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনা, বাসের ধাক্কায় গুরুতর আহত বাইক আরোহী

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

৭১ জন পড়ুয়া নিয়ে মালদহে উল্টে গেল স্কুল বাস, আহত কমপক্ষে ১৫, গুরুতর আহত আট পড়ুয়া

আপডেট : ২ জুলাই ২০২২, শনিবার

পুবের কলম ওয়েবডেস্কঃ বছর দুয়েক আগে হুগলী জেলার পোলবার মর্মান্তিক বাস দুর্ঘটনার স্মৃতি ফেরাল মালদহের দুর্ঘটনা। ৭১ জন পড়ুয়া নিয়ে রাস্তার ধারে উল্টে গেল স্কুল বাস। ইংরেজবাজার থানা এলাকার লক্ষীপুরের কাছে মালদহ- মানিকচক রাজ্যসড়কে উল্টে যায় বাসটি।

বাসটিতে মোট ৭১ জন পড়ুয়া ছিল। এদের মধ্যে ১৫ জন আহত, আটজন গুরুতর জখম। কয়েকজন পড়ুয়ার মাথাতেও চোট লেগেছে বলে জানা যাচ্ছে। আহত পড়ুয়াদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসা চলছে তাদের। দুর্ঘটনার পর প্রথমে স্থানীয় বাসিন্দারাই উদ্ধার কার্যে হাত লাগান।

আরও পড়ুন: মুসলিম যুবককে ঘিরে ধরে নৃশংস আক্রমণ, গুরুতর আহত মুয়েব

প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী বাসটি একটি কেন্দ্রীয় বিদ্যালয়ের । তবে বাসটির গতি যথেষ্ট কমই ছিল। তারপরেও কি করে এই দুর্ঘটনা ঘটে গেল তা বোঝা যাচ্ছেনা। ইতিমধ্যেই হাসপাতালে ভিড় করছেন  আতঙ্কিত অভিভাবকরা। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে মালদহ জেলা পুলিশ।

আরও পড়ুন: মাথায়, পিঠে , চোট, গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত ঋষভ পন্থ

 

আরও পড়ুন: সাঁতরাগাছি কোনা এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনা, বাসের ধাক্কায় গুরুতর আহত বাইক আরোহী